Wednesday 5 June 2024

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে ইস্পাতনগরীতে হামলা : পুড়লো দোকান,ভাঙ্গলো গাড়ি।

 


দুর্গাপুর,৫ই জুন : গতকাল লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে গভীর রাতে পার্টি কর্মীদের গাড়ি,দোকানের ওপরে হামলা করা হয়। অভিযোগ, ইস্পাতনগরীর বি-জোনের এক কুখ্যাত তৃণমূল আশ্রিত দুষ্কৃতির নেতৃত্বে হামলা করা হয়। আইনস্টাইন রোডে পার্টি কর্মী প্রসূন পালিতের কোয়ার্টারের বাইরে রাখা গাড়িতে ভাঙ্গচূর করা হয়।লোকসভা নির্বাচনে পার্টির পোলিং এজেন্ট হিসাবে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে তৃণমূলের জাল ভোট দেওয়ার প্রচেষ্টা রুখে দিয়েছিলেন।অন্য আরেকটি ঘটনায় গতকাল ইস্পাতনগরী সংলগ্ন  মহুয়াবাগানে পার্টি কর্মী মহঃ ফিরোজের বোনের দর্জির দোকানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয়। দোকানটি সম্পূর্ন পুড়ে যায়।মূল্যবান সেলাই মেশিন এবং তৈরি নতুন জামা-কাপড় সহ দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে হয়। হয়। ব্যাঙ্ক থেকে ধার নিয়ে অত্যন্ত পরিশ্রম করে এই দোকান চালাচ্ছিলেন মহঃ ফিরোজের বোন।দোকানে কাজ করে আরো কয়েক জন মহিলার কর্মসংস্থান হচ্ছিল। সেই দোকান ভস্মীভূত হয়ে যাওয়া কাজ ও উপার্জনের উপায় হারিয়ে সবাই দিশেহার।লোকসভা নির্বাচনে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে মহঃ ফিরোজ ও তার বাবা মহঃ আলি সেখ পার্টির পোলিং এজেন্ট হিসাবে কাজ করেন । এই ‘অপরাধে’ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । উভয় ঘটনাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও এখনো কোন অপরাধী গ্রেফতার হয় নি। খবর পেয়ে পার্টি নেতা পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে পার্টির এক প্রতিনিধি দল ঘটনাস্থল দুটিতে পৌঁছান। প্রতিনিধি দলে ছিলেন সুবীর সেনগুপ্ত,আলপনা চৌধুরী,স্বপন ব্যানার্জি প্রমুখ পার্টি নেতৃবৃন্দ। পরে সংবাদমাধ্যমের সামনে পার্টির পক্ষ থেকে পঙ্কজ রায় সরকার এই ধরনের হিংসাশ্রয়ী ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও শান্তিপ্রতিষ্ঠার দাবি জানান। বিকালে পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি,রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেন,আক্রান্ত পার্টি সদস্য ও তাদের পরিবারের সদস্যদ এবং স্থানীয় মানুষের সাথে কথা বলেন।







No comments:

Post a Comment