Thursday 29 February 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় আবার দুর্ঘটনা,আহত পাঁচ : শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২৯শে ফেব্রুঃ : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক। আহতরা হলেন যথাক্রমে সর্বজিত ধাঙ্গর,বিনয় কুমার হরিজন,সোমনাথ ঘোষ,চিত্ত মন্ডল ও পৃথ্বীরাজ রায়।আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক,এক জনের অবস্থা স্থিতিশীল।আজ সকালে কারখানার এসএমএস বিভাগে ২নং বিওএফ কনভার্টারে ভয়াবহ বিষ্ফোরনের ফলে কর্ণভেদি শব্দে গলিত ইস্পাত শপ ফ্লোরে বহু দুর ছড়িয়ে পড়লে কর্মরত দুর্গাপুর ইস্পাতের ই.টি.এল বিভাগের দুই ট্রেড অ্যাপ্রেন্টিস্ট,এক স্থায়ী শ্রমিক,এক ঠিকা শ্রমিক ও এক আধিকারিক দুর্ঘটনার কবলে পড়েন। উচ্চ তাপমাত্রার(১৭০০-১৮০০ ডিগ্রী সেলসিয়াস) গলিত ইস্পাত তাদের শরীর কে তৎক্ষণাৎ দগ্ধ করে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কনভার্টারে জল ঢুকে পড়ায় এই ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। দ্রুততার সাথে আহতদের প্রথমে প্ল্যান্ট মেডিক্যাল ও পরে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে দুর্ঘটনার খবর চাউর হতেই যৌথ মঞ্চের (সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি) নেতৃবৃন্দ হাসপাতালে পৌঁছিয়ে হস্তক্ষেপ করেন। পরে আহতদের সুচিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের উদ্বিগ্ন আত্মীয়-পরিজনদের সাথে যৌথ মঞ্চের নেতৃবৃন্দ মিশন হাসপাতালে আছেন।অন্যদিকে,এই ভয়াবহ দুর্ঘটনার খবর ছড়াতে কারখানার শ্রমিকদের মধ্যে ভীতি ও আশংকার পরিবেশ তৈরি হয়। বন্ধ হয়ে যায় এসএমএস বিভাগে বাকি দুই বিওএফ কনভার্টারের কাজ,বিঘ্নিত হয় উৎপাদন।শুরু হয় শ্রমিক বিক্ষোভ।অবস্থা সামাল দিতে তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি( ওয়ার্কস ) যৌথ মঞ্চের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন। পরে ইডি( ওয়ার্কস ) সহ কারখানার অন্যান্য উচ্চ পদস্থ আধিকরিকরা এবং যৌথ মঞ্চের নেতৃবৃন্দ একত্রে দুর্ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেন ।পরে কর্তৃপক্ষ উপযুক্ত তদন্ত ও যথাযথ পদক্ষেপের আশ্বাস দলে বেলা তিন টে নাগাদ উৎপাদন শুরু হয়।

   হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি এই ভয়াবহ দুর্ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে দীর্ঘ দিন ধরে কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য  যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হলেও কর্তৃপক্ষ এই বিষয় উদাসীন । স্বাভাবিক কারনে পুরনো যন্ত্রপাতি দিয়ে একনাগাড়ে সর্বোচ্চ উৎপাদন করা হচ্ছে কিন্তু রক্ষনা-বেক্ষন ও মেরামতি যথাযথ করা হচ্ছে না। ফলে হামেশাই দুর্ঘটনা ঘটছে। গত ২৭শে ফেব্রুঃ ঐ কনভার্টারে জল ঢুকে পড়ার ঘটনা সম্পর্কে সেফটি বিভাগ আগাম সতর্ক করলেও উৎপাদন চালিয়ে যাওয়া হয়ে বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন এর ফলে ‘রক্তপাত-হীন’ ইস্পাত উৎপাদনের জন্য কর্তৃপক্ষের প্রতিশ্রুতি কার্যতঃ ভুয়ো প্রতিশ্রুতিতে পরিনত হয়েছে। পর পর দুর্ঘটনা শ্রমিক ও আধিকরিক এবং তাদের পরিবার বর্গের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের নীতির ফলে স্থায়ী দক্ষ শ্রমিকের বদলে অদক্ষ ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ও ঠিকা শ্রমিকদের দক্ষ শ্রমিক হয়ে ওঠার আগেই স্বল্প মজুরীতে কাজ চালিয়ে নেওয়ার জন্য ব্যবহার করার জন্য কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেন।তিনি জনিয়েছেন এই দুর্ঘটনার পরে কর্তৃপক্ষের কাছে যৌথ মঞ্চের পক্ষে যথাযথ তদন্ত,পূর্বের দুর্ঘটনা গুলির তদন্ত রিপোর্ট প্রকাশ,আহত ট্রেড অ্যাপ্রেন্টিস্ট ও ঠিকা শ্রমিকদের স্থায়ী শ্রমিকদের মত সম চিকিৎসা,ক্ষতিপূরন সহ পরিবারের পাশে থাকা,অবিলম্বে লিঙ্ক রোডের দুর্ঘটনা ও আজকের দুর্ঘটনা সহ ও অন্যান্য দুর্ঘটনার তদন্ত রিপোর্ট সহ পুর্ণাঙ্গ পর্যালোচনা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।








Sunday 25 February 2024

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা : দুর্গাপুরবাসীর আত্মীক বন্ধন দৃঢ় করতে উদ্যোগী সিআইটিইউ ।

 


দুর্গাপুর,২৫শে ফেব্রুঃ : আজ সকাল থেকে ইস্পাতনগরীর দুই প্রান্তে অনুষ্ঠিত হোল বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা। ইস্পাতনগরীর এ-জোনের শিবাজী রোড বয়েস’ হাই স্কুলের মাঠে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর উদ্যোগে ও পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির এ-জোন আঞ্চলিক কমিটির সহায়তায় অনুষ্ঠিত হয় এ-জোন ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা।আড়াইশো জন প্রতিযোগী অংশগ্রহন করেন।উদ্বোধন করেন বিশ্বরূপ ব্যানার্জি।উপস্থিত ছিলেন সীমান্ত চ্যাটার্জি,অজিত মন্ডল প্রমুখ। ইস্পাতনগরীর বি-জোনের নাগার্জুন রোডের মিলন চক্র ফুটবল ময়দানে পঃ বঙ্গ বস্তি উন্নয়ন সমিতির বি-জোন আঞ্চলিক কমিটির সহায়তায় অনুষ্ঠিত হয় বি-জোন ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা।দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহন করেন।উদ্বোধন করেন মৃনাল মুখার্জি।উপস্থিত ছিলেন মহাব্রত কুণ্ডূ ,সন্তোষ দেব রায়,সুখময় বোস,স্বপন সরকার,আশিসতরু চক্রবর্তি প্রমুখ।

      গত কাল ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর রিটায়ার্ড সেলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুরের বাসিন্দা দের এক সম্মেলনীর আয়োজন করা হয়।দুর্গাপুরের অস্তিত্ব রক্ষার  দুর্গাপুরবাসীর আত্মীক বন্ধন দৃঢ় করে আগামী দিনের লড়াই-সংগ্রাম কে দৃঢ় করার জন্য ইউনিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।বক্তব্য রাখেন রথিন রায়,ললিত মোহন মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জি।অনুষ্ঠিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনের দিনে এই ধরনের আরো ইউনিয়নের পক্ষ থেকে আরো সম্মেলনী করার হবে বলে ইউনিয়নের রিটায়ার্ড সেলের পক্ষ থেকে স্বপন মজুমদার জানিয়েছেন।









































Saturday 24 February 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ : ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে লাগাতার কর্মসূচীর ঘোষনা।

 


দুর্গাপুর,২৪শে ফেব্রুঃ বিগত ছয় মাসের বেশী সময় ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের নেতৃত্বে শ্রমিক বিক্ষোভ চলছে। আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় । প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য এই ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । পরে যুক্ত হয়  নায্য বার্ষিক বোনাস,পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। যৌথ মঞ্চের আহ্বানে গত ছয় মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে। আরএফআইডি-বায়োমেট্রিক লাগু করতে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্তৃপক্ষ অগনতন্ত্রিক দমন-মূলক ব্যবস্থা নিচ্ছে। আরএফআইডি-বায়োমেট্রিক বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার “অপরাধে” গত ১৫ই ফেব্রুঃ কর্তৃপক্ষ কল্পিত অভিযোগ এনে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর যুগ্ম-সম্পাদক ও শ্রমিক বাবুরাম শর্ম্মা ও অপর এক শ্রমিক অয়ন দত্ত কে শো-কজ করে। “গেট-পাস” পুরনো হলে অথবা নষ্ট হলে শ্রমিকদের নতুন “গেট-পাস” নিতে হলে আরএফআইডি-বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে।এমন কি ছুটি নিতে গেলে আরএফআইডি-বায়োমেট্রিক এর অঙ্গ “এলএমএস” কে চাপিয়ে দিতে চাইছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে সীমান্ত চ্যাটার্জি অভিযোগ করেছেন। অন্যদিকে দুর্ঘটনায় কর্মরত স্থায়ী শ্রমিকের মৃত্যু হলে বীমা বাবদ মৃতের পরিবার যে বিপুল ক্ষতিপূরন পাওয়ার ন্যায্য অধিকার ছিল স্রেফ কর্তৃপক্ষের অবহেলায় সেই ক্ষতিপূরন থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এই সব দাবিতে আজ কারখানার ব্লাস্ট ফার্ণেস বিভাগে সিজিএম দপ্তরে এক বিশাল শ্রমিক জমায়েতে সমস্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐকবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা । বক্তব্য রেখেছেন ললিত মোহন মিশ্র, সীমান্ত চ্যাটার্জি,রজত দিক্ষিত,সুদীপ্ত দত্ত,সৌমজিত বরুয়া ও অরূপ রায়।



Friday 23 February 2024

হরিয়ানায় কৃষক হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে সিআইটিইউ এর ডাকে মিছিল।

 


দুর্গাপুর,২৩শে ফেব্রুঃ: হরিয়ানায় কৃষক হত্যার প্রতিবাদে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোন হেলথ সেন্টার রোটারি থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে চন্ডীদাস সেক্টর মার্কেট অবধি যায়।সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে কৃষক আন্দোলনে সামিল পাঞ্জাবের ২৩ বছর বয়সী যুবক কৃষক শুভকরণ সিংকে খানৌরি সীমান্তে বিজেপি-শাসিত হরিয়ানা পুলিশ গুলি করে হত্যা করেছে।কৃষকরা যখন নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল তখন হরিয়ানা পুলিশ গুলি চালায়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নীরব। কেন্দ্রীয় সরকার ব্যারিকেড দিয়ে নিজের দেশের অন্নদাতা কৃষকদের দেশের রাজধানী আসতে বাধা দিচ্ছে। তীব্র ঘৃণা ক্ষোভের সাথে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে এই মিছিল থেকে কেন্দ্র ও পঃ বঙ্গের দুই সরকারের কৃষক-বিরোধী জন-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিরোধ আরো দৃঢ় করার ডাক দেওয়া হয়।আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে বর্তমান অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থার ক্রমহ্রাসমান মানের বিরুদ্ধে প্রতিবাদে শহীদ কৃষক শুভকরণ সিং-এর হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরে স্বাস্থ্য কর্মি ও শ্রমিকরা হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে কনভেনশনে যোগ দেন।অন্যদিকে অ্যালয় স্টিল প্ল্যান্টে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর ডাকে শ্রমিকরা শহীদ কৃষক শুভকরণ সিং-এর হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরে বিক্ষোভ সমাবেশ করেন।ললিত মোহন মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন এবং কনভেনশনে, বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।