Tuesday 30 May 2023

ইস্পাতনগরী সহ দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায় সিআইটিইউ এর ৫৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হোল।

 


দুর্গাপুর,৩০শে মে : আজ ৩০শে মে।আজ সিআইটিইউ এর ৫৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী । ইস্পাতনগরী সহ দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায় সিআইটিইউ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হোল। প্রতিষ্ঠার সময় থেকে সিআইটিইউ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের সংগ্রামের প্রতীক হয়ে ওঠে যা আজও সমানভাবে বহমান। আজ সকালে, ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এইচএসইইউ ও এসডব্লুএফআইএর পক্ষে যথাক্রমে বিশ্বরূপ ব্যানার্জি ও ললিত মিশ্র।২/১ তিলক রোডে এইচএসইইউ-র অ্যালয় স্টিল কারখানার ইউনিয়ন দপ্তরে নন্দলাল দাস ও অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে এএসপিসিইইউ এর অফিসে নবেন্দু সরকার রক্ত পতাকা উত্তোলন করেন। চিত্তব্রত মজুমদার ভবনে ইউসিডব্লুইউ এর পক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন কালি সান্যাল।বক্তব্য রাখেন নিমাই ঘোষ ও প্রকাশতরু চক্রবর্তি। দুর্গাপুর ইস্পাত কারখানায় রক্ত পতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জি ও দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে সিইএম বিভাগে শ্রমিকদের কেন্দ্রীয় জমায়েতে বক্তব্য রাখেন নরেন্দ্র মুর্মু ও সন্দীপ পাল। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে সীমান্ত চ্যাটার্জি জানিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক আন্দোলন কে বহুমুখী করার ক্ষেত্রে সিআইটিইউ  এর ঐতিহাসিক ভুমিকা শ্রমিকদের কাছে তুলে ধরা হবে। সন্ধ্যায় বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে সিআইটিইউ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে  আয়োজিত হয় আলোচনা সভা।শ্রমিক আন্দোলনে মতাদর্শের ভুমিকা বিষয়ে আলোচনা করেন সিআইটিইউ এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি । ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করেন সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ললিত মিশ্র। সভাপতিত্ব করেন স্বপন মজুমদার ।




















Sunday 28 May 2023

রাজ্যে সরকার ও শাসক তৃণমূল কংগ্রেসের অবাধ দূর্ণীতির বিরুদ্ধে ইস্পাতনগরীতে প্রচার ও গণসাক্ষর সংগ্রহ চলেছে।

 


দুর্গাপুর,২৮শে মে : ইস্পাতনগরীতে রাজ্যে সরকার ও শাসক তৃণমূল কংগ্রেসের অবাধ দূর্ণীতির বিরুদ্ধে তদন্ত কে ত্বরান্বিত করতে ও সমস্ত দোষীদের শাস্তির জন্য ভারতের প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য আবেদনপত্রে গণসাক্ষর সংগ্রহের কাজ চলেছে। এই উপলক্ষে,আজ সকালে আশিস মার্কেটে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে প্রচার সভা ও গণসাক্ষর সংগ্রহ করা হয় । স্বল্প সময়ের মধ্যে ৫০০ এর বেশী মানুষ আবেদনপত্রে সই করেন। উপস্হিত ছিলেন অজিত মন্ডল , সীমান্ত তরফদার,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । সন্ধ্যায় চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে প্রচার সভা ও গণসাক্ষর সংগ্রহ করা হয় । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,আশিসতরু চক্রবর্তি সহ অন্যান্য নেতৃবৃন্দ।





















Monday 22 May 2023

নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরীতে পালিত হল রাজা রামমোহন রায়ের ২৫২-ম জন্মদিবস : পালিত হোল বিশ্ব জীব বৈচিত্র দিবস ।

 


দুর্গাপুর,২২শে মে : আজ রাজা রামমোহন রায়ের ২৫২-ম জন্মদিবস। এই উপলক্ষে ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডে পঃ বঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত অঞ্চলের পক্ষে সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন ডঃ সন্তোষ বিশ্বাস।এছাড়াও প্রকাশ করা হয় ইস্পাতের কলম পত্রিকার “মে”-সংখ্যা ‘অশ্বক্ষুরের শব্দ’।অন্যদিকে,পঃ বঃ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ইস্পাতনগরীর ১৮ বিদ্যাসাগর এভিন্যু-তে রাজা রামমোহন রায়ের জন্মদিবস ও বিশ্ব জীব বৈচিত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীকান্ত চট্টোপাধ্যায়,সুভাগতা পুরকায়েত ও কল্লোল ঘোষ।







দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ,রাজ্য সরকারের কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন।

 


দুর্গাপুর,২২শে মে : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা অর্জুন মূর্তির সামনে অবিলম্বে সেইল-আরআইএনএল এর পুর্ণাঙ্গ বেতন-চুক্তি, বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি ও সম্মানজনক বেতন-চুক্তি,অবিলম্বে সমস্ত উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের পুনর্বহাল ও কারখানার থেকে ঠিকা শ্রমিকের বলপূর্বক ঠিকা শ্রমিকদের উচ্ছেদ করার বিরুদ্ধে জোড়ালো বিক্ষোভ প্রদর্শন করেন।একই সাথে শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য আরএফআইডি ও বায়োমেট্রিক হাজিরা চালু করার জন্য কর্তৃপক্ষের প্রয়াসের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে এবং রাজ্য সরকারের কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মচারীদের আন্দোলনের বিরুদ্ধে তৃণমূল সরকারের স্বৈরাচারি আচরনের তীব্র নিন্দা করা হয় । বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ।




Friday 19 May 2023

বরাক উপত্যকার ভাষা শহীদের স্মরণ করল ইস্পাতনগরী।

 


দুর্গাপুর,১৯শে মে : ১৯৬১ সালের ১৯ শে মে আসামের শিলচরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১১জন ভাষা আন্দোলনের কর্মী । বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে নিহত সেই ভাষা শহীদের আজ স্মরণ করল ইস্পাতনগরী।পঃ বঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর ভাষা শহীদ উদ্যানে বরাক উপত্যকার ভাষা শহীদের স্মরণ করল ইস্পাতনগরী। শহীদস্তম্ভে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। শিল্পীরা গান ও আবৃতির মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান ।