Monday 31 July 2023

ইস্পাতনগরীতে পালিত হল মহান সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের ১৪৩-তম জন্মদিবস।

 


দুর্গাপুর,৩১শে জুলাই : আজ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের ১৪৩-তম জন্মবার্ষিকী । ইস্পাতনগরীতে,জনবাদি লেখক সংঘ ও মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে আজ সকালে ট্রাঙ্ক রোড মোড়ে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন তারকেশ্বর পাণ্ডে,সীমান্ত তরফদার,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ । বক্তব্য রাখেন ধর্মেন্দ্র যাদব,প্রকাশতরু চক্রবর্তী ও বিশ্বরূপ ব্যানার্জি। সঙ্গীত পরিবেশন করেন মহেশ প্রসাদ ‘লিমকা’।



















Sunday 30 July 2023

ইস্পাতনগরীতে বস্তিবাসীদের জন্য হোল স্বাস্হ্য-পরীক্ষা শিবির : শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা।

 


দুর্গাপুর,৩০শে জুলাই : আজ বিকালে, ইস্পাতনগরীর লাল ময়দান বস্তিতে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির হর্ষবর্ধন-ডিভিসি প্রাথমিক কমিটি ও পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির লাল ময়দান-সেকেণ্ডারি প্রাথমিক কমিটির যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ও গৌরি দেবী হাসপাতালের সহায়তায় বস্তিবাসীদের জন্য স্বাস্হ্য-পরীক্ষা শিবির হোল। উদ্বোধন করেন রথীন রায় । উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি ,সুবীর সেনগুপ্ত, মহাব্রত কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ।উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপ্রিয়া দত্ত জানিয়েছেন যে বর্ষায় বস্তিবাসীদের মধ্যে রোগের প্রকোপ বাড়ছে। তাই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন রোগের চিকিৎসার জন্য স্বাস্হ্য-পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।শতাধীক বস্তিবাসী চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও স্বাস্হ্য-পরীক্ষা করান।

অন্যদিকে, হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর  পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাব এর  সহযোগিতায়  সহযোগিতায় ইস্পাতনগরীর লাল ময়দানে অনুষ্ঠিত শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ভারতী ভলিবল ক্লাব ৩-১ গোলে আই এন দিশারী কে পরাজিত করে ফাইনালে পৌঁছাল।
























Saturday 29 July 2023

শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় জিতল আমরা কজন বয়েজ ক্লাব।

 


দুর্গাপুর,২৯শে জুলাই : হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর  পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাব এর  সহযোগিতায়  সহযোগিতায় ইস্পাতনগরীর লাল ময়দানে অনুষ্ঠিত শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের  প্রথম সেমিফাইনাল  খেলায়  আমরা কজন বয়েজ ক্লাব  - দুর্গাপুর হিরোজ  কে -  গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছাল। 

আমরা কজন বয়েজ ক্লাব এর হয়ে গোল করেছেন অভিজিৎ  টুডু() প্রসেনজিত সাহা রাহুল  রাজভর। এবং  দুর্গাপুর হিরোজ  এর  হয়ে একমাত্র গোল করেছেন  সমীর সরেন। আজকের খেলায় রেফারি ছিলেন ইন্দ্রজিত ব্যানার্জি, রূপায়ন মুর্মু বাবলু কর্মকার। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আমরা কজন বয়েজ ক্লাব এর বাপি সোরেন।



Friday 28 July 2023

মনিপুর থেকে মালদায় মহিলাদের ওপরে বীভৎস অত্যাচারের প্রতিবাদে ইস্পাতনগরীতে পথে নামলেন লেখক-শিল্পীরা।

 


দুর্গাপুর,২৮শে জুলাই : আজ সন্ধ্যায়,পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ডাকে মনিপুর থেকে মালদায় মহিলাদের ওপরে বীভৎস অত্যাচারের প্রতিবাদে ইস্পাতনগরীতে পথে নামলেন লেখক-শিল্পীরা। ডেভিড হেয়ার মোড় থেকে মহিষ্কাপুর রোড পর্যন্ত মোমবাতি নিয়ে মিছিল হয়। উপস্হিত ছিলেন সীমান্ত তরফদার,দিপক দেব,কানাই বিশ্বাস প্রমুখ।মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও দিপক দেব।