Monday 28 February 2022

আনিস-হত্যাকাণ্ডের প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে ইস্পাতনগরীর পথে নামলেন সাংস্কৃতিক কর্মীরা।

 


দুর্গাপুর,২৮শে ফেব্রু: - হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আবার উত্তাল হোল ইস্পাতনগরী। এবার ইস্পাতনগরীর পথে নামলেন সাংস্কৃতিক কর্মীরা। আনিস-হত্যাকাণ্ডের প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে আজ বিকালে ইস্পাতনগরীর এ-জোন এর নেতাজী ভবন থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংস্হার সম্মিলিত পদযাত্রা শুরু হয় । ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নিউটন মোড়ে পদযাত্রা শেষ হয়। মিছিলে ছিলেন দিপক দেব,সলিল দাসগুপ্ত,স্বপন মজুমদার,সীমান্ত তরফদার সহ বিশিষ্ট শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবিরা।পরে ,নিউটন ফাঁড়িতে স্মারক লিপি জমা দেওয়া হয় ।

 এদিকে আজ দুপুরে,পার্টির ডাকে শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে বিশাল মিছিল বেরিয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে গতকাল রাজ্যে ১০৮ টি পৌরসভার নির্বাচনে পুলিশের সহযোগিতায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিরঙ্কুস ভোট লুঠের অভিযোগে তুমুল বিক্ষোভ দেখায়।


































ইস্পাতনগরীতে পালিত হোল ‘জাতীয় বিজ্ঞান দিবস’ ।

 


দুর্গাপুর,২৮শে ফেব্রু : আজ জাতীয় বিজ্ঞান দিবস। এই উপলক্ষ্যে,কিশোর বাহিনীর দুর্গাপুর ইস্পাত অঞ্চল পরিষদের পক্ষ থেকে ট্র্যাঙ্ক রোডের সুকান্ত মঞ্চে আজ বিকালে কিশোর-কিশোরীদের কাছে জাতীয় বিজ্ঞান দিবসের তাৎপর্য ও হাতেকলমে বিজ্ঞানের প্রয়োগের এক মনোজ্ঞ আলোচনা ও কর্মশালার আয়োজন করা হয় । বিশিষ্ট বিজ্ঞানকর্মী রামপ্রনয় গাঙ্গুলি ও কে.এফ.আর সিদ্দিকি আলোচনা ও বিজ্ঞানের প্রয়োগ করে দেখান । অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন দত্ত । 



Sunday 27 February 2022

ইস্পাতনগরীতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে দু-দিন ব্যাপি ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতা হোল ।

 


দুর্গাপুর,২৭শে ফেব্রু: - ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির উদ্যোগে গতকাল ইস্পাতনগরীর ভারতী ভলিবল মাঠে অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের বসে আঁকো প্রতিযোগীতা । মোট ৫০ জন এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন । আজ সকালে কাশিরাম থেকে ভারতী ভলিবল মাঠ পর্যন্ত ৫ কিমি দৌড়ে অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। প্রথম স্হান অধিকার করেন সঞ্জীব শর্ম্মা। পরে ভারতী ভলিবল মাঠে অনুষ্ঠিত সারা দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় ১১০ জন অংশগ্রহন করেন। ডিওয়াইএফআই এর দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষে চঞ্চল মুখার্জি জানিয়েছেন যে ইস্পাতনগরীর ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । উপস্হিত ছিলেন অসংখ্য ক্রীড়ামোদী,প্রাক্তন ক্রীড়াবিদ সহ বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব সুখময় বোস,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার প্রমুখ ।















Tuesday 22 February 2022

সিআইটিইউ এর চাপে দুর্গাপুর ইস্পাত কারখানায় নিহত ঠিকা শ্রমিকদের পোষ্যের চাকরীর : ২০ বছর পরে আবার আধুনিকিকরন-সম্প্রসারনের সম্ভাবনা।

 


দুর্গাপুর,২২শে ফেব্রুঃ : গত ১৮ই ফেব্রুঃ, দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ গ্যাস-বিষক্রিয়ার দুর্ঘটনায় নিহত ৩ ঠিকা শ্রমিকের পোষ্যদের ৭ দিনের মধ্যে স্হায়ী চাকুরীর দাবি মানতে বাধ্য হল কারখানার কর্তৃপক্ষ। আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এক প্রতিনিধি দল দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দিতে গেলে,কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কথা জানানো হয় বলে ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানান ।বিগত বেশ কয়েক বছর ধরে, সিআইটিইউ এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানায় সুরক্ষা-নিরাপত্তার যথাযথ করার দাবিতে ,লাগাতার আন্দোলন করছে । গত  ১৮ই ফেব্রুঃ দুর্ঘটনার পরেই সিআইটিইউ এর পক্ষ থেকে বৃহৎ সমাবেশ করে কর্তৃপক্ষ কে অবিলম্বে নিহত ৩ ঠিকা শ্রমিকের পোষ্যদের স্হায়ী চাকুরী সহ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা ও সুরক্ষা-নিরাপত্তার যথাযথ করার দাবি গুলি অবিলম্বে মানার জন্য হুঁশিয়ারী দেওয়া হয় । সমাবেশে আরও যে দাবি গুলি করা হয়েছিল,সেই বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনার ফলাফল বিস্তারিত ভাবে তুলে ধরেন বিশ্বরূপ ব্যানার্জি । তিনি জানান যে ঐ ঘটনার দিনে দায়িত্ব প্রাপ্ত দুই আধিকারিক কে সাসপেন্ড করা হয়েছে । এছাড়াও আগেই দুর্ঘটনায় নিহত ৩ জন স্হায়ী শ্রমিক ও ১জন আধিকরিকের পোষ্যদের স্হায়ী চাকুরীর বিষয় বিবেচনা করবে বলে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, সিআইটিইউ এর দীর্ঘদিনের দাবি মেনে বিভাগীয় সেফটি কমিটির সাথে আগামী মার্চ মাস থেকে বৈঠক চালু করার জন্য কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে । ১৮ই ফেব্রুঃ দুর্ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করবে বলে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। তবে তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখার বিষয়টি বিবেচনাধীন বলে কর্তৃপক্ষ জানিয়েছে । এছাড়াও সমগ্র কারখানায় সুরক্ষা-নিরাপত্তার বিষয়ে নিরাপত্তাহীনতার মনন প্রসঙ্গে যথাযথ সমীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সিআইটিইউ এর পক্ষ থেকে আবারও ঐ দিনের কারখানার দুর্ঘটনাগ্রস্হ শ্রমিকদের উদ্ধারে গরিমসি ও অক্সিজেন সরবরাহের ব্যবস্হা না রাখার জন্য দোষীদের এবং ঐ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের( এর আগেও ডিএসপি ও ইস্কো কারখানায় অনুরূপ দুর্ঘটনায় দায়ী ) কঠোর শাস্তির দাবি জানায় । এছাড়াও সিআইটিইউ এর পক্ষ থেকে সমীক্ষায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে । সমীক্ষায় জানা গেছে যে সম্পূর্ন নিয়ম বহির্ভূতভাবে এক শ্রেনীর আধিকারিক – ঠিকাদারের যোগসাজসে ঠিকা শ্রমিকদের লাগাতার পরপর শিফটে কাজ করতে বাধ্য করেছে । এক্ষেত্রেও দোষীদের খুঁজে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে । বিশ্বরূপ ব্যানার্জি আরও বলেন যে সিআইটিইউ এর লাগাতার আন্দোলনের ফলে সেইল দুর্গাপুর ইস্পাত কারখানায় ২০ বছর পরে আবার আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য বিনিয়োগ করতে চলেছে । এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানায় সর্বোচ্চ উৎপাদন ও মুনাফা হচ্ছে । এই সময়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় ‘ব্লাড-লেস’ ইস্পাত তৈরির জন্য কর্তৃপক্ষ কে সমস্ত ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতেই হবে । এছাড়াও আজকের সমাবেশে বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয় ঝা,দেবাশিষ পাল ও পার্থ মুখার্জি ।






Monday 21 February 2022

ইস্পাতনগরীতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।

 


দুর্গাপুর,২১শে ফেব্রুঃ : আজ ইংরাজী মাস ফেব্রুয়ারীর একুশ তারিখ।কিন্তু আজ বাংলা ভাষার এক রক্তস্নাত দিন।মাতৃভাষার জন্য প্রান দিয়ে বাঙালী এক নতুন নজির সৃষ্টি করেছে।মাতৃভাষায় বলা-লেখা-শিক্ষার অধিকার অর্জন  আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ইস্পাতনগরীতে আজ মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।প্রতি বছরের মত এবারও সকাল  বেলায় বি-জোন মেজর পার্কে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি”-র উদ্যোগে  ‘ভাষা শহীদ স্মারক উদ্যানে’ অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক গুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রপ্রদর্শনী,হস্তশিল্প ও বই মেলা। উদ্যোক্তাদের পক্ষ সীমান্ত তরফদার জানিয়েছেন যে এ বছরে ৪০ টি সাংস্কৃতিক সংগঠন আজকের অনুষ্ঠানে যোগদান করেছে । সকালে শহীদ স্মারকে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।বক্তব্য রাখেন দীপক দেব,দিশারি মুখোপাধ্যায় ও সীমান্ত তরফদার । শুধু বাংলা নয়,অন্যান্য ভাষী শিল্পীরাও আজকের অনুষ্ঠানে যোগদান করে স্ব স্ব ভাষায় পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।৫০ জন স্বরচিত কবিতা পাঠ করেন । পরিবেশন করেন গান-আবৃতি-আলেখ্য-নাটক।এছাড়াও অনুষ্ঠিত হয় সিক্সথ ডায়মেনশন শিল্পী-গোষ্ঠীর ২০ জন শিল্পী চিত্রাঙ্কন করেন। উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব) এর পূর্বতন বিধায়ক সন্তোষ দেব রায়, সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।