Thursday 30 December 2021

রাজ্যের আসন্ন পৌর নির্বাচন সন্ত্রাস-মুক্ত করার দাবিতে ও গতকাল কলকাতায় পুলিশী হামলা-গ্রেপ্তারীর প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,৩০শে ডিসেঃ : আজ সন্ধ্যায়,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে রাজ্যের আসন্ন পৌর নির্বাচন সন্ত্রাস-মুক্ত করার দাবিতে ও গতকাল কলকাতায়,কলকাতা পৌর নির্বাচনে তৃণমূলের ব্যাপক সন্ত্রাস ও ভোট-লুঠের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বামফ্রন্টের অবস্হান বিক্ষোভের ওপরে পুলিশী হামলা-ধরপাকরের প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল হয় ।বি-জোন হেলথ সেন্টার রোটারী থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল কাশিরাম দাস রোটারীতে শেষ হয় । মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,সীমান্ত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।




Sunday 19 December 2021

পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল রক্তদান শিবির।

 


দুর্গাপুর,১৯শে ডিসেঃ : আজ সকালে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার উদ্যোগে ইস্পাতনগরীর পাঁচ মাথা মোড়ে সোসাইটি ফর প্রিভেনশন অফ   থ্যালাসেমিয়া অ্যান্ড এডসের দপ্তরে অনুষ্ঠিত হোল রক্তদান শিবির । এই রক্তদান শিবিরে ৩ জন প্রতিদ্বন্ধী মহিলা সহ মোট ২৩ জন রক্তদান করেন । রক্তদান শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব )-এর প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায় । এছাড়াও উপস্হিত ছিলেন কালী সান্যাল , গৌতম ঘোষ ,মহঃ নিসার,আয়ুব আনসারি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।











Thursday 9 December 2021

আগামী ১৬ই ডিসেঃ সেইল-আরআইএনএল এর ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানায় অবস্হান-বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৯ই ডিসেঃ : আগামী ১৬ই ডিসেম্বর,সিআইটিইউ এর ডাকে ন্যায্য বেতন-চুক্তি সহ অন্যান্য দাবিতে সেইল-আরআইএনএল-এ ১-দিনের ধর্মঘটের সমর্থনে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) দপ্তরে অবস্হান-বিক্ষোভে যোগ দিলেন কারখনার স্হায়ী ও ঠিকা শ্রমিকরা। এইচএসইইউ-ইউসিডব্লুইউ( সিআইটিইউ ) এর ডাকে এই অবস্হান বিক্ষোভ হয় । অবস্হান বিক্ষোভে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জী,প্রদ্যুৎ মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Wednesday 8 December 2021

ন্যায্য বেতন-চুক্তির দাবিতে আগামী ১৬ই ডিসেঃ সেইল-আরআইএনএল এর ধর্মঘটের সমর্থনে অ্যালয় স্টিল প্ল্যান্টে মিছিল,অবস্হান ।

 


দুর্গাপুর,৮ই ডিসেঃ : আগামী ১৬ই ডিসেম্বর,সিআইটিইউ এর ডাকে সেইল-আরআইএনএল-এ ১-দিনের ধর্মঘটের সমর্থনে আজ সকাল থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে অবস্হান-বিক্ষোভে যোগ দিলেন কারখনার স্হায়ী ও ঠিকা শ্রমিকরা। এইচএসইইউ-এএসপিসিইইউ ( সিআইটিইউ ) এর ডাকে সকালে ও বিকালে দুই-দফায় অবস্হান বিক্ষোভ হয় । বিকালে কারখানার ভেতর থেকে শ্রমিকরা একটি বিশাল মিছিল করে এসে অবস্হান বিক্ষোভে যোগদান করেন । অবস্হান বিক্ষোভে বক্তব্য রাখেন আশিষতরু চক্রবর্তি,নিমাই ঘোষ,মলয় ভট্টাচার্য,বিজয় সাহা ও আর.পি.গাঙ্গুলী ।








Monday 6 December 2021

বাবরি মসজিদ ধ্বংসের ২৯-তম বার্ষিকীতে ইস্পাতনগরীতে পালিত হল সম্প্রীতি দিবস ।

 


দুর্গাপুর ,৬ই ডিসেঃ : আজ বাবরি মসজিদ ধ্বংসের ২৯-তম বার্ষিকীতে ইস্পাতনগরীতে সম্প্রীতি দিবস পালিত হল । এই উপলক্ষে আজ বিকেলে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে সম্প্রীতি মিছিল নেতাজী ভবন থেকে শুরু হয়ে এ-জোন ও বি-জোনের বিভিন্ন পথ ঘুরে চন্ডিদাস বাজারে গিয়ে শেষ হয়।মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ,স্বপন সরকার প্রমুখ। আজ সকালে,অন্যান্য বছরের মতো এবারোও ডিওয়াইএফআই এর দুর্গাপুর ইস্পাতের বি-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে চন্ডিদাস সেক্টর অফিসে সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ২ জন মহিলা সহ মোট ১৪ জন রক্তদান করেন । সন্ধ্যায়, সম্প্রীতির বার্তা দিয়ে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর উইলিয়াম কেরীর মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।


























Sunday 5 December 2021

কাজের দাবিতে,রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচানোর দাবিতে,সাম্প্রদায়িকতা রোখার ডাক দিয়ে ইস্পাতনগরীতে যুবদের বাইক মিছিল ।

 


দুর্গাপুর,৫ই ডিসেঃ : পুলিশের বাধা না মেনে গত কাল বর্ষা-বিঘ্নিত সন্ধ্যায়,ডিওয়াইএফআই এর দুর্গাপুর ইস্পাত বি-জোন আঞ্চলিক কমিটির ডাকে,যুবদের একটি বিশাল বাইক মিছিল বেরোয় । এডিসন সেক্টর অফিস থেকে বাইক মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে সেইল সমবায় আবাসন অঞ্চলের কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ ) মোড়ে শেষ হয়। মিছিল থেকে কাজের দাবিতে,রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচানোর দাবিতে,সাম্প্রদায়িকতা রোখার আহ্বান জানানো হয় । মিছিলে ছিলেন শৈলেন্দ্র ঝা,তুষার হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে,আজ সকালে,সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আশিস মার্কেট ও ট্রাঙ্ক রোড মোড়ে দুটি পৃথক প্রতিবাদ সভা থেকে অতি মুল্যবৃদ্ধি, রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচানোর দাবিতে,সাম্প্রদায়িকতা রোখার ডাক দেওয়া হয় । বক্তব্য রাখেন ললিত মিশ্র,নিমাই ঘোষ,দেবাশীষ পাল ও উজ্জল গন । উপস্হিত ছিলেন দিপক ঘোষ,সীমন্ত চ্যাটার্জি,নিসার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।