Sunday 31 August 2014

ইস্পাতনগরীতে পালিত হল গণ–আন্দোলনের শহীদ দিবস ।

দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে পালন করা হল গণ – আন্দোলনের শহীদ দিবস । ১৯৫৯ সালে খাদ্যের দাবীতে , কমিউনিষ্ট পার্টি ও বামপন্হী দলগুলির ডাকে আন্দোলনরত মানুষের উপরে লাঠি-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ এবং ৮০ জন নিরস্ত্র মানুষকে অবলীলায় ঠান্ডা মাথায় খুন করে এবং ৩০০০ এর বেশী মানুষকে আহত করে । ৩ দিনে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ ও কং গুন্ডাদের হাতে ২১৫ জন মারা যায় ।  ১৯৭৮ সাল থেকে বামফ্রন্টের পক্ষ থেকে এইদিনটি  গণ – আন্দোলনের শহীদ দিবস হিসাবে পালন করা হয় ।   সকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির   উদ্যোগে মূল অনুষ্ঠানটি পালিত হয় আশীষ – জব্বর ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী ও লাল্টু সেনগুপ্ত সহ দুই জোনাল কমিটির সদস্যবৃন্দ এবং আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দরা ।

এই দিন গলসী বাজারে উদয়ন সংঘের মাঠে গণ – আন্দোলনের শহীদ দিবস উপলক্ষ্যে রক্তপতাকা রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ কমঃ সাইদুল হক । শহীদবেদীতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সাইদুল হক , সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা কমঃ মনিমালা দাস , কমঃ শিশির কেশ , মোস্তাফা হুসেন , সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ । প্রবল বৃষ্টি উপেক্ষা করে উপস্হিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন কমঃ সাইদুল হক । সভায় সভাপতিত্ব কমঃ শিশির কেশ । 

Wednesday 27 August 2014

দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের প্রবল গণ-বিক্ষোভ ।

                                      

দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিউ ) আওহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও – দফ্তর ( অ্যাডমিন বিল্ডিং) চল অভিযানে সামিল হয়ে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ও ইস্পাতনগরী এবং সন্নিহিত অঞ্চলের অধিবাসিরা প্রবল বিক্ষোভ দেখান । পঃ বঙ্গের পরিবর্তনের সরকার আসার পরে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী এবং সন্নিহিত অঞ্চলে কালো দিন নেমে এসেছে ।বর্তমানে দোসর হয়েছে জন-বিরোধী শ্রমিক-বিরোধী নয়া-উদারনীতিবাদের কট্টর প্রবক্তা মোদি-সরকার । কেন্দ্র ও রাজ্য – উভয় সরকারের মদতে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের অধিকারের উপর স্টিম-রোলার চালাচ্ছে । শ্রমিক ইউনিয়নদের সাথে বিনা আলোচনায় কর্তৃপক্ষ হাউস রেন্ট অ্যালাউন্স , ক্যান্টিন অ্যালাউন্স বন্ধ করেছে , বিদ্যুৎের দাম ২০০ গুন বৃদ্ধি করেছে ! লিজ / লাইসেন্স হোল্ডারদের বিদ্যুৎের দাম এক ধাক্কায়  ইউনিট প্রতি ১ টাকা ৭৭ পয়সা বৃদ্ধির সাথে সাথে এই বৃদ্ধি ২০১১ সাল থেকে ধরা হবে বলে কর্তৃপক্ষ তুঘলকি ফরমান জারি করছে । অথচ ইস্পাতনগরী জুড়ে শাসকদল ও কর্তৃপক্ষের একাংশের মদতে বেআইনী বিদ্যুৎ সংযোগের কারবারের বিষয়ে কর্তৃপক্ষ আশ্চর্য্যজনক ভাবে উদাসীন ! যথাযথ রক্ষনাবেক্ষনের অভাবে  ইস্পাতনগরীর কোয়ার্টার গুলি জরাজীর্ণ , রাস্তাঘাটের অবস্হা বেহাল , রাস্তার লাইট ঠিকমত জ্বলে না । স্বাস্হ্য ব্যবস্হা ভেঙ্গে পড়েছে । হাসপাতালে ওষুধ অমিল , উপযুক্ত স্বাস্হ্য-কর্মী নিয়োগের বদলে অদক্ষদের নিয়োগ করে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ।  দুর্গাপুর ইস্পাত কারখানার একের পর এক ঐতিহ্যবাহী স্কুল বন্ধ করা হচ্ছে , প্যারা-টিচারদের স্হায়ী করার বদলে একে একে ছাঁটাই করে বাকী স্কুলগুলিকে বন্ধ করার চেষ্টা চলছে অথচ রাজ্য সরকারের শিক্ষা-দফ্তর এ বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে না। ইস্পাতনগরীর  সন্নিহিত অঞ্চলের উন্নতির জন্য দায়বদ্ধতা থাকলেও , সিএসআর-এর কোটি কোটি টাকা টাকা কর্তৃপক্ষ কোথায় ব্যয় করছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে । সেইলের অন্যান্য জায়গায় কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর ব্যবস্হা করা হলেও  দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার  শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং থেকে বঞ্চিত করা হচ্ছে এবং কোয়ার্টারে বসবাসকারি অবসরপ্রাপ্তদের লক্ষ লক্ষ টাকা আটকে রেখে অনায্য ভাবে মোটা অংকের বাড়ী ভাড়া জোর করে কেটে নেওয়া হচ্ছে । উদ্বৃত্ত জমি বেআইনী দখলদার হাতে গেলেও , নজীর থাকালেও , সেই জমি শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের লিজ দেওয়া হচ্ছে না। বছরের পর বছর ধরে শ্রমিক-কর্মচারীদের নিদারুন পরিশ্রমের মধ্য দিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানা বিপুল পরিমানে মুনাফা করলেও , একদা  সাজানো-গোছান ইস্পাতনগরী  জরাজীর্ন  হয়ে পড়েছে কর্তৃপক্ষের উদাসীনতা ও নয়া-উদার অর্থনীতিবাদী কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে । এই সমস্ত বিষয়ে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ইস্পাতনগরী এবং সন্নিহিত অঞ্চলের অধিবাসিদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তুলে দাবী গুলি আদায়ের জন্য  এবং অবিলম্বে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়নদের জেবিসিকে স্বমর্যাদায় ফিরিয়ে নিয়ে আসার দাবীতে বৃহত্তর আন্দোলনর আবেদন জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিউ ) –র পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার সমস্ত ট্রেড ইউনিয়ন ও গণ-সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে ।আজকের  সমাবেশ চলাকালীন ১০ জনের প্রতিনিধিদল কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় এবং অবিলম্বে দাবীপূরনের জন্য কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানায় । পরে প্রতিনিধিদলের পক্ষে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী সমাবেশে জানান যে নাগরিক পরিষেবার বিষয়ে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্হার আশ্বাস দিয়েছে এবং কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর বিষয়ে সংশ্লিষ্ট কমিটি রিপোর্ট পেশ করলে উপযুক্ত আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে । আজকের সমাবেশে বক্তব্য রাখেন কমঃ অরুণ চৌধুরী , বিজয় সাহা , মনোজ হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ । এছাড়াও বক্তব্য রাখেন সেইল এমপ্লয়িজ ফোরামের পক্ষে শ্রী অজিত দাঁ । সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার । 

Wednesday 20 August 2014

দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তুঘলকি আচরনের বিরুদ্ধে ও অবিলম্বে বিদ্যুতের মাসুলবৃদ্ধি প্রত্যহারের দাবীতে অবস্হান-বিক্ষোভে ।

                                        



দুর্গাপুর , ১৯ই আগষ্ট :আজ , ,” স্টিল টাউন ওন্ ইয়োর ওন্ হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন “ – এর আহ্বানে , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে দুর্গাপুর ইস্পাত কারখানার লিজ ও লাইসেন্সধারী কোয়ার্টার মালিক শয়ে শয়ে শ্রমিক-কর্মচারী ও প্রাক্তন শ্রমিক-কর্মচারী-আধিকারিক এবং তাদের পরিবারবর্গ গন-অবস্হান ও বিক্ষোভ-কর্মসূচী পালন করেন ।সেইল সহ দুর্গাপুর ইস্পাত কারখানার চরম আর্থিক দুর্দিনে , অর্থসংকট লাঘব করার জন্য , দুর্গাপুর ইস্পাতনগরীর জরাজীর্ন ও উদ্বৃত্ত কোয়ার্টারগুলিকে চড়া দামে ২০০২ সাল থেকে ধাপে ধাপে লিজ ও লাইসেন্স দেওয়া হয়। বর্তমানে , ইস্পাতনগরীর অধিকাংশ কোয়ার্টার ( ১০,৪০০ টি ) লিজ ও লাইসেন্সভূক্ত । কোয়ার্টার-বিক্রীর পর থেকেই লিজ ও লাইসেন্স হোল্ডাররা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের হয়রানির শিকার হচ্ছেন । এই তালিকার সাম্প্রতিক সংযোজন হল , কোন আলোচনা ছাড়াই , চড়া হারে বিদ্যুতের মাসুলবৃদ্ধি । প্রথমে কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে ১লা এপ্রিল,২০১৪ থেকে  বিদ্যুৎের-মাসুল ইউনিট প্রতি ১টাকা ৭৭ পয়সার  বৃদ্ধির কথা ঘোষনা করলেও , পরে এই মাসুল-বৃদ্ধি ২০১১-১২ সাল থেকে লাগু করার কথা বলে । এরফলে , এরিয়ার বাবদও হাজার হাজার টাকা অতিরিক্ত  গুনতে হবে । লিজ ও লাইসেন্স হোল্ডারদের একটা বড় অংশই অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং চরম আর্থক সংকটে ভুগছেন । এই অবস্হায় অসহায় লিজ ও লাইসেন্স হোল্ডার এবং তাদের পরিবারবর্গ চরম সংকটে পড়েছেন । তাই , দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের এই তুঘলকি আচরনের বিরুদ্ধে  ও অবিলম্বে বিদ্যুতের চড়া মাসুলবৃদ্ধি প্রত্যহারের দাবীতে  ,” স্টিল টাউন ওন্ ইয়োর ওন্ হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন “এর আহ্বানে গন-অবস্হান ও বিক্ষোভ-কর্মসূচীতে বিপুল সমাবেশ ঘটে , বিশেষ করে মহিলাদের ।সমাবেশ চলাকালীন প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা খোলা আকাশের নীচে সভাস্হলে ভিঁজতে ভিঁজতে অবস্হান করতে থাকেন ।   সমাবেশের মাঝে  অ্যাসোসিয়েশনর এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা ও আলোচনার জন্য গেলে , কর্তৃপক্ষ আগামী সেপ্টেম্বর মাসে মিটিং করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে অ্যাসোসিয়েশনর পক্ষ থেকে জানানো হয় । আজকের কর্মসূচীতে বক্তব্য রেখেছেন শ্রী মনোজ হাজরা , শ্রী সিদ্ধেশ্বর শেঠ , শ্রী নির্মল মুখার্জী প্রমূখ । সভাপতিত্ব করেন শ্রী মনোজ হাজরা । 
                       

        

Tuesday 19 August 2014

কাঁথিতে তৃণমূলের নারকীয় অত্যাচারে নিহত মহিলানেত্রী : প্রতিবাদে উত্তাল ইস্পাতনগরী ।

                       


দুর্গাপুর , ১৯ই আগষ্ট : সারা পঃ বঙ্গ জুড়ে বামপন্হীদের তৃণমূলের উপরে নারকীয় অত্যাচারে বলি হলেন কাঁথির শুনিয়া গ্রামে  নিহত “ বীরাঙ্গনা “ । তিনি  সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী ও   সিপিআইএম সদস্যা ছিলেন । গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলের সন্ত্রাসে কমরেড ,” বীরাঙ্গনা “ –র স্বামী , সিপিআইএম নেতা কমরেড ব্যোমকেশ গিরি ও তাঁর ছেলে ঘরছাড়া ছিলেন । গত রবিবার , স্হানীয় তৃণমূল নেতা দেবাশীষ ভূঁইয়ার নেতৃত্বে তৃণমূলের খুনে বাহিনী ,”বীরাঙ্গনা “-কে ঘর থেকে টেনে নিয়ে নৃশংস ভাবে অত্যাচার ও লাগাতার গনধর্ষন করে হত্যা করে এবং গাছে ঝুলিয়ে দেয় । এরপরে তৃণমূলের খুনে বাহিনী পুলিশি সহায়তায় মিথ্যা অভিযোগ করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে । এই নৃশংস ঘটনার প্রতিবাদে , আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর বি’জোনের চন্ডীদাস বাজার মোড়ে এক বিশাল পথসভা হয় । বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্যা কমঃ আল্পনা চৌধুরী ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমঃ স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ শুভ্রা গাঙ্গুলী ।







Friday 15 August 2014

বামফ্রন্টের আহ্বানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় সংহতি দিবস পালনে ইস্পাতনগরীতে মিলল বিপুল সাড়া ।



দুর্গাপুর , ১৫ই আগষ্ট : আজ , ভারতের ৬৮-তম স্বাধীনতা দিবসে , বামফ্রন্টের ডাকে রাজ্যের সর্বত্র জাতীয় সংহতি দিবস পালন উপলক্ষ্যে সকাল ১১-০০ থেকে ১১-১০ মিনিট পর্যন্ত মানব-বন্ধন কর্মসূচী পালন করা হয় । এই উপলক্ষ্যে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-১এ জোনাল কমিটির পক্ষ থেকে , ইস্পাতনগরীর বি-জোনের চণ্ডীদাস বাজার মোড়ে মানব-বন্ধন কর্মসূচীতে বিপুল সমাবেশ হয় ।  বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-১এ জোনাল কমিটির পক্ষ থেকে অপর  মানব-বন্ধন কর্মসূচীটি পালিত হয় সেইল-আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ে । বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার ।

  বিকালে , বৃষ্টিকে উপেক্ষা করে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-১বি জোনাল কমিটির পক্ষে আয়োজিত  জাতীয় সংহতি দিবস উপলক্ষ্যে এক বিশাল মিছিল আশীষ মার্কেট থেকে শুরু হয়ে ইস্পাতনগরীর এ-জোনের বিভিন্ন পথ অতিক্রম করে স্টীল মার্কেটে শেষ হয় । মিছিলে বহু মহিলা অংশগ্রহন করেন । 













Wednesday 6 August 2014

কমরেড আশীষ-জব্বরের শহীদ দিবসে ইস্পাতনগরী স্মরণ করল দুর্গাপুরের সব শহীদকে ।




দুর্গাপুর , ৬ই আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হল দুর্গাপুরের প্রথম শহীদ যুগল , কমরেড আশীষ-জব্বরকে । ১৯৬৬ সালের ৫ই আগষ্ট হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের এক শান্তিপূর্ন জমায়েতে রাজ্যের তৎকালীন কংগ্রেস সরকারের নিযুক্ত অন্ধ্র পুলিশ নৃশংসভাবে লাঠিচার্জ করে , বহু শ্রমিক গুরুতর জখম হয়। পরের দিন অর্থাৎ ৬ই আগষ্টের ভোরে গুরুতর জখম কমরেড জব্বর   মারা যান । এর প্রতিবাদে ইস্পাতনগরীতে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শুরু হলে , ইস্পাতনগরীর রাণাপ্রতাপ রোডে কংগ্রেসী গুন্ডা ও পুলিশ ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করে  কমরেড আশীষ দাসগুপ্তকে । কমরেড আশীষ দাসগুপ্ত সেই সময়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ছিলেন । পরবর্তিকালেও ,প্রতিক্রিয়াশীল শক্তি কং ও তৃণমূলের আক্রমনে রক্তাত দুর্গাপুরের মাটি শহীদদের রক্তে লাল হয়েছে , কিন্তু লাল ঝাণ্ডাকে নত করা যায় নি । ইস্পাতনগরীতে  ৬ই আগষ্ট আশীষ-জব্বরের সাথে দুর্গাপুরের সমস্ত শহীদদের স্মরণ করা হয় ।
 আজ সকালে প্রথম অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর বি’জোনে ১নং বিদ্যাগর এভিন্যুর বি টি রণদিভে ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমঃ অজিত মুখার্জী ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ্ ইন্ডিয়ার পক্ষে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , বিশ্বরূপ ব্যানার্জী , অরুণ চৌধুরী , সুখময় বোস , মানস মুখার্জী , আল্পনা চৌধুরী সহ অন্যান্য গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । সকালে মূল অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর এ’জোনে আশীষ মার্কেট ও জব্বর-বাগে । রক্তপতাকা উত্তোলন করেন কমঃ অজিত মুখার্জী । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় , সিআইটিইউ এর কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে কমঃ জীবন রায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য - কমঃ সাইদুল হক , সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী ,  নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী . সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য পার্টি-নেতৃবৃন্দ , সিআইটিইউ এর বর্ধমান জেলা কমিটির পক্ষে কমঃ এস কে এন চৌধুরী , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি –কনভেনর কমঃ  অরুণ চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী , সিপিআই ও এআইটিউসি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । সকালে আরেকটি  অনুষ্ঠানের হয়  আশীষ-জব্বর ভবনে । এখানে  রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ রথীন রায় এবং  পার্টির  জেলা – জোনাল ও আঞ্চলিক কমিটির সদস্য ও পার্টির সর্বক্ষনের কর্মী সহ পার্টি সদস্যরা ।
 বিকালে , বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন কমঃ জীবন রায় । সভাপতিত্ব করেন কমঃ অজিত মুখার্জী । 






















          





Tuesday 5 August 2014

ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে পালিত হল কমরেড মুজফ্ফর আহমেদ এর ১২৬-তম জন্মদিবস ও কমরেড হরেকৃষ্ণ কোঙ্গারের জন্মশতবর্ষ ।


দুর্গাপুর , ,৫ই আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে শ্রদ্ধার সাথে পালিত হল কমরেড মুজফ্ফর আহমেদ এর ১২৬-তম জন্মদিবস ও কমরেড হরেকৃষ্ণ কোঙ্গারের জন্মশতবর্ষ ।এই উপলক্ষ্যে,আশীষ-জব্বর ভবনে ,ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )–র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে,কমরেড মুজফ্ফর আহ্মদ ও কমরেড হরেকৃষ্ণ কোঙ্গারের প্রতিকৃতিতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত সহ উভয় জোনাল কমিটির সদস্যবৃন্দ , আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দ , সর্বক্ষনের কর্মীবৃ্ন্দ ও পার্টিসদস্যরা । 

                            

Monday 4 August 2014

ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে পথসভা ।

                             


দুর্গাপুর , ৪ঠা আগষ্ট  : আজ , অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চূড়ান্ত ঔদাসিন্যতা , রাজ্য জুড়ে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাস , নারী-নির্যাতনের প্রতিবাদে , ঘরছাড়াদের অবিলম্বে ঘরে ফেরানর দাবীতে এবং আগামী ৬-৮ ই আগষ্ট বর্ধমান শহরে বামফ্র্টের ডাকে জেলার কেন্দ্রীয় জমায়েতের সমর্থনে   – ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে চন্ডিদাস বাজার মোড় ও সেইল-আবাসনের কবিগুরু মোড়ে দুটি পথসভা হয় । চন্ডিদাস বাজার মোড়ের পথসভায় বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী ও সলিল দাসগুপ্ত এবং সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার । সেইল-আবাসনের কবিগুরু মোড়ের পথসভায় বক্তা ছিলেন কমঃ স্বপন মজুমদার ও সভাপতিত্ব করেন কমঃ দিলীপ গাঙ্গুলী । বৃষ্টি-বিঘ্নিত সন্ধ্যায় উভয় পথসভায় ভাল ভীড় হয় ।