Wednesday 29 November 2023

গাজা সহ প্যালেস্টাইনে জায়নবাদী ইজরায়েলের নৃশংস হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে শিল্পী-সাহিত্যিকদের মিছিল।

 


দুর্গাপুর,২৯শে নভেঃ: গাজা সহ প্যালেস্টাইনে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট জায়নবাদী ইজরায়েলের নৃশংস হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার দাবিতে ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত শাখা ( দুর্গাপুর ) ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের যৌথ আহ্বানে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর ভগৎ সিং মোড় থেকে সেইল সমবায় আবাসন অঞ্চলের কবিগুরু মোড় ( দ্বিতীয় স্টপেজ ) পর্যন্ত শিল্পী-সাহিত্যিকরা মিছিল করেন । মিছিলে ছিলেন আশিসতরু চক্রবর্তি,সীমান্ত তরফদার,কানাই বিশ্বাস প্রমুখ। মিছিল শেষ হলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা এবং ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত শাখা ( দুর্গাপুর ) ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন। বক্তব্য রাখেন সুকোমল ঘোষ। সঞ্চালনা করেন তমালী ভট্টাচার্য।













যৌথ মঞ্চের ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় মেইন গেটে শ্রমিক ধর্না- বিক্ষোভ।

 


দুর্গাপুর,২৯শে নভেঃ : বিগত ২-মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের ডাকে, অবিলম্বে নায্য বার্ষিক বোনাস( যা গতবারের প্রাপ্ত বোনাসের থেকে কম হবে না),পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল,মেইন হাসপাতাল সহ চিকিৎসা ও নাগরিক পরিষেবার আধুনিকীকরন এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবিতে আন্দোলন চলছে। কারখানায় লাগাতার শ্রমিক বিক্ষোভের আজ ৩১-তম দিন। দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ সকাল থেকে সারা দিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে শ্রমিকেরা ধর্না- বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,স্নেহাশিস ঘোষ, পরেশ কর্মকার,শম্ভূ প্রামানিক,সুকান্ত রক্ষিত,মানস চ্যাটার্জি,রূপেন মুর্মু প্রমুখ।সমাবেশে চলাকালীন যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন ।বক্তারা পরিস্কার জানিয়েছেন যে সব দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবেই।একই সাথে বক্তারা জানিয়েছেন যে কারখানার স্বাভাবিক উৎপাদন বজায় রাখার জন্য অবিলম্বে স্থায়ী শ্রমিক নিয়োগ,পেরেনিয়াল কাজে কর্মরত ঠিকা শ্রমিকদের স্থায়ীকরন, ট্রেড অ্যাপ্রেন্টিসদের স্থায়ীকরন ও নিয়োগে স্থানীয়দেরও কথা বিবেচনা করতে হবে।আগামীকাল সেইল এর ডাইরেক্টার পার্সোন্যাল কারখানা পরিদর্শনে এলে কারখানার ৭ টি ইউনিয়ন এর যৌথ মঞ্চের সাথে দাবি গুলি সমাধান আলোচনা বসার দাবিও জানিয়েছে যৌথ মঞ্চ।














Monday 27 November 2023

ইস্পাতনগরীতে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেডের সমর্থনে ফেসটুন ছেঁড়া নিয়ে চাঞ্চল্য : ইনসাফ যাত্রার পদযাত্রীদের সম্বর্ধনা জানালেন ইস্পাত শ্রমিকরা।

 


দুর্গাপুর,২৭শে নভেঃ : ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের বি-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দুর্গাপুরের ইস্পাতনগরীর বি-জোনে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেডের সমর্থনে বিভিন্ন জায়গায় ফেসটুন লাগানো হয়। কিন্তু গতকাল রাতে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী ইস্পাতনগরীর বি-জোন হেলথ সেন্টারের সামনে রোটারীতে লাগানো ফেসটুন ছিঁড়ে ফেলে বলে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের বি-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মোহন পাসোয়ান অভিযোগ করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে স্বপন সরকার এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন যে ইনসাফ যাত্রা ও জনতার ব্রিগেডের সমর্থনে প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সমাজবিরোধী শক্তি ভীত হয়ে এই ধরনের জঘন্য কাজ করেছে।

 এদিকে,আজ সকালে দুর্গাপুরে ইনসাফ যাত্রা শুরু হয় বিধান নগরের শহীদ সুকুমার ব্যানার্জীর মূর্তির সামনে থেকে। বিকালে,সগরভাঙ্গায় ইনসাফ যাত্রার অংশগ্রহনকারী পদযাত্রীদের দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ ভুক্ত ট্রেড ইউনিয়ন সমূহের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।