Sunday 30 April 2023

ঐতিহাসিক মে দিবসের প্রাক্কালে ইস্পাতনগরীতে যুব ইস্পাত শ্রমিকদের আলোচনা সভা।

 


দুর্গাপুর,৩০শে এপ্রিল : রাত পেরোলে ঐতিহাসিক মে দিবস পালনের জন্য তৈরি ইস্পাতনগরী। আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর যুব শ্রমিক শাখার পক্ষ থেকে “ মে দিবসে আমার ভাবনা “-শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় ।প্রানবন্ত এই আলোচনা সভায় যুব ইস্পাত শ্রমিকরা অংশগ্রহন করেন। সভার সঞ্চালনা করেন প্রকাশতরু চক্রবর্তী।উপস্হিত ছিলেন উজ্জ্বল গণ, বিশ্বরূপ ব্যানার্জি, সীমান্ত চ্যাটার্জী, সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

  এদিকে আজ সকালে, ইস্পাতনগরীর আশিস মার্কেটে,সিআইটিইউ এর দুর্গাপুর ইস্পাত সমন্বয় কমিটির পক্ষ থেকে ত্রিপুরা সংহতি তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,সীমান্ত চ্যাটার্জী,রবি গুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।



Saturday 29 April 2023

ইস্পাতনগরীতে দূর্নীতি-বিরোধী মিছিল।

 


দুর্গাপুর,২৯শে এপ্রিল : আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে বিষয়ে দুর্নীতির উৎস উন্মোচন করতে হবে,দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে হবে এবং এ বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যথাযথ ভূমিকা গ্রহণের দাবিতে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর রাজেন্দ্র প্রসাদ রোটারি থেকে ভগৎ সিং রোটারি পর্যন্ত মিছিল হোল। মিছিলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।











Friday 28 April 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা : অল্পের জন্য প্রানে রক্ষা,প্রবল শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৮শে এপ্রিল : আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার র মেটেরিয়ালস হ্যাণ্ডলিং প্ল্যান্টের ট্রিপলিং সাইডে ভয়াবহ দুর্ঘটনায় লোকো ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে যায় কর্মরত কারখানার অতি মুল্যবান উইঞ্চ ডাম্পার।ডাম্পার চালক লাফিয়ে পড়ে প্রান বাঁচান । এই ভয়াবহ দুর্ঘটনার ঘটার পরে দুর্ঘটনাস্হলে শ্রমিকরা জড়ো হলে আচমকা কারখানার সেফটি বিভাগের জনৈক উচ্চ পদাধিকারী আধিকারিক ঘটনাস্হলে এসে শ্রমিকদের হুমকি-গালিগালাজ করেন,এমন কি শারীরিক ভাবে নিগ্রহ করার চেষ্টা করলে,শ্রমিকরা প্রবল বিক্ষোভ প্রদর্শন শুরু করেন । প্ল্যান্ট গ্যারেজ সহ বিভিন্ন বিভাগে অচলাবস্হা তৈরি হয় । সিআইটিইউ সহ সমস্ত সক্রিয় ট্রেড ইউনিয়ন একজোট হয়ে শ্রমিক বিক্ষোভে নেতৃত্ব দেয় । এতে কর্তৃপক্ষের টনক নড়ে। দফায় দফায় সিআইটিইউ সহ সমস্ত সক্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ নেতৃত্বের সাথে আলোচনায় বসে । অবশেষে সন্ধ্যা ছ টা নাগাদ ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের সাথে ইডি ( ওয়ার্কস ) সহ অন্যান্য উচ্চ পদাধিকারী আধিকারিকদের আলোচনায় সমাধান সূত্র মিলেছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন। দুর্ঘটনার কারন খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন, শ্রমিকদের কাছে সেফটি বিভাগের দায়ী সংশ্লিষ্ট আধিকারিকের নিঃসর্ত ক্ষমা চাওয়া ও বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন,অবিলম্বে নতুন উইঞ্চ ডাম্পার ক্রয় সহ সেফটির প্রতিটি বিষয়ে দ্রুত ব্যবস্হা গ্রহনের জন্য কর্তৃপক্ষ আশ্বাস দিলে ট্রেড ইউনিয়নের যৌথ নেতৃত্বের সাথে আলোচনায় সমাধান সূত্র মেলে । এর পরে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের উপস্হিতিতে, ইডি ( ওয়ার্কস ) সহ অন্যান্য উচ্চ পদাধিকারী আধিকারিকরা প্ল্যান্ট গ্যারেজে পৌঁছে শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের সাথে আলোচনা করে মেলা সমাধান সূত্র গুলি তুলে ধরেন । এরপরে অচলাবস্হা কাটে । শ্রমিকরা কাজে যোগদান করেন।








Sunday 23 April 2023

ইস্পাতনগরীতে পালিত হোল আন্তর্জাতিক গ্রন্থ দিবস ।

 


দুর্গাপুর,২৩শে এপ্রিল : আজ আন্তর্জাতিক গ্রন্থ দিবস ।এই উপলক্ষে সেইল সমবায় আবাসন অঞ্চলে রবীন্দ্র-নজরুল-সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা । পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১ ও ২ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আয়োজিত এই আলোচনা সভায় এ বছরে আলোচনার বিষয় ছিল রাহুল সাংকৃত্যায়নের লেখা বিখ্যাত ধ্রুপদী উপন্যাস “ ভোলগা থেকে গঙ্গা “। মূল আলোচক ছিলেন রথিন রায় ও পার্থ বসু ঠাকুর । এছাড়াও বক্তব্য রাখেন সীমান্ত তরফদার,কানাই বিশ্বাস ও দিপক দেব ।







ইস্পাতনগরীতে উদযাপিত হোল “রেড ভলান্টিয়ার্স “ দিবস ।

 


দুর্গাপুর,২৩শে এপ্রিল : গতকাল সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোন রেড ভলান্টিয়ার্স এর পক্ষ থেকে চন্ডিদাস সেক্টর অফিসে উদযাপন করা হয় “রেড ভলান্টিয়ার্স “ দিবস। ২০২১ সালে করোনা অতিমারীর ভয়ংকর সংক্রমনের দিনে ইস্পাতনগরীর বি-জোন রেড ভলান্টিয়ার্স এর পথ চলা শুরু হয় এবং বর্তমানেও সমান সক্রিয় রয়েছে। অনুষ্ঠানে বি-জোন রেড ভলান্টিয়ার্স এর স্বেচ্ছাসেবকদের সেবমূলক কাজের কাজের আরো বিস্তার ঘটানো ও নতুন স্বেচ্ছাসেবকদের আরো বেশি সংখ্যায় যুক্ত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন পার্থ দাস,মোহন পাসোয়ান ও শ্বাসত চ্যাটার্জি ।










Saturday 22 April 2023

ইস্পাতনগরীতে পালিত হল কমরেড ভি আই লেনিনের ১৫৪-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,২২শে এপ্রিল : আজ কমরেড লেনিনের ১৫৪-তম জন্মদিবস । আজ বিশ্বের সর্বত্র পালিত হচ্ছে শ্রমজীবি মানুষের মহান শিক্ষক,বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের রূপকার ও ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বন্ধু কমরেড ভি আই লেনিনের জন্মদিবস । এই উপলক্ষ্যে আজ সকালে ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষে সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,অজিত মন্ডল,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । সকালে ইস্পাতনগরীর ৫/৫ কৃ্তিবাস রোডের দপ্তরে পার্টির দুর্গাপুর ইস্পাত ২এরিয়া কমিটির পক্ষে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বিকালে,ইস্পাতনগরীতে পালিত হল কমরেড ভি আই লেনিনের জন্মদিবস উপলক্ষে আয়োজিত “লেনিন,রুশ বিপ্লব ও ভারতের স্বাধীনতা সংগ্রাম”-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি । আলোচনা সভা শুরুর আগে ঐ দপ্তরে “সাহিত্য সম্ভার কেন্দ্র “ নামে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য ও পার্টির পত্র-পত্রিকা বিপননি কেন্দ্রের উদ্বোধন করেন গৌরাঙ্গ চ্যাটার্জি ।উপস্হিত ছিলেন পার্থ দাস, সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।সন্ধ্যায়, ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে ভি আই লেনিনের জন্মদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রথীন রায় । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।