Wednesday 27 December 2023

ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের ডাকে বিভিন্ন দাবি-দাওয়ার সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা মানব-বন্ধন করলেন।

 


দুর্গাপুর,২৭শে ডিসেঃ : সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের শ্রমিক সংস্থার স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে আজ সকালে ট্রেড ইউনিয়নদের যৌথ মঞ্চের ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে অর্জুন মূর্তির সামনে  শ্রমিকদের মানব-বন্ধন করলেন। দুর্গাপুর ইস্পাত কারখানা-অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সেইলের সমস্ত ইউনিটের আধুনিককরণ সম্প্রসারণ করতে হবে, আরআইএনএল এর বিলগ্নীকরণ না করে সেইল এর সাথে সংযুক্তিকরন করতে হবে, আরআইএনএল এর জন্যও সেইলের এর হারে বেতনবৃদ্ধি করতে হবে,ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্ত করতে হবে,বেসিক, ডিএ, পার্কস সহ সব বকেয়ার ৩৯ মাসের এরিয়ার দিতে হবে, পার্কসের অন্তত ২৮% বৃদ্ধি করতে হবে, পূর্নাঙ্গ বেতন চুক্তি করে সমস্ত ভাতা বৃদ্ধি করতে হবে,সমস্ত স্থায়ী শ্রমিককে ন্যূনতম একটি ইনক্রিমেন্ট দিতে হবে,বায়োমেট্রিক-আরএফআইডি লাগু করা যাবে না, পচিশ-ঊর্ধ্ব পুত্র সন্তানের মেডিকেল ফেসিলিটি বন্ধ, আন্দোলন ধর্মঘটের অধিকার কাড়া সহ প্রতারণামূলক কৌশলে করিয়ে নেওয়া গতবারের বেতন চুক্তির সমস্ত শ্রমিক বিরোধী ধারা বাতিল করতে হবে, ত্রিপাক্ষিক চুক্তি উপেক্ষা করে গ্র্যাচুইটি সিলিং  লাগু করা চলবেনা, ইউনিয়নগুলির নেতৃত্ব এবং কর্মীদের ওপর থেকে সমস্ত চার্জশিট,সাসপেনশন, প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনকর্মী সহ সাধারণ শ্রমিকদের ওপর কর্তৃপক্ষের দমনপীড়ন নীতি বন্ধ করতে হবে,সমস্ত স্থায়ী শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ করতে হবে,যুক্তিপূর্ণ বার্ষিক এক্সগ্রাসিয়া দিতে হবে- টাকার দাম ক্রমেই কমছে, অথচ গতবছরের তুলনায় কম টাকা একতরফাভাবে দেওয়ার নীতি বাতিল করতে হবে,ক্রমহ্রাসমান টাকার দামের কথা মাথায় রেখে অবিলম্বে ইনসেন্টিভ রিভিউ করতে হবেএই চোদ্দ দফা দাবিতে আজকের মানব-বন্ধনের শেষে যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী,সুকান্ত রক্ষিত ও নিরঞ্জন রায়।









 

Tuesday 26 December 2023

ইস্পাতনগরীতে আহত দোকান-কর্মচারীদের দেখে এলেন সিআইটিইউ এর প্রতিনিধিদল : যথাযথ তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরনের দাবি।

 


দুর্গাপুর,২৬শে ডিসেঃ : গতকাল সকালে ইস্পাতনগরীর উইলিয়াম কেরী রোডে  দুই দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় আরো ছয় দোকান কর্মচারী স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীদের সংগঠক আশিস সিংহ রায় সহ বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জীর নেতৃত্বে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এক প্রতিনিধি দল আই-কিউ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত দোকান কর্মচারীদের সাথে দেখা করে তাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন। তারা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথেও কথা বলেছেন। ইউনিয়নের প্রতিনিধি দলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে হাসপাতালে ভর্তি সন্তোষ রুইদাস,সরেস রুইদাস,সুরেন্দ্রনাথ রুইদাস ও রাম বাগদি – এই চার আহত তরুন দোকান কর্মচারীদের সাথে দেখা করেছেন। এদের প্রত্যেকের বাড়ী বাঁকুড়ার রামহরিপুরের বালিজোড়া গ্রামে। সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে থাকা হবে বলে তিনি জানিয়েছেন এবং যথাযথ তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরনের দাবি করেছেন।






Monday 25 December 2023

ইস্পাতনগরীতে দুই দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু : সিআইটিইউ এর পক্ষ থেকে প্রকৃত সত্য উদঘাটনে যথাযথ তদন্ত এবং উপযুক্ত ক্ষতিপূরনের দাবি।

 


দুর্গাপুর,২৫শে ডিসেঃ : বড়দিনের সকালে ইস্পাতনগরীর শেষপ্রান্তে উইলিয়াম কেরীতে দুই দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আশংকাজনক অবস্থায় আরো ছয় দোকান কর্মচারী স্থানীয় এক হাসপাতালে ভর্তি আছেন। মৃত দুই শ্রমিকের নাম বিধান বাউরি ( ২১) ও অতনু রুইদাস ( ২২ )।খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জীর নেতৃত্বে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এক প্রতিনিধি দল যান। স্থানীয় সেক্টর কমিটির আহ্বায়ক জগবন্ধু রুইদাসের সহায়তায় তারা ঘটনাস্থলের আশেপাশের মানুষের সাথে কথা বলে জানতে পারেন যে মৃত ও আহতরা স্থানীয় একটি মিষ্টির দোকান ও রেস্তোয়ায় কাজ করতেন।শ্রমিকরা বাঁকুড়ার রামহরিপুর সংলগ্ন গ্রামের বাসিন্দা । মিষ্টির দোকান ও রেস্তোয়া,উভয়েরই মালিক জনৈক সুকুমার মন্ডল।রাতে কাজ শেষ করে আট জন দোকান কর্মচারী প্রতিদিনের মতো ঐ মিষ্টির দোকান ও রেস্তোয়ার রান্নাঘর ও গুদাম হিসেবে ব্যবহৃত ঘরের মেঝেতে শুতে যান।ঐ ঘরে ভাটিতে আগুন জ্বালানো ছিল। এছাড়াও ঘরে রান্নার গ্যাসের সিলিন্ডার সহ অন্যান্য সরঞ্জাম রাখা ছিল। সকালে পুলিশ এসে মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিনিধি দলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারেন যে ঐ রান্নাঘর ও গুদাম হিসেবে ব্যবহৃত ঘরের হাওয়া চলাচলের ফ্যানটি গতরাতে বন্ধ ছিল। তিনি আরো বলেন যে রাজ্য ও কেন্দ্র সরকার ধারবাহিকভাবে অসংগঠিত শিল্পের শ্রমিকদের,ঠিকা শ্রমিকদের কাজের জায়গায় সুরক্ষা,নিরাপত্তা,যথাযথ বেতন সহ অন্যান্য বিষয়ে অবহেলা,উপেক্ষা করে চলেছে। তার ফলে অসংগঠিত শিল্পের ,ঠিকা শ্রমিক-কর্মচারীদের মধ্যে এইধরনের মর্মান্তিক মৃত্যু ক্রমবর্ধমান। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে তিনি মৃত দোকান কর্মচারীদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন এবং আহত দোকান কর্মচারীদের প্রতি সমবেদনা জানিয়ে প্রকৃত সত্য উদঘাটনে যথাযথ তদন্ত এবং নিহত ও আহত দোকান কর্মচারীদের উপযুক্ত ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন ও ইউনিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে থাকা হবে বলে জানিয়েছেন।এই বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে যাওয়া হবে বলে তিনি জানিয়েছেন।









প্রয়াত পার্টি সদস্য পার্থ প্রতিম চৌধুরী।

 


দুর্গাপুর,২৫শে ডিসেঃ :গত ২২শে ডিসেঃ ইস্পাতনগরীর রানাপ্রতাপ রোডে নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন প্রবীন পার্টি সদস্য পার্থ প্রতিম চৌধুরী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। তাঁর স্ত্রী,একমাত্র কন্যা,জামাতা ও নাতি বর্তমান। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে পার্টি নেতৃবৃন্দ তাঁর বাড়ীতে যান। তাঁর মরদেহ রক্তপতাকা ঢেকে দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ ও অজিত মন্ডল, মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান পার্টি ও গনআন্দোলনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত জীবনী : ১১ই মার্চ,১৯৩৫ সালে ঝাড়গ্রামে জন্মগ্রহন করেন পার্থ প্রতিম চৌধুরী। ১৯৬২ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় সিইডি গ্যারেজে মেকানিক্যাল বিভাগে শ্রমিক হিসাবে যোগদান করেন ও পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভ্যপদ গ্রহন করে মাষ্টার রোলে শ্রমিকদের ওয়ার্ক চার্জের দাবিতে আন্দোলন গড়ে তুলতে নেতৃত্বের ভূমিকা পালন করেন। ১৯৬৬ সালে ৫ই আগস্ট দুর্গাপুর ইস্পাত কারখানার ঐতিহাসিক শ্রমিক বিক্ষোভে যোগ দিয়ে তিনি পুলিশী আক্রমনে গুরুতর ভাবে জখম হয়েছিলেন।১৯৭০ সালে আধা ফ্যসিবাদী সন্ত্রাসের দিনে গোপনে ইস্পাতনগরীর আইনস্টাইন রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর দপ্তর খোলা এবং দপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার গঠিত হলে ডিএসপি এমপ্লয়িজ কো-অপারেটিভের পরিচালন সমিতির সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেন। ইউনিয়নের সহকারি সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।১৯৯৩ সালে তিনি কর্মক্ষেত্র থেকে অবসরগ্রহন করেন।সেক্টর পরিচালনা ও পার্টি দপ্তর পরিচালনা করার ক্ষেত্রেও তিনি দায়িত্ব পালন করেছেন।তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষে অজিত মন্ডল প্রয়াত পার্থ প্রতিম চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Saturday 23 December 2023

ইস্পাত শ্রমিকদের মিলনোৎসবে মুখরিত হোল আশিস-জব্বারের শহীদভূমি ইস্পাতনগরী।



 দুর্গাপুর,২৪শে ডিসেঃ : ২০১৭ সালে  ইস্পাতনগরীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  বার্ষিক শ্রমিক মিলন উৎসবের সূচনা করা হয়।আজ সকালে আশিস মার্কেটের শহীদবেদী থেকে বাইক মিছিল দিয়ে এ বছরের "শ্রমিক মিলনোৎসব - ২০২৩"  সূচনা হয়। পরে এই বাইক মিছিল মূল অনুষ্ঠান স্থল নেহেরু স্টেডিয়ামে যায়।সেখানে ইউনিয়নের পতাকা উত্তোলন করেন ইউনিয়নের  সভাপতি ও সি.আই.টি.ইউ এর পঃবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি।মিলনোৎসবে  উপস্থিত ছিলেন রাজ্যসভায় পার্টির সাংসদ ও বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য,সাইদুল হক,জিয়াউর আলম,বিধানসভায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী,বিপ্রেন্দু চক্রবর্তি,সুখময় বোস,বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী,সীমান্ত চ্যাটার্জী প্রমুখ।সকালে বাইক মিছিল থেকে মিলনোৎসবে - উপস্থিত ছিলেন উত্তরকাশীর সুড়ঙ্গে কর্মরত অবস্থায় আটকে পড়া শ্রমিকদের মধ্যে কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার এবং তাদের উদ্ধারকারী দিল্লির মুন্না কুরেশী ও ভাকিল হাসান।এই মিলনোৎসবে আসতে পেরে তারা আনন্দিত। উদ্ধারকারীদের দলনেতা ভাকিল হাসান জানালেন যে তারা চান সারা দেশের শ্রমিকদের মধ্যে এই ধরনের মিলনোৎসব অনুষ্ঠিত হোক।যদিও উত্তরকাশীর সুড়ঙ্গ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু দক্ষ শ্রমিক মানিক তালুকদার চিন্তিত কারন তার অথবা তার ছেলের কোন কাজের ব্যবস্থা এখনো রাজ্য সরকার করেন নি ।ধনতান্ত্রিক ব্যবস্থার ‘বিচ্ছিন্নতার’ বিকল্পে মিলনোৎসবে ,’সবার ওপরে মানুষ সত্য’- এই ধারনায় যৌথ সামাজিক উৎসব কে তুলে ধরার প্রচেষ্টা কে অভিনন্দন জানালেন রাজ্যসভায় পার্টির সাংসদ ও বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী সৌমেন রায় তাঁর দল,ঝুমুর গানের জাদুকর কিশোর কুমার গুপ্ত সম্প্রদায়,বিশিষ্ট আবৃতিকার দিগন্ত সিনহা এবংরাজ্যের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরাত্রিকা সিনহা উপস্থিত থেকে গান ও আবৃতি পরিবেশন করেন।দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের  দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত স্থায়ী,ঠিকা ও অবসরপ্রাপ্ত শ্রমিকরা,তাদের পরিবারবর্গ সহ অন্যান্য  শ্রমিক-কৃষক-ছাত্র-যুবক-মহিলা,প্রতি বছরের মতো এবারও এই মিলন উৎসবে যোগদান করেন । শিশু-কিশোর-কিশোরীদের কলতানে মুখর মিলন উৎসবে মেতেন সকলেই । খাওয়া-দাওয়ার পাশাপাশি চলতে থাকে স্পোর্টস,গান-বাজনা-আবৃতি-নাচ-ক্যুইজ প্রতিযোগিতা ।মিশন হাসপাতালের সহায়তায় বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। সারা দেশ ও রাজ্যে যে বিভাজনের রাজনীতি চলছে তাকে ফুৎকারে উড়িয়ে এবছরের মিলন উৎসব অনুষ্ঠিত হোল।