Monday 22 February 2021

ব্রিগেড চলো আহ্বান জানিয়ে ও পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের অবিরাম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ইস্পাতনগরী ও সেইল আবাসন অঞ্চলে মিছিল ।

 



দুর্গাপুর,২২শে ফেব্রুঃ : আজ বিকালে,সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে ইস্পাতনগরী ও সেইল আবাসন অঞ্চলে দুটি পৃথক  মিছিল হল । ব্রিগেড চলো আহ্বান জানিয়ে ও পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের অবিরাম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মিছিল দুটি পৃথক পৃথক অঞ্চল পরিক্রমা করে । ইস্পাতনগরীর মিছিল চন্ডিদাস বাজার থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড় পর্যন্ত যায় । সেইল আবাসনে অপর মিছিল ঐ অঞ্চলে বিভিন্ন অংশে পরিক্রমা করে ।মিছিলে ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জি প্রমুখ ।








Sunday 21 February 2021

ইস্পাতনগরীতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।

 


দুর্গাপুর,২১শে ফেব্রুঃ : আজ ইংরাজী মাস ফেব্রুয়ারীর একুশ তারিখ।কিন্তু আজ বাংলা ভাষার এক রক্তস্নাত দিন।মাতৃভাষার জন্য প্রান দিয়ে বাঙালী এক নতুন নজির সৃষ্টি করেছে।মাতৃভাষায় বলা-লেখা-শিক্ষার অধিকার অর্জন  আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ইস্পাতনগরীতে আজ মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।প্রতি বছরের মত এবারও সকাল  বেলায় বি-জোন মেজর পার্কে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি”-র উদ্যোগে  ‘ভাষা শহীদ স্মারক উদ্যানে’ অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক গুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান-হস্তশিল্প ও বই মেলা । উদ্যোক্তাদের পক্ষ সীমান্ত তরফদার জানিয়েছেন যে এ বছরে ২৭ টি সাংস্কৃতিক সংগঠন আজকের অনুষ্ঠানে যোগদান করেছে । সকালে শহীদ স্মারকে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । শুধু বাংলা নয়,অন্যান্য ভাষী শিল্পীরাও আজকের অনুষ্ঠানে যোগদান করে স্ব স্ব ভাষায় পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করেন গান-আবৃতি-আলেখ্য-নাটক । এছাড়াও অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন । উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেব রায়,জীবন রায়,রথিন রায়,দীপক দেব,সুকোমল ঘোষ,কানাই বিশ্বাস,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার প্রমুখ ।















Tuesday 16 February 2021

ইস্পাতনগরীতে পালিত হল পঃবঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবসে।

 


দুর্গাপুর,১৬ই ফেব্রুঃ : আজ বিকালে,পঃবঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবসে দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষ থেকে  সংগঠনের পতাকা উত্তোলিত হয় ইস্পাতনগরীর অশোক এভিনিউ এর খোলা বাজারে। সংগঠনের পতাকা উত্তোলন করেন  কবি অজয় বন্দোপাধ্যায়।সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালন করেন সমীর দাস। বক্তব্য রাখেন সীমান্ত তরফদার। সঙ্গীত পরিবেশন করে লহরী গোষ্ঠী।আবৃতি পরিবেশিত হয়।উপস্থিত ছিলেন দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য প্রমুখ।সংগঠনের পক্ষে বর্ষীয়ান কবি অজয় বন্দ্যোপাধ্যায়  মৃণাল বন্দ্যোপাধ্যায় কে সম্মান জানানো হয় । বহু মানুষ উপস্থিত ছিলেন।পরে পূনর্গঠিত অশোক এভিনিউ সেক্টার অফিসের উদ্বোধন করেন বিধায়ক সন্তোষ দেবরায়। সকালে পঃবঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষ থেকে  সংগঠনের পতাকা উত্তোলিত হয় ইস্পাতনগরীর কাশীরাম দাস সেক্টর অফিসের মাঠে । সংগঠনের পতাকা উত্তোলন করেন কানাই বিশ্বাস ।উপস্হিত ছিলেন শ্যামল ব্যানার্জি,প্রসূন পালিত,দিপক ঘোষ প্রমুখ । পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।








Monday 15 February 2021

নবান্ন-অভিযানে পুলিশের নৃশংস হামলায় আহত যুব নেতার মৃত্যুতে প্রতিবাদে ফেটে পড়ল ইস্পাতনগরী ।

 


দুর্গাপুর,১৫ই ফেব্রুঃ : গত ১১ই ফেব্রুঃ ছাত্র-যুবদের নবান্ন-অভিযানে পুলিশের নৃশংস হামলায় আহত যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার আজ সকালে মৃত্যু হয় ।তাঁর মৃত্যুতে প্রতিবাদে ফেটে পড়ল ইস্পাতনগরী । সন্ধ্যায় সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে ভগৎ সিং মোড়ে এক বিশাল প্রতিবাদ সভা হয় । সভার শুরুতে শহীদ স্মরণে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয় । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন ব্যানার্জি প্রমুখ । বক্তব্য রাখেন প্রকাশতরু চক্রবর্তি ও স্বপন মজুমদার । অন্যদিকে,সন্ধ্যায় সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে আশিস মার্কেটে অপর একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য,জীবন আইচ ও সীমান্ত তরফদার।