Thursday 26 January 2023

ইস্পাতনগরীতে পালিত হল ৭৪-তম সাধারনতন্ত্র দিবস।

 


দুর্গাপুর,২৬শে জানুঃ : আজ দেশের ৭৪-তম সাধারনতন্ত্র দিবস। এই উপলক্ষে,আজ সকালে বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জি । পরে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে ওভারব্রীজে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী))-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ আহ্বানে ভারতের সংবিধান রক্ষার শপথ গ্রহন ও মানব-বন্ধন পালন করা হয়।উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,সীমান্ত চ্যাটার্জি, সীমান্ত তরফদার,প্রদ্যুত মুখার্জি,দেবু দাস প্রমুখ।





Wednesday 25 January 2023

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৫শে জানুঃ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরে বিভিন্ন বকেয়া অবিলম্বে প্রদান ও এলএমএস বাতিলের দাবিতে কারখানার স্হায়ী শ্রমিকরা জোড়ালো বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জি , প্রকাশতরু চক্রবর্তি ও প্রদ্যুত মুখার্জি । বছরের পর বছর ধরে শ্রমিকদের নায্য পাওনা বকেয়া পরে আছে।বকেয়া পরে আছে পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্তি,সহ বিভিন্ন ভাতা এবং বার্ষিক বোনাসের দ্বিতীয় কিস্তি।বকেয়ার দীর্ঘতালিকায় রয়েছে স্হায়ী শ্রমিক নিয়োগ,ইস্পাতনগরীর পরিষেবার আধুনিকিকরন,চিকিৎসা পরিষেবার আধুনিকিকরন ও উপযুক্ত সংখ্যায় স্হায়ী চিকিৎসক-নার্স-স্বাস্হ্য কর্মী নিয়োগ এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারণ ।এই বকেয়ার নিস্পত্তিতে ইউনিয়ন সমূহ এর সাথে আলোচনার জন্য কোন সভা ডাকছে না দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ। অথচ এরই মাঝে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ইউনিয়ন সমূহ এর সাথে আলোচনা ছাড়াই একতরফা ভাবে এল.এম.এস ( লিভ ম্যানেজমেন্ট সিস্টেম ) চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে বক্তারা অভিযোগ করে বকেয়া অবিলম্বে প্রদান ও এলএমএস বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ ও তীব্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।






Monday 23 January 2023

ইস্পাতনগরীতে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,২৩শে জানুঃ : ইস্পাতনগরীতে মর্যাদার সাথে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মদিবস। বামফ্রন্টের সিদ্ধান্ত অনুসারে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মদিবস পালিত হল “দেশপ্রেম দিবস” হিসাবে পালন করা হয়। আশিস-জব্বার ভবনে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয়। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । শ্রদ্ধা জানান দিপক ঘোষ,সীমান্ত চ্যাটার্জি,দেবু দাস প্রমুখ । বিকালে বামপন্হী গনসংগঠন গুলির পক্ষ থেকে ইস্পাতনগরীর সেকেণ্ডারি রোডের বটলা মোড়ে “দেশপ্রেম দিবস” উপলক্ষে আয়োজিত সভায় নেতাজী সুভাষচন্দ্র বসুর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতে স্বাধীনতা সংগ্রামে অসামান্য ভুমিকার পাশাপাশি ভারতবাসীর মধ্যে একতা গড়ে তোলার জন্য সমস্ত ধরনের সাম্প্রদয়িক শক্তির বিরুদ্ধে তাঁর সংগ্রামের ইতিহাস বক্তারা তুলে ধরে বক্তব্য রাখেন জীবন আইচ ও সোমনাথ গাঙ্গুলি। কবিতা পাঠ করেন সমীর দাস । সভাপতিত্ব করেন দীপঙ্কর বাগদি। সভার সুচনায় নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানানো হয় ।

























Friday 20 January 2023

অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ।

 


দুর্গাপুর,২০শে জানুঃ : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে ওভারব্রীজে, ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর ডাকে অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশিস মিশ্র,নিমাই ঘোষ ও প্রকাশতরু চক্রবর্তি। ২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি বকেয়া আছে । ইতিমধ্যে বেতন-চুক্তির লক্ষ্যে “মৌ” সাক্ষরিত হলেও পূর্ণাঙ্গ বেতন-চুক্তি হয় নি। এমনকি সাক্ষরিত “মৌ”-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্ত করা হয় নি । দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন । করোনা অতিমারীর মধ্যেও ইস্পাত শ্রমিকদের অসাধারন কর্মপ্রচেষ্টার ফলে সেইল অতি মুনাফা করে চলেছে। এই কর্মপ্রচেষ্টার মধ্যে সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত ঠিকা শ্রমিকদের অসামান্য ভুমিকা কে নূন্যতম স্বীকৃতি দিতে চাইছে না মোদি সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । সিআইটিইউ ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ সেইল ও আরআইএনএল-এর ঠিকা শ্রমিকদের স্বার্থে লাগু করার জন্য বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে।ঠিকা শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে স্হায়ী শ্রমিকরাও তাদের আন্দোলনের পাশে সর্বশক্তি দিয়ে থাকছেন । ।এর প্রতিবাদে সেইল ও আরআইএনএল-এ সিআইটিইউ এর নেতৃত্বে ঠিকা শ্রমিকদের জোড়ালো আন্দোলন চলছে ।আগামী ২৮শে ফেব্রুঃ বোকারোতে সেইল ও আরআইএনএল-এর সর্বভারতীয় ইস্পাত ঠিকা শ্রমিকদের কনভেনশন অনুষ্ঠিত হবে। বক্তারা সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরে ঠিকা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।





Tuesday 17 January 2023

সিআইটিইউ এর ১৭তম সর্বভারতীয় সম্মেলন কে সফল করার আহ্বান জানিয়ে অ্যালয় স্টিল প্ল্যান্টে মিছিল।

 


দুর্গাপুর,১৭ই জানুঃ : ১৯৭০ সালের ৩০শে জুন পথ চলা শুরু করে সিআইটিইউ।বেঙ্গালুরুতে সিআইটিইউ এর ১৭তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৮ই জানুয়ারি-২২শে জানুয়ারি।

সম্মেলন কে কে সফল করার আহ্বান জানিয়ে এব‌ং ঠিকা ও স্থায়ী শ্রমিকদের বেতনচুক্তি সহ ন্যায্য দাবী-দাওয়ার সমর্থনে আজ বিকালে সিআইটিইউ এর ডাকে কারখানার ফোর্জসপ থেকে শ্রমিক চক পর্যন্ত ঠিকা ও স্থায়ী শ্রমিকরা একত্রে মিছিল করেন।মিছিলের শেষে সভায় বক্তব্য রাখেন নিখিল কুমার দাস,নবেন্দু সরকার ও বিশ্বজিৎ ধরচৌধুরী।









Sunday 1 January 2023

খাটগড়িয়া বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হোল ।

 


দুর্গাপুর,১লা জানুঃ – আজ সকালে ইস্পাতনগরী সংলগ্ন খাটগড়িয়া গ্রামের আদিবাসী পাড়ায় অনুষ্ঠিত হোল বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।অভিভাবক সহ ১৮০ জন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। আজকের ক্রীড়া উৎসব শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও মণীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে।জাতীয় পতাকা উত্তোলন করেন হিঙ্গলাল মাড্ডি। অনুষ্ঠিত হয় আদিবাসী নাচ ও গান। উপস্থিত ছিলেন ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক সীমান্ত চ্যাটার্জি ও সভাপতি বিশ্বরূপ ব্যানার্জি, শ্যামলী মুর্মূ,মলয় ভট্টাচার্য প্রমুখ।গত বছর ১৮ই সেপ্টেঃ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিউ ) পরিচালিত ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও খাটগড়িয়া আদিবাসী কমিটির সহায়তায় বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র চালু করা হয়।