Wednesday 30 June 2021

দুর্গাপুরে ইস্পাত শ্রমিকদের অভূতপূর্ব ধর্মঘট : সেইল কর্তৃপক্ষের অনমনীয় মনোভাব কে কড়া চ্যালেঞ্জ ।

 


দুর্গাপুর,৩০শে জুন : অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি,২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৫% এমজিবি ও ৩৫% ভেরিয়েবেল পার্কস এবং ৯% পেনশন ,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সলার দাবিতে,কোভিডে মৃত স্হায়ী ও ঠিকা শ্রমিকের ১ জন পোষ্যের চাকুরী, সেইল ও আরআইএনএল এর সমস্ত ধরনের বিলগ্নিকরনের ও কোলকাতা থেকে সেইলের আরএমডি দপ্তর সরানোর  বাতিল,আন্দোলনরত ভিলাই ও বোকারো ইস্পাত কারখানার শ্রমিকদের ওপরে চার্জশীট ও সাসপেনশন প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে কেন্দ্রিয় ও আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলি যৌথ ভাবে ২৯শে জুন কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা আরআইএনএল ও ৩০শে জুন কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছিল।বেতন-চুক্তির জন্য নির্ধারিত সময় ৫৪-মাস অতিক্রম করেলেও কেন্দ্রিয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্হ সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের অনমণীয় মনোভাবের জন্য গত ২২শে জুন থেকে চলা ছয়-দিন ব্যাপী এনজেসিএস এর আলোচনা গতকাল কোন নিষ্পত্তি ছাড়াই শেষ হয় । গতকাল আরআইএনএল ধর্মঘটের বিপুল সাড়া পড়ার পর আজকের ধর্মঘটে সেইলে কার্যতঃ অচল হয়ে পড়েছে । দুর্গাপুরের সেইলের দুই ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সাম্প্রতিক কালের মধ্যে সমস্ত ধর্মঘটের নজির কে অতিক্রম করে যায় আজকের ধর্মঘট ।এ ও বি-শিফট মিলিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭২% ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ৫৪% শ্রমিক ধর্মঘটে অংশগ্রহন করেন । নাইট শিফটে এই সংখ্যা আরও বাড়বে বলে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেছেন । আজ সকালে বি.টি.রণদিভে ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে,ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চের নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেছেন যে শেষ মুহূর্তে আইএনটিইউসি ও আইএনটিটিইউসি ধর্মঘটের থেকে সরে দাঁড়ালেও কারখানার শ্রমিকরাই শ্রমিক ঐক্য রক্ষা করে এই নজিরবিহীন ধর্মঘট করেছেন। আগামীদিনেও এই ঐক্য বজায় থাকবে । সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর সম্পাদকমন্ডলীর আহ্বায়ক ও সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি বলেন যে বিগত আর্থিক বছরে ( ২০২০-২১ ) সেইলের মোট মুনাফার পরিমান হয়েছে ২০,০২০ কোটি টাকা । সংস্হার আধিকারিকদের মোটা টাকার ভাতা বরাদ্দ করা হয়েছে ও বেতন-চুক্তিতে উচ্চ হারে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি থাকলেও স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি নিয়ে কর্তৃপক্ষ লাগাতার টালবাহানা করে চলেছে । উল্টে আরআইএনএল- অ্যালয় স্টিল প্ল্যান্ট-সালেম-ভদ্রাবতী সহ সেইলের বিভিন্ন জায়গায় বেসরকারীকরন,কোলকাতার থেকে আরএমডির দপ্তর সরানোর মাধ্যমে সেইলের পঃ বঙ্গের ৩টি কারখানার স্হায়ী সর্বনাশ ডেকে আনার মতো কাজে লিপ্ত কর্তৃপক্ষ । আলোচনার মাঝে কর্তৃপক্ষ একতরফা ভাবে কেন্দ্রিয় পেনশন প্রকল্পে যুক্ত করতে চেয়ে সার্কুলার জারি করেছে । কোভিড অতিমারীর মধ্যেও রেকর্ড পরিমান উৎপাদন করে চলেছে সেইল । কোভিডে আক্রান্ত হয়ে সেইলে ইতিমধ্যে প্রায় ৮৫০ স্হায়ী ও ঠিকা শ্রমিক মারা গেছেন । সরকারি কর্মচারীদের কোভিড অতিমারীতে মৃত্যু হলে পোষ্যের চাকরীর নির্দেশিকা জারি হলেও সেইল কর্তৃপক্ষ এই বিষয়ে নীরব ! তাই দুর্গাপুর সহ সারা ভারতে সেইলের সর্বত্র এবং আরআইএনএল শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে অভূতপূর্ব এই ধর্মঘটের মাধ্যমে কর্তৃপক্ষ কে অবিলম্বে নায্য দাবি মেনে নেওয়ার জন্য বার্তা  দিলেন । না হলে আগামীদিনে আরও বৃহত্তর লড়াই এর জন্য শ্রমিকরা প্রস্তুত । সাংবাদিক সম্মেলনের শেষে বিশ্বরূপ ব্যানার্জি আজকে দুর্গাপুরের সেইলের দুই ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে সাম্প্রতিক কালের মধ্যে নজিরবিহীন ধর্মঘটের প্রসঙ্গে বলতে গিয়ে দুর্গাপুরের প্রতি সেইলের বঞ্চনার কথা তুলে ধরেন । তিনি বলেন যে এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানা সেইলের মধ্যে সেরা লাভজনক কারখানা হলেও ,জাতীয় নিরাপত্তা সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যালয় স্টিল প্ল্যান্টের এই দুই কারখানার আধুনিকীরন ও সম্প্রসারন,স্হায়ী শ্রমিক নিয়োগ,মেইন হাসপাতালের আধুনিকীরন ও সম্প্রসারন,স্কুল ব্যবস্হা ঢেলে সাজানো,জমি ও কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং সহ বিভিন্ন বিষয়ে সেইলের লাগাতার বঞ্চনার শিকার । স্বাধীন ভারতে চণ্ডীগড়ের পরেই দ্বিতীয় পরিকল্পিত শহর দুর্গাপুরের গর্ব ইস্পাতনগরীর আজ হতশ্রী অবস্হা । রাস্তাঘাট-জল ও নিকাশী ব্যবস্হা-বিদ্যুৎ এর বেহাল দশা। এই সব দাবিতে লাগাতার শ্রমিক আন্দোলন কে সেইল কর্তৃপক্ষ  উপেক্ষা করে চলেছে । আজকের নজিরবিহীন ধর্মঘটের মাধ্যমে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা এটাও বুঝিয়ে দিলেন যে মুল দাবির সাথে দুর্গাপুরের প্রতি সেইলের বঞ্চনার বিরুদ্ধেও তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর ।





Monday 28 June 2021

সেইল-আরআইএনএল জুড়ে কালা দিবসে দুর্গাপুর ইস্পাত কারখানায় বিশাল শ্রমিক সমাবেশ : অ্যালয় স্টিল প্ল্যান্টেও বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৮শে জুন : কেন্দ্রিয় ও আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলি যৌথ ভাবে  আগামী ৩০শে জুন কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলে ও আগামী ২৯শে জুন আরআইএনএল  ধর্মঘট করার সিদ্ধান্ত ঘোষনা করেছে।অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি,২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৫% এমজিবি ও ৩৫% ভেরিয়েবেল পার্কস এবং ৯% পেনশন ,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সলার দাবিতে,কোভিডে মৃত স্হায়ী ও ঠিকা শ্রমিকের ১ জন পোষ্যের চাকুরী, সেইল ও আরআইএনএল এর সমস্ত ধরনের বিলগ্নিকরনের ও কোলকাতা থেকে সেইলের আরএমডি দপ্তর সরানোর  বাতিল,আন্দোলনরত ভিলাই ও বোকারো ইস্পাত কারখানার শ্রমিকদের ওপরে চার্জশীট ও সাসপেনশন প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে ।ইতিমধ্যে কেন্দ্রিয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্হ সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের অনমণীয় মনোভাবের জন্য গত ২২শে জুন থেকে চলা ছয়-দিন ব্যাপী এনজেসিএস এর আলোচনা গতকাল কোন নিষ্পত্তি ছাড়াই শেষ হয় । এর ফলে ইস্পাত শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে চোয়াল শক্ত করে আগামী ২৯শে জুন আরআইএনএল ও আগামী ৩০শে জুন সেইলে দাবি আদায়ের জন্য ধর্মঘট কে সর্বাত্মক করার বিভাগে বিভাগে জোরদার ঐক্য গড়ে তুলেছেন । আজ ছিল ইউনিয়নদের যৌথ মঞ্চের ডাকে কালা দিবস । সেইলের সর্বত্র সহায়ী ও ঠিকা শ্রমিকরা দাবি সমূহ সম্বলিত ব্যাজ ধারন করেন । সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় অর্জুন মূর্তির সামনে সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-আইএনটিটিইউসি-এইআইউটিইউসি-এইচএমএস-বিএমএস এর পক্ষ থেকে আহূত বিশাল শ্রমিক সমাবেশ বুঝিয়ে দেয় যে আগামী ৩০শে জুন দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘট সর্বাত্মক হতে চলেছে ।সব কটি ইউনিয়ন এর নেতৃত্ব সমাবেশে বক্তব্য রেখে দাবি আদায়ের জন্য ধর্মঘট কে চূড়ান্ত সফল করার আহ্বান জানান । সিআইটিইউ এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি বক্তব্য রেখে শ্রমিক ঐক্য কে লৌহ দৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন যে কায়দায় কর্তৃপক্ষ চলেছে তার বিরুদ্ধে সংগ্রামী শ্রমিকের ঐক্যই পারে দাবি ছিনিয়ে আনতে। গড়ে ওঠা শ্রমিক ঐক্য কে আগামী ৩০শে জুন দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘট সর্বাত্মক করার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ রার জন্য তিনি আহ্বান জানান । অ্যালয় স্টিল প্ল্যান্টেও চলে ব্যাজ ধারন ও ধর্মঘটের সমর্থনে যৌথ প্রস্তুতি সভা ।







Monday 21 June 2021

দুর্গাপুর ইস্পাত কারখানায় অভূতপূর্ব শ্রমিক ঐক্য : ৩০শে জুন ইস্পাত শিল্পের ধর্মঘটের সমর্থনে বিশাল সমাবেশ,বাইক মিছিল ।

 


দুর্গাপুর,২১শে জুন :কেন্দ্রিয় ও আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলি যৌথ ভাবে  আগামী ৩০শে জুন কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল এর সব জায়গায় ধর্মঘট করার সিদ্ধান্ত ঘোষনা করেছে।অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি,২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৫% এমজিবি ও ৩৫% ভেরিয়েবেল পার্কস এবং ৯% পেনশন ,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য বিষয়ে অবিলম্বে ফয়সলার দাবিতে,কোভিডে মৃত স্হায়ী ও ঠিকা শ্রমিকের ১ জন পোষ্যের চাকুরী, সেইল ও আরআইএনএল এর সমস্ত ধরনের বিলগ্নিকরনের ও কোলকাতা থেকে সেইলের আরএমডি দপ্তর সরানোর  বাতিল,আন্দোলনরত ভিলাই ও বোকারো ইস্পাত কারখানার শ্রমিকদের ওপরে চার্জশীট ও সাসপেনশন প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে কারখানার ৭টি ট্রেড ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়ন ঐক্যবদ্ধ ভাবে ধর্মঘটের সমর্থনে বিশাল সমাবেশ করে। সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-আইএনটিটিইউসি-এইআইউটিইউসি-এইচএমএস-বিএমএস এর পক্ষ থেকে আহূত এই সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ ৩০শে জুন ইস্পাত শিল্পের ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার আহ্বান জানান । সিআইটিইউ এর পক্ষ থেকে বক্তব্য রেখে বিশ্বরূপ ব্যানার্জি সেইল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বলেন যে সেইল বিপুল লাভ করলেও বেতন-চুক্তি,কোভিডে মৃতদের পোষ্যের চাকরী,বকেয়া দাবী সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিলের সম্প্রসারন ও আধুনিকীকরনের মত গুরুত্বপূর্ণ বিষয় কে এড়িয়ে যাচ্ছে এবং ইস্পাত শ্রমিকদের চরম বঞ্চনা করছে । নির্ধারিত সময়ের  ৫৪-মাস অতিক্রন্ত হলেও বেতন-চুক্তি না করে,নয়া পেনশন স্কিম ও মেডিক্লেমের ফরমান জারী করে,কর্তৃপক্ষ স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে । তাই জোট বেঁধে ঐক্যবদ্ধ থেকে আগামী ৩০শে জুন ইস্পাত শিল্পের ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার তিনি আহ্বান জানান । সমাবেশের শেষে শ্রমিকদের একটি বিশাল বাইক-মিছিল কারখানার ভেতরে ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার  আহ্বান জানিয়ে প্রদক্ষিন করে।

  অন্য দিকে আজ বিকালে প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে পার্টির দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির ডাকে ইস্পাতনগরীর এ-জোনের দয়ানন্দ রোড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পেট্রোল-ডিজেল এবং দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বহু মানুষ প্রবল বৃষ্টির মধ্যে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন ।























Saturday 19 June 2021

আগামী ৩০শে জুন রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে ধর্মঘট কে সফল করার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠন গুলি এককাট্টা ।

 


দুর্গাপুর,১৯শে জুন : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল ও আরআইএনএল-এ অবিলম্বে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের সম্মানজনক বেতন-চুক্তি সহ অন্যান্য দাবিতে এবং সেইলের আরএমডির দপ্তর কোলকাতা থেকে সরানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে কেন্দ্রিয় ও আঞ্চলিক ট্রেড ইউনিয়ন গুলির ঐকবদ্ধভাবে আগামী ৩০শে জুন রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে এক দিনের ধর্মঘটের আহ্বান জানিয়েছে । আজ সকালে,ধর্মঘট কে সফল ও সর্বাত্মক করার আহ্বান জানিয়ে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-এআইইউটিইউসি-এইচএমএস-বিএমএস-আইএনটিটিইউসি এর পক্ষ থেকে যৌথ সমাবেশ করা হয় । প্রতিকুল আবহাওয়ায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বহু শ্রমিক এই সমাবেশে যোগদান করেন । সমাবেশে ইউনিয়ন গুলির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । এ দিকে চাপের মুখে কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল কর্তৃপক্ষ আগামী ২২শে জুন এনজেসিএস এর বৈঠক ডেকেছে। অন্যদিকে,আজ সিআইটিইউ-এর ডাকে,আজ বিকালে ইস্পাতনগরীতে,কেন্দ্রীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুলিকে বেসরকারীকরন করার জন্য মোদি সরকারের সিদ্ধান্ত কে প্রতিবাদ জানিয়ে এক মিছিল বি.টি.রণদিভে ভবনের সামনে থেকে বেরিয়ে চন্ডিদাস বাজার পর্যন্ত যায় ও সেখানে মোদির কুশপুতুল দাহ করা হয়।মিছিলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।