Wednesday 31 August 2022

ইস্পাতনগরীতে পালিত হল খাদ্য ও গণআন্দোলনের অমর শহীদ দিবস ।

 


দুর্গাপুর,৩১শে আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে খাদ্য ও গণআন্দোলনের অমর শহীদ দিবস । ১৯৫৯ সালে খাদ্যের দাবীতে , কমিউনিষ্ট পার্টি ও বামপন্হী দলগুলির ডাকে আন্দোলনরত মানুষের উপরে লাঠি-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ এবং ৮০ জন নিরস্ত্র মানুষকে অবলীলায় ঠান্ডা মাথায় খুন করে এবং ৩০০০ এর বেশী মানুষকে আহত করে । ৩ দিনে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ ও কং গুন্ডাদের হাতে ২১৫ জন মারা যায় ।  ১৯৭৮ সাল থেকে বামফ্রন্টের পক্ষ থেকে এই দিনটি খাদ্য ও গণ–আন্দোলনের শহীদ দিবস হিসাবে পালন করা হয় ।সকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির উদ্যোগে মূল অনুষ্ঠানটি পালিত হয় আশীষ – জব্বর ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শহীদবেদিতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,অজিত মন্ডল প্রমুখ। ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে ২৫টি শাখার প্রত্যেকটিতে রক্তপতাকা উত্তোলন করা হয় এবং শহীদবেদিতে মাল্যদান করা হয় । গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত ২ আঞ্চলিক কমিটি ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন গুলির  পক্ষে আশিস মার্কেটে শহীদবেদিতে মাল্যদান করা হয় ।

 বিকালে,এডিএম এর কাছে বিক্ষোভ জানিয়ে পার্টির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় ।













































Tuesday 30 August 2022

দুর্গাপুর ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীদের পৌর-বিক্ষোভ।

 


দুর্গাপুর,৩০শে আগস্ট : আজ বিকালে, ইস্পাতনগরীর সেক্টর সমন্বয় ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির আহ্বানে দুর্গাপুর ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসীবৃন্দ দলে দলে দুর্গাপুর পৌর নিগমের ১ নং বরো অফিসে বস্তিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়ার অবিলম্বে সমাধানের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন ।

 ২০১৭ সালে দুর্গাপুরের পৌর নির্বাচনে ভয়াবহ রিগিং করে ক্ষমতায় আসীন হয়েছিল বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ড ।নির্বাচনের দিনে প্রায় ২০০০০ হাজার সশস্ত্র দুষ্কৃতি কে জড়ো করে দুর্গাপুরের পৌর নির্বাচন ‘জিতে’ ছিলেন তৃণমূলের বর্তমান কাউন্সিলাররা,এই অভিযোগ আগেই ছিল ।এর সাথে বর্তমানে যুক্ত হয়েছে বল্গাহীন দূর্ণীতি,কাটমানি,ধারাবাহিক অকর্মণ্যতা-অপব্যয়-অপচয়। আজ এই অভিযোগ এনে সরব হলেন বক্তারা । এই সব অভিযোগের অবিলম্বে প্রতিবিধান করার দাবি জানানোর পাশাপাশি,সরকরি ঘোষনা অনুযায়ী সকল মহিলা কে লক্ষীর ভাণ্ডারের ভাতা,বিধবা ও বৃদ্ধদের বিধবা ও বার্ধক্য ভাতা প্রদান,পরিশ্রুত পানীয় জলের ব্যবস্হা ও বর্তমান ব্যবস্হা উন্নতিকরন,বস্তির নাগরিকদের বাসস্হানের পাট্টা,ডেঙ্গু সহ সংক্রামক রোগের প্রতিরোধের জন্য কার্যকরি ব্যবস্হা,জঙ্গল,কমিউনিটি ল্যাট্রিন, ড্রেন ও পয়োঃপ্রনলী ব্যবস্হার নিয়মিত সাফাই,শিশু শিক্ষা ও আইসিডিএস কেন্দ্রের পূর্ণাঙ্গ সংস্কার,বরোর সমস্ত নাগরিকের রেশন কার্ড ও সকল গরীব মানুষ কে বিপিএল কার্ড প্রদান সুনিশ্চিত করা,সমস্ত পরিবার কে ‘স্বাস্হ্য সাথী’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা ও চিকিৎসা পেতে হয়রানি বন্ধ প্রভৃতি দাবিতে অবস্হান- বিক্ষোভ সমাবেশ চলে। আগের থেকে জানানো থাকলেও,বরো চেয়ারম্যান রীনা চৌধুরী বিক্ষোভ-সমাবেশ চলার সময় ‘অনুপস্হিত’ ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বরো চেয়ারম্যানের ‘অনুপস্হিত’ নিয়ে কটাক্ষ ছুঁড়ে বক্তারা হুঁশিয়ার দেন যে পালিয়ে গিয়ে কোন লাভ হবে না। ইতিমধ্যে দুর্গাপুর পৌর নিগমের মেয়াদ শেষ হওয়ার মুখে কিন্তু নির্বাচন ঘোষনা না করে শাসক তৃণমুল কংগ্রেস খিড়কি দরজা দিয়ে পুনরায় দুর্গাপুর পৌর নিগমের “দখল” করার চেষ্টা করছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে বস্তিবাসিদের সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। প্রয়োজনে টানা অবস্হান- বিক্ষোভ চলবে। বক্তব্য রাখেন স্বপন সরকার,সীমন্ত চ্যাটার্জী,মহাব্রত কুণ্ডু,আশিসতরু চক্রবর্তি ও মৃনাল মুখার্জি । সমাবেশ চলাকালিন এক প্রতিনধি দল বরো দফ্তরে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেয় ।