Thursday 30 May 2019

ইস্পাতনগরীতে সি.আই.টি.ইউ এর ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল ।




দুর্গাপুর,৩০শে মে : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল সি.আই.টি.ইউ এর ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী । সকালে রক্ত-পতাকা উত্তোলিত ও শহীদ বেদীতে মাল্যদান করা হয় বি.টি.রণদিভে ভবনে। রক্ত-পতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জী ও অরুন চৌধুরী । এছাড়াও   ২/১ তিলক রোড ও চিত্তব্রত মজুমদার ভবনে রক্ত-পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়। বিকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ)-এর ডাকে  চিত্তব্রত মজুমদার ভবন থেকে ইস্পাত শ্রমিকদের মোটর বাইক মিছিল বেরিয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে বি.টি.রণদিভে ভবনে শেষ হয়।

Image may contain: 2 people, sky, tree and outdoorImage may contain: 1 person, standing, sky, tree and outdoor








Wednesday 29 May 2019

মাধ্যমিকের কৃতি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা।




দুর্গাপুর,২৯শে মে : আজ ইস্পাত নগরীতে নিজেদের দফ্তরে মাধ্যমিকের কৃতি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানালো পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। সংবর্ধনা জানানো হয় শুভদীপ মন্ডল ও মৌমিতা দত্ত কে । নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির ছাত্র শুভদীপ মণ্ডল এ বার মাধ্যমিকে ৬৬৩ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।রাজ্যে শুভদীপই দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ।শুভদীপের বাবা আদিত্য মণ্ডল দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) কর্মী। দিন মজুরের ঘরের সন্তান শারীরিক প্রতিবন্ধী মৌমিতা দত্ত কৃতিত্বের সাথে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন । সংবর্ধনা সভায় উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় ,ধূর্জুটি ঘোষ,গৌতম ঘোষ,কালি সান্যাল,নিমাই ঘোষ প্রমূখ ।





Tuesday 21 May 2019

অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে বাম গন সংগঠনগুলি ঐক্যবদ্ধ আন্দোলন কে প্রসারিত করার ডাক দিল ।




দুর্গাপুর,২১শে মে : সর্বনাশের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সেইলের বিশেষ ধরনে ইস্পাত উৎপাদন সংস্হা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট । আশংকায় দিন গুনছে দুর্গাপুরের অন্যান্য রাষ্ট্রায়ত্ব সংস্হা , দুর্গাপুরের সর্বস্তরের মানুষ ।
     কেন্দ্রিয় অর্থমন্ত্রকের সূত্র কে উদ্ধৃত করে পিটিআই অ্যালয় স্টিল সহ ৩৫টি রাষ্ট্রায়ত্ব সংস্হার বিলগ্নির জন্য মোদি সরকারের নতুন পরিকল্পনার খবর  জানায় ( সূত্র : গণশক্তি,১৩মে ) । খবরে প্রকাশ, বিক্রির ধারা বদলে মোদি সরকার আগামী ৩-৪ মাসের মধ্যে ৩৫টি রাষ্ট্রায়ত্ব কারখানা বিক্রি করতে চলছে । এই কারখানা গুলির মধ্যে অন্যতম হল সেইলের দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট ও সালেম প্ল্যান্ট । ইতিমধ্যে গত ২০১৫ থেকে “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত বাঁচাও – রক্ষা কর দুর্গাপুর যৌথ মঞ্চের নেতৃত্বে, অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরন বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকরন ও সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে বহাল এবং দুর্গাপুরের সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাতে ও ব্যারেজের সংস্কারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে ।
  এই অবস্হায় সি.আই.টি.ইউ সহ বাম গন সংগঠনগুলি কালক্ষেপ না করে আন্দোলনে নেমেছে । আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ),এ.এস.পি.সি.ই.ইউ(সি.আই.টি.ইউ) ও ইউ.সি.ডব্লু ইউ(সি.আই.টি.ইউ) এর ডাকে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে মোদি সরকারে নয়া চক্রান্ত ব্যর্থ করার ডাক দিয়ে এক বিশাল প্রতিবাদ সভা হয় । অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা মিছিল করে এসে প্রতিবাদ সভায় যোগ দেন । সভায় যোগ দেয় বেফি,১২ই জুলাই কমিটি,সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি সহ অন্যান্য বাম গন সংগঠনগুলি।  প্রতিবাদ সভায় বক্তব্য রেখে নেতৃবৃন্দ কালবিলম্ব না করে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরন ব্যর্থ করার জন্য মোদি সরকারে বিরুদ্ধে ব্যপকতম ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সভা চলাকালিন অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় । বক্তব্য রাখেন বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী,সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জী,মলয় ভট্টাচার্য,বিজয় সাহা,ললিত মিশ্র প্রমূখ । উপস্হিত ছিলেন বিপ্রেন্দু চক্রবর্তী,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।








Monday 20 May 2019

শ্রেনীহীন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের লড়াই চলবেই : আভাস রায়চৌধুরী ।




দুর্গাপুর,২০শে মে : আজ আশিস-জব্বার ভবনে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ১ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত “ মার্কসবাদ ও কার্ল মার্কস এবং আজকের বিশ্ব”- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র কেন্দ্রিয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী । তিনি বলেন কিভাবে ছাত্র মার্কস মানবতা বোধে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন এবং শ্রমিকশ্রেনীর মতাদর্শ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভিত নির্মান করেন । বন্ধু ফ্রেডারিখ এঙ্গেলস এক্ষেত্রে যোগ্য সহায়তা করেন । কিন্তু মার্কসবাদ অন্য মতবাদের মত কেবল চর্চার জন্য আরেক টি মতবাদ ছিল না । এটি ছিল প্রয়োগের জন্য শ্রমিকশ্রেনীর মতবাদ , যা দেশে দেশে সেই দেশের নিজস্ব বৈশিষ্ট অনুযায়ী এই মতাদর্শের চর্চা ও প্রয়োগের বিকাশ ঘটেছে,সমাজতান্ত্রিক দেশের সৃষ্টি করেছে ,আবার সাময়িক বিপর্যয় ঘটেছে । আমাদের দেশেও একই ভাবে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে মার্কসবাদের চর্চা ও প্রয়োগের বিকাশ ঘটেছে । আগামী দিনেও তা প্রবাহমান থাকবে । সারা বিশ্বের সাথে ভারতবর্ষেও বিশ্বে শ্রেনীহীন শোষনমুক্ত সাম্য ব্যবস্হা গড়ে তোলার লড়াই চলবে ।
এছাড়াও বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ও বিজয় সাহা । উপস্হিত ছিলেন রথিন রায়,নির্মল ভট্টাচার্য,পঙ্কজ রায়সরকার,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।












থ্যালাসেমিয়া বাহক নির্ধারনের পরীক্ষা ।




দুর্গাপুর,২০ নভেঃ : আজ দুর্গাপুর স্কুল অফ নার্সিং এর ছাত্রীদের মধ্যে থ্যালাসেমিয়া বাহক নির্ধারনের পরীক্ষা হোল । বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এবং দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া এ্যান্ড এডস সহায়তায় কলেজের ১০৪ ছাত্রী এই পরীক্ষা করান । উপস্হিত ছিলেন কলেজের চেয়ারম্যান পি.কে দাস,প্রিন্সিপ্যাল তৃপ্তি দাসমহাপাত্র,সম্পাদক শিশির পালিত ,দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া এ্যান্ড এডস এর পক্ষে গোপীরঞ্জন বসু,প্রদীপ চক্রবর্তী প্রমূখ ।



Thursday 16 May 2019

নির্বাচনের ফাঁকে অ্যালয় স্টিল সহ ৩৫ রাষ্ট্রায়ত্ব সংস্হা বিক্রির চক্রান্তের বিরুদ্ধে ইস্পাতনগরীতে গনতান্ত্রিক কনভেনশন ।




দুর্গাপুর,১৬ই মে : কেন্দ্রিয় অর্থমন্ত্রকের সূত্র কে উদ্ধৃত করে পিটিআই অ্যালয় স্টিল সহ ৩৫টি রাষ্ট্রায়ত্ব সংস্হার বিলগ্নির জন্য মোদি সরকারের নতুন পরিকল্পনা জানানোর ( সূত্র : গণশক্তি,১৩মে ) পর দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । খবরে প্রকাশ বিক্রির ধারা বদলে মোদি সরকার আগামী ৩-৪ মাসের মধ্যে এই ৩৫টি কারখানা বিক্রি করতে চলছে । এই কারখানা গুলির মধ্যে অন্যতম হল সেইলের দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট ও সালেম প্ল্যান্ট । ইতিমধ্যে গত ২০১৫ থেকে “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত বাঁচাও – রক্ষা কর দুর্গাপুর” যৌথ মঞ্চের নেতৃত্বে, অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরন বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকরন ও সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে বহাল এবং দুর্গাপুরের সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাতে ও ব্যারেজের সংস্কারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে । এই কথা স্মরণ করিয়ে দিয়ে আজকের গনতান্ত্রিক কনভেনশনে দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায় আন্দোলন কে তীব্র ও দীর্ঘস্হায়ী করতে ব্যপকতম ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ।  সেইলের মেডিক্লেমের আশু ও যৌক্তিক ফয়সালার জন্যও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন রথিন রায়,ললিত মিশ্র ও অচিন্ত্য মুখার্জী ।

Wednesday 15 May 2019

বিদ্যাসাগরের-মূর্তি ভাঙ্গার প্রতিবাদে ও বিজেপি-তৃণমূলের প্ররোচনামূলক বিশৃংখলার রাজনীতির বিরুদ্ধে ইস্পাতনগরীতে বিশাল ধিক্কার মিছিল ।




দুর্গাপুর,১৫ই মে : গতকাল কোলকাতায় বিজেপি-তৃণমূলের প্ররোচনামূলক বিশৃংখলার রাজনীতির পরিনামে ভাঙ্গে বিদ্যাসাগরের-মূর্তি । বিদ্যাসাগরের-মূর্তি ভাঙ্গার প্রতিবাদে ও বিজেপি-তৃণমূলের প্ররোচনামূলক বিশৃংখলার রাজনীতির বিরুদ্ধে আজ বিকালে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীর রাস্তায় নামেন শ্রমিক-ছাত্র-যুব-মহিলা-শিল্পী-সাহিত্যিক সহ সমাজের সর্বস্তরের মানুষ । বিদ্যাসাগর এভিন্যু থেকে মিছিল যায় তিলক ময়দানে । মিছিলে ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়,প্রাক্তন রাজ্যসভার সাংসদ জীবন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিব্যর্গ । মিছিলের শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক সন্তোষ দেবরায় এই ধরনের বিশৃংখলার রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান ।







Thursday 9 May 2019

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে বিশ্বকবির জন্মদিবস পালিত হল ।




দুর্গাপুর,৯ই মে : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিবস পালিত হল । লহরী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে প্রভাতফেরী হয় । পরে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত ২ অঞ্চল কমিটির  উদ্যোগে ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সহায়তায় তিলক রোডে প্রভাতি অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্র সঙ্গীত-আবৃতি-নাচ ।পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,লহরী শিল্পী গোষ্ঠী সহ অন্যান্য শিল্পীরা । উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়,সীমান্ত তরফদার,মলয় ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমীর দাস ।





Wednesday 8 May 2019

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে ইস্পাতনগরীতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল ।



দুর্গাপুর,৮ই মে : আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে ইস্পাতনগরীতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল । উদ্যোক্তা দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া এ্যান্ড এডস । মোট ৩৫ জন রক্তদান করেছেন এবং প্রত্যেক রক্তদাতা মহিলা । তাদের মধ্যে ৩০ জন দুর্গাপুর স্কুল অফ নার্সিং এর শিক্ষার্থী নার্স । সোসাইটির পক্ষে গোপীরঞ্জন বসু জানিয়েছেন যে সোসাইটির পক্ষে বর্তমানে ২৮ জন থ্যালাসেমিয়া রোগি কে নিয়মিত রক্তদান করা হচ্ছে ।









সেইলের পেনশন বঞ্চনার বিরুদ্ধে লাগাতার শ্রমিক বিক্ষোভ চলছে ।




দুর্গাপুর,৮ই মার্চ : লাভ করতে না পারলে পেনশন ফান্ডে দেয় অর্থের পরিমান ৬% থেকে ২% কমিয়ে দেওয়ার বিষয়ে সেইলের সার্কুলার জারি হতেই দুর্গাপুর ইস্পাত সহ সেইলের সর্বত্র শ্রমিক বিক্ষোভ ছড়িয়েছে । সি.আই.টি.ইউ অভিযোগ করেছে মোদি সরকারের নির্দেশে চুক্তিভঙ্গ করে সেইল একতরফা এই নির্দেশ জারি করেছে । এই নির্দেশ বাতিল করার দাবি জানিয়ে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে ইডি(পি এ্যান্ড এ) দফ্তরের বাইরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডাকে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ দেখান ও কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন । বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জী,প্রকাশতরু চক্রবর্তী,অরুন চৌধুরী ও বিশ্বরূপ ব্যানার্জী ।





Monday 6 May 2019

ইস্পাতনগরীতে পালিত হল মহান দার্শনিক ও শ্রমজীবি মানুষের মহান বন্ধু কার্ল মার্কসের ২০২তম জন্মদিবস ।



দুর্গাপুর,৫ই মে : আজ ইস্পাতনগরীতে পালিত হল কার্ল মার্কসের ২০২তম জন্মদিবস। এই উপলক্ষ্যে আশিস-জব্বার ভবনে তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,কাজল চ্যাটার্জী,স্বপন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।







Saturday 4 May 2019

চুক্তি ভেঙ্গে পেনশন নিয়ে সেইলের একতরফা ঘোষনার বিরুদ্ধে সি.আই.টি.ইউ এর তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ।




দুর্গাপুর,৪ঠা মে : সেইল কর্তৃপক্ষ অভূতপুর্বভাবে এন.জে.সি.এস এর চুক্তি ভেঙ্গে পেনশন সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেছে । অভিযোগ উঠেছে ভারত সরকারের ডি.পি.ই ( ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ ) এর নির্দেশিকার অজুহাতে সেইল কর্তৃপক্ষ কোন বছরে লাভ না করতে পারলে ,সেই বছরে শ্রমিক-কর্মচারিদের ডিএ ও বেসিকের সমষ্টির মাত্র দুই শতাংশ পেনশন ফান্ডে জমা করবে । অথচ এন.জে.সি.এস এর চুক্তিতে এই বিষয়ে বলা আছে সেইল ছয় শতাংশ হারে পেনশন ফান্ডে জমা করবে । ইতিমধ্যে সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যান কে এই বিষয়ে লেখা চিঠিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহারের দাবি জানিয়েছেন । চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন যে ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের দ্বারা অনুমোদিত সেইল ও সি.আই.টি.ইউ সহ ইউনিয়ন সমূহের মধ্যে এন.জে.সি.এস এর মধ্যে সাক্ষরিত চুক্তি কে অন্য মন্ত্রকের নির্দেশিকার অজুহাতে সেইল কোন যুক্তিতে অমান্য করতে পারে ?
  এ দিকে,আজ দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর ডাকে পেনশন ফান্ডের চুক্তিভঙ্গের বিরুদ্ধে ইডি(ওয়ার্কস) এর দফ্তরের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । নেতৃবৃন্দের পক্ষ থেকে পেনশন ফান্ডের চুক্তিভঙ্গের থেকে সেইল কর্তৃপক্ষ সরে না এলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সব ট্রেড ইউনিয়ন গুলি কে সেইল কর্তৃপক্ষের স্বৈরাচারি সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানানো হয় । বক্তব্য রেখেছেন প্রদ্যুত মুখার্জী,অরুন চৌধুরী,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পেনশন সংক্রান্ত নতুন সার্কুলার প্রত্যাহারে দাবি জানিয়ে সেইলের চেয়ারম্যানের উদ্দ্যেশে লেখা চিঠি জমা দেন প্রতিনিধিদল । এই দাবিতে সমগ্র সেইলে প্রবল বিক্ষোভ দেখানোর কর্মসূচী নেওয়া হয়েছে বলে ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।