Wednesday 27 April 2022

রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৭শে এপ্রিল : আগামী কাল দিল্লিতে, রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস এর গুরুত্বপূর্ণ  বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে । সিআইটিইউ ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ সেইল ও আরআইএনএল-এর ঠিকা শ্রমিকদের স্বার্থে লাগু করার জন্য বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে। এই দাবিতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান ।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশীষতরু চক্রবর্তী, সীমান্ত চ্যাটার্জি, নিমাই ঘোষ,ললিতমোহন মিশ্র ও কালিকুমার সান্যাল। বক্তারা এই বঞ্চনার বিরুদ্ধে স্থায়ী ঠিকা শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।   একই দাবিতে,অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এম্পলিয়জ ইউনিয়ন (সিআইটিইউ) ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর যৌথ আহ্বানে অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা ও স্হায়ী শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে গতকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন । আজ অ্যালয় স্টিল প্ল্যান্টের সিজিএম ইনচার্জ (ওয়ার্কস ) অফিসে বিক্ষোভ সমাবেশ হয় । সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা ,বিশ্বজিত ধর চৌধুরী ও নিখিল কুমার দাস । আগামীকালও বিক্ষোভ সমাবেশ হবে ।











Friday 22 April 2022

ইস্পাতনগরীতে পালিত হোল কমরেড লেনিনের ১৫৩-তম জন্মদিবস – বসুন্ধরা দিবস – রেড ভলান্টিয়ার্স দিবস ।

 


দুর্গাপুর,২২শে এপ্রিল : আজ কমরেড লেনিনের ১৫৩-তম জন্মদিবস। এই উপলক্ষ্যে আজ  ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির এর পক্ষ থেকে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করেন পঙ্কজ রায় সরকার,সন্তোষ দেবরায়,দিপক ঘোষ,অজিত মন্ডল সহ উপস্হিত অন্যান্য নেতৃবৃন্দ ও পার্টি সদস্যরা। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির এর পক্ষ থেকে একটি পৃথক অনুষ্ঠানে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।সন্ধ্যায় বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।এই উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবন রায় ।বিকালে ইস্পাতনগরীর বি-জোনের ১৮ বিদ্যাসাগর এভিন্যু-এ পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্র চক্রের পক্ষ থেকে বসুন্ধরা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও চক্রের ১২১৮ জন সদস্যের প্রত্যেকে বসুন্ধরা দিবস উপলক্ষ্যে ১ টি করে গাছ লাগানোর অঙ্গীকার করা হয়। আলোচনা সভার শুরুর আগে ১০টি গাছ লাগান চক্রের সদস্যবৃন্দ ।উপস্হিত ছিলেন রামপ্রণয় গাঙ্গুলি,অরুন্ধতী ভাদুরি,প্রদ্যুৎ মুখার্জী,শচীদুলাল আকুরি প্রমুখ । সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোনে ইস্পাত রেড ভলান্টিয়ার্স টিমের পক্ষ থেকে রেড ভলান্টিয়ার্স দিবস উদযাপন করা হয় ।






















Thursday 21 April 2022

শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি” বাতিল করে পুর্নাঙ্গ বেতন-চুক্তির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২১শে এপ্রিল : আজ সকালে ,দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল এর ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি”-র বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,প্রদ্যুত মুখার্জি,গোপাল দাস,সৌরভ দত্ত,বিনোদ যাদব ও সীমান্ত চ্যাটার্জী । বক্তার ব্যাখ্যা করেন যে কিভাবে এই মউ-চু্ক্তি স্হায়ী ও ঠিকা শ্রমিকদের কেবল চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে শুধু তাই নয়,এই চুক্তি শ্রমিকদের প্রতি চরম অবজ্ঞা,অমর্যাদা ও অমানবিকতর নিদর্শন । এই চুক্তিতে তরুন স্হায়ী শ্রমিকদেরও চরম বঞ্চনা করা হয়েছে । অথচ কোভিড অতিমারীর মধ্যে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা একযোগে কাজ করে সেইলের উৎপাদন সুউচ্চ পর্যায় পৌঁছে দিয়ে রেকর্ড পরিমানে সর্বকালীন সেরা মুনাফা অর্জন করতে সহয়তা করেছেন । ২০২১-২২ আর্থিক বছরের প্রথম ছয় মাসে সেইলের নিট মুনাফা প্রায় ৯০০০ হাজার কোটি টাকা ছুঁয়েছে। এর ফলে সেইল “মহা-রত্ন” রাষ্ট্রায়ত্ব সংস্হার মধ্যে তৃতীয় স্হান অধিকার করেছেন । অফিসারদের বেতন ও এরিয়ার পাল্লা দিয়ে ব্যাপক বৃদ্ধি হলেও,শ্রমিকদের ছিঁটেফোঁটাও জোটে নি । ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির বাইরে রাখা হয়েছে । বক্তারা আরও বলেন যে অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে,এনপিএস চাপানো যাবে না,এইচআরএ দিতে হবে,টাউনশীপ ও হাসপাতাল পরিষেবার আধুনিকীকরন করতে হবে। এছাড়াও  অন্যান্য দাবি-দাওয়ার সুষ্ঠ মীমাংসা করতে হবে।সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দলের পক্ষ থেকে ইডি( ওয়ার্কস ) এর কাছে এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারক-লিপি জমা দেওয়া হয় । আগামী ২৮শে এপ্রিল দিল্লিতে বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস এর সভা অনুষ্ঠিত হবে।







Wednesday 20 April 2022

ইস্পাত ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তির দাবিতে সোচ্চার হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ।

 


দুর্গাপুর,২০শে এপ্রিল : কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক ও ৫৪,০০০ স্হায়ী শ্রমিক । কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা সেইল বর্তমানে “নবরত্ন” সংস্হা গুলির মধ্যে তৃতীয় স্হানে আছে । করোনা অতিমারীর মধ্যেও ইস্পাত শ্রমিকদের অসাধারন কর্মপ্রচেষ্টার ফলে সেইল অতি মুনাফা করে চলেছে। এই কর্মপ্রচেষ্টার মধ্যে সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত ঠিকা শ্রমিকদের অসামান্য ভুমিকা কে নূন্যতম স্বীকৃতি দিতে চাইছে না মোদি সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । ইতিমধ্যে সেইল ও আরআইএনএল-এর বেতন-চুক্তির জন্য যে কালা মউ-চুক্তি করা হয়েছে,সিআইটিইউ সেই চুক্তি কে শ্রমিক-বিরোধী আখ্যা দিয়ে সই করে নি । এই চুক্তিতে স্হায়ী শ্রমিকদের চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ ভাবে বাইরে রেখে কর্তৃপক্ষ তাদের প্রতি চুড়ান্ত অসম্মান প্রদর্শন করছে বলে অভিযোগ জানিয়ে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর স্হায়ী শ্রমিকদের সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) । সংগঠনের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী তীব্র ক্ষোভ জানিয়ে বলেছেন যে সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের ঠিকাদারদের তীব্র শোষনের মুখে ঠেলে দিয়েছে । অথচ স্হায়ী শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎপাদন করে ঠিকা শ্রমিকরা সেইল-আরআইএনএল এর রেকর্ড উৎপাদন,অতি মুনাফা করার জন্য কাজ করে চলেছেন । তাদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,ভিডিএ,পিএফ-ইএসআই এর বাধ্যতমূলক অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মুর্তির সামনে প্রতিবাদ সমাবেশ থেকে আগমী ২৮শে এপ্রিল বেতন-চুক্তির আলোচনায় সমস্ত শ্রমিক ইউনিয়ন ও কর্তৃপক্ষের মিলিত ভাবে ঠিকা শ্রমিকদের সমস্ত বকেয়া দাবির সুরাহা সহ বেতন-চুক্তি করার জোড়ালো দাবি জানানো হয় । সমাবেশে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী ।




Sunday 17 April 2022

শিশু-নাবালিকা-নারীদের উপর রাজ্যে শাসকদলের ক্রমবর্ধমান যৌন-সন্ত্রাস ও অসহনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,১২ই এপ্রিল: আজ বিকালে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে,হাঁসখালি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শিশু-নাবালিকা-নারীদের উপর শাসকদলের ক্রমবর্ধমান যৌন-সন্ত্রাস ও অসহনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে ইস্পাতনগরীর বি-জোনে একটি মিছিল বেরোয়। বি-জোনের ভারতী রোড থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল উইলিয়াম কেরী মোড়ে শেষ হয় । মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,সীমান্ত চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।














Tuesday 12 April 2022

ইস্পাতনগরীতে পালিত হোল জাতীয় পথ নাটক দিবস ।

 


দুর্গাপুর,১২ই এপ্রিল: আজ সকালে,দুর্গাপুরের সাংস্কৃতিক দল সমুহের পক্ষ থেকে জাতীয় পথ নাটক দিবস পালন করা হল ইস্পাতনগরীর এ-জোন মেজর পার্কের উন্মুক্ত প্রাঙ্গণে। বৈপ্লবিক নাট্যকার,নাট্য পরিচালক ও অভিনেতা শহীদ সফদার হাসমীর ৬৯-তম জন্মদিনে জাতীয় পথ নাটক দিবসে ভারতীয় গণনাট্য সংঘ, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, জনবাদী লেখক সংঘ, শিল্পায়ন, রম্যবীণা, লহরী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সম্মিলিত উদ্যোগে এই অনুষ্ঠানে সংগীত,আবৃত্তি,পথ নাটক, আলোচনার মাধ্যমে শহীদ সফদার হাসমীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ও বহু দর্শক ।