Saturday 29 January 2022

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের চুরির চেষ্টা : সিআইটিইউ এর পক্ষ থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা ।

 


দুর্গাপুর,২৯শে জানুঃ ঃ আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের কিচেন থেকে দামী যন্ত্রপাতি ট্রাকে করে পাচার করতে যাওয়ার সময় সিআইএসএফ এর হাতে ধরা পড়ে । পরে পুলিশের কাছে কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে বলে হাসপাতালের পক্ষ থেকে ডঃ গৌতম গুপ্ত জানিয়েছেন । অফিযোগের ভিত্তিতে পুলিশ ট্রাক চালক ও হাসপাতালের কিচেনে কর্মরত ঠিকাদার সংস্হার কর্মচারী মিল্টন সেন নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছে । ঐ ঠিকাদার সংস্হার অপর কর্মচারী মোনালিসা সেন জানিয়েছেন যে ঠিকাদার সংসহার মালিক দেবাশীষ ভট্টাচার্যের নির্দেশে এই যন্ত্রপাতি বাইরে পাঠানো হচ্ছিল । এর আগেও এই ভাবে যন্ত্রপাতি বাইরে পাঠানো হয় বলে মোনালিসা সেন জানান । অবশ্য কিচেনের ঠিকাদার সংসহার কর্মরতরা কোন পরিচয়পত্র দেখাতে চাননি । কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর তীব্র বিরোধীতা কে উপেক্ষা করে , ৬৫০ বেডের মেইন হাসপাতালের ইন্ডোরে ভর্তি রোগীদের খাদ্য সরবরাহের জন্য আধুনিক ও বিজ্ঞান-সম্মত  কিচেন ঠিকাদার সংস্হার হাতে তুলে দেয় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে এই ধরনের চুরি আগেও ধরা পড়েছে ।এর আগেই হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে । কিন্তু দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের হুঁশ নেই । হাসপাতাল সহ বিভিন্ন স্পর্শকাতর জায়গায় স্হায়ী কর্মী নিয়োগ করার বদলে বিভিন্ন ঠিকাদার সংস্হার হাতে তুলে দেওয়া হচ্ছে । একশ্রেনীর ঠিকাদার শাসক তৃনমূল কংগ্রেসের একচ্ছত্র ব্যবস্হাপনায় রাষ্ট্রায়ত্ব সংস্হায় লুঠপাঠ চালাচ্ছে । এই ব্যবস্হার বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ থেকে লাগাতার লড়াই চালানো হচ্ছে । আজকে হাসপাতালের চুরির ঘটনায়,কর্তৃপক্ষ কার বিরুদ্ধে এফআইআর করে সাফাই দিতে চাইছে ? তিনি আরও বলেন যে হাসপাতালের এই চুরির ঘটনা ,”নবরত্ন” সেইলের ক্রমবর্ধমান ঠিকাদারী-করনের বিরুদ্ধে আরও আরেকটি অশনি-সংকেত । সিআইটিইউ এই নীতি পরিবর্তনের জন্য লাগাতার তীব্র আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর ।
























হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাতের শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৯শে জানুঃ : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর সামনে কারখানার শ্রমিকরা দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন । অবিলম্বে শ্রমিক-বিরোধী কালা মউ-চুক্তি বাতিল করে শ্রমিক স্বার্থবাহী বেতন-চুক্তি ,২০১৭ থেকে সম্পূর্ন এরিয়ার প্রদান,ঠিকা শ্রমিকদের অনুরূপ বেতন-চুক্তি,সংখ্যাগরিষ্ঠতার বদলে ঐক্যমতের ভিত্তিতে বেতন-চুক্তি সহ ১৮-দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র ও প্রদ্যুত মুখার্জি ।বক্তারা দাবি মেটা না পর্যন্ত তীব্র লড়াই গড়ে তোলার জন্য শ্রমিক ঐক্য মজবুত করার আহ্বান জানান ।সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ফয়সলার জন্য জোড়ালো দাবি জানান ।







Thursday 27 January 2022

এসএফআই এর ব্যবস্হাপনায় ইস্পাতনগরীর বুকে শুরু হলো “ ভগত সিং ক্লাসরুম “ ।

 



দুর্গাপুর,২৭ জানুঃ : আজ থেকে এসএফআই এর দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির ব্যবস্হাপনায় ইস্পাতনগরীর লাল ময়দান সংলগ্ন বস্তিতে শুরু হয়ে গেল ছাত্র-ছাত্রীদের জন্য শহীদ ভগত সিং এর নামাঙ্কিত অবৈতনিক বিকল্প শিক্ষাদান কেন্দ্র “ভগত সিং ক্লাসরুম“। স্বাক্ষরতা আন্দোলনের অন্যতম কেন্দ্র দুর্গাপুরের ইস্পাতনগরীতে এবার এই নতুন আঙ্গিকে শিক্ষাদান কেন্দ্র নতুন মাত্রা যোগ করল । করোনা অতিমারীর জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ।অনলাইন ক্লাসের থেকে বঞ্চিত এক বৃহৎ সংখ্যক ছাত্র-ছাত্রীরা স্কুল-ছুটদের তালিকায় নাম লিখিয়েছেন । তাদের শিক্ষার অঙ্গনে ফেরাতে এসএফআই অবিলম্বে রাজ্যের সমস্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য জোড়দার আন্দোলনের সাথে সাথে বিকল্প শিক্ষাদান কেন্দ্র গড়ে তুলছে । এসএফআই এর এই প্রয়াসে মিলেছে ছাত্র-ছাত্রী-অভিভাবকদের ব্যাপক সাড়া। আজ প্রথম দিনেই “ ভগত সিং ক্লাসরুম “-এ ৩০ জন ছাত্র-ছাত্রী যোগদান করেন । দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল হালদারের নেতৃত্বে ১১ জন স্বেচ্ছাসেবী এই শিক্ষাদান কেন্দ্রের সাথে যুক্ত হয়ে শিক্ষাদানে ব্রতী হয়েছেন। আজ ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা-পেন্সিল-পেন বিতরন করা হয়। শিক্ষাদান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এসএফআই এর পশ্চিম বর্ধমান জেলার নেতৃবৃন্দ সহ অন্যান্য গণ আন্দোলনের নেতৃবৃন্দ ।







Wednesday 26 January 2022

দেশের সংবিধান-ধর্মনিরপেক্ষতা-সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে ৭৩-তম সাধারনতন্ত্র দিবস পালিত হোল ।

 


দুর্গাপুর,২৬শে জানুঃ :যথাযথ মর্যাদা সহকারে ইস্পাতনগরীতে ৭৩-তম সাধারনতন্ত্র দিবস পালিত হোল ।এই উপলক্ষ্যে বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । পরে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির ডাকে এ-জোন মেজর পার্কের সামনে এবং দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির ডাকে বি-জোন চন্ডিদাস বাজারে দেশের সংবিধান-ধর্মনিরপেক্ষতা-সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে শপথ গ্রহন অনুষ্ঠান পালিত হয় ।













Sunday 23 January 2022

ইস্পাতনগরীতে মর্যাদার সাথে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,২৩শে জানুঃ : সকাল থেকে বৃষ্টি-বিঘ্নিত দিনে ইস্পাতনগরীতে পার্টির পক্ষ থেকে বামফ্রন্টের সিদ্ধান্ত অনুসারে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬-তম জন্মদিবস পালিত হল “দেশপ্রেম দিবস” হিসাবে । সকালে,পার্টির দুর্গাপুর ইস্পাত এরিয়া ১ কমিটির ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা যৌথ ভাবে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটের সামনে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করেন। দুর্গাপুর ইস্পাত এরিয়া ২ কমিটির পক্ষে ৫/৫ কৃত্তিবাস রোডে ও দুর্গাপুর ইস্পাত এরিয়া ৩ কমিটির পক্ষ থেকে আশিস-জব্বার ভবনে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয়। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের সাথে সাথে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস “ দেশপ্রেম দিবস “ হিসাবে পালন করার তাৎপর্য উপস্হিত নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ।