Monday 30 May 2022

ইস্পাতনগরীতে সিআইটিইউ এর ৫২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হোল।

 


দুর্গাপুর,৩০শে মে : আজ ৩০শে মে। ইস্পাতনগরীতে সিআইটিইউ এর ৫২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হোল। প্রতিষ্ঠার সময় থেকে সিআইটিইউ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের সংগ্রামের প্রতীক হয়ে ওঠে যা আজও সমানভাবে সংগ্রামের পথনির্দেশ করে চলেছে । আজ সকালে, ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করেন এইচএসইইউ ও এসডব্লুএফআইএর পক্ষে যথাক্রমে বিশ্বরূপ ব্যানার্জি ও ললিত মিশ্র,২/১ তিলক রোডে এইচএসইইউ এর পক্ষে বিজয় সাহা, অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে এএসপিসিইইউ এর অফিসে নবেন্দু সরকার ও চিত্তব্রত মজুমদার ভবনে ইউসিডব্লুইউ এর পক্ষে সংগঠনের পতাকা উত্তোলন করেন সঞ্চু দুবে । সন্ধ্যায় বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে সিআইটিইউ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে  আয়োজিত “রাষ্ট্রায়ত্ব শিল্প রক্ষার লড়াই আসলে দেশ রক্ষার লড়াই’-শীর্ষক আলোচনা সভায়  বক্তব্য রেখে সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাঞ্জন চক্রবর্তী বলেন যে ভারতে ১৯৯১ সালে উদারনীতি আনুষ্ঠানিক চালু হলেও প্রকৃতপক্ষে ১৯৮১ সালে আইএমএফ এর কাছে ঋনের শর্ত অনুসারে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের নামে সরকারী ও রাষ্ট্রায়ত্ব সংস্হার বেসরকরীকরন শুরু হয়। অর্জুন সেনগুপ্ত কমিটি এই  বেসরকরীকরনের রূপরেখা তৈরি করে । সিআইটিইউ এর পক্ষ থেকে বেসরকরীকরনের প্রচেষ্টার শুরু থেকে লড়াই গড়ে তোলা হয়েছে যা আজ সারা দেশের শ্রমিক আন্দোলনের অন্যতম মূখ্য লড়াইতে পরিনত হয়েছে । এছাড়া বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।























Sunday 29 May 2022

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ,চেতনায় নজরুল …. ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল সাংস্কৃতিক অনুষ্ঠান ।

 


দুর্গাপুর,২৯শে মে : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে রবীন্দ্রনাথ- নজরুল স্মরণে আয়োজিত হোল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে স্বাগত ভাষণ দিলেন কানাই বিশ্বাস।উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশন করে লহরী দুর্গাপুর। নৃত্যানুষ্ঠান পরিবেশন করে সুকান্ত কিশোর বাহিনী ,শিল্পায়ন দুর্গাপুরের পক্ষে পরিবেশন করা হয় নাটিকা সুভা।এছাড়াও ভারতীয় গণনাট্য সংঘ ইস্পাত শাখা,সুত্রানুপ্রাস ও একক শিল্পীদের পক্ষ থেকে গান,আবৃত্তি পরিবেশিত হয়।




Thursday 26 May 2022

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল রাজা রামমোহন রায়ের ২৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ।

 


দুর্গাপুর,২৬শে মে: আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে,পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটি ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর যৌথ ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হোল রাজা রামমোহন রায়ের ২৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কাজ এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা বিষয়ক আলোচনা সভা । আলোচক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শুভাশীষ মুখোপাধ্যায় ও বাঁকুড়ার পাঁচমুড়া কলেজের অধ্যাপিকা সুগন্ধা রায় । আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২-তম জন্মদিবস । রাজা রামমোহন রায় ও কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে সভার কাজ শুরু হয় । উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সঙ্ঘের দুর্গাপুর ইস্পাত শাখা । স্বাগত ভাষন দেন পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির সভাপতি কানাই বিশ্বাস ।

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড ( এফএসএনএল ) কে বেসরকারীকরনের প্রয়াসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ।

 


দুর্গাপুর,২৬শে মে : কেন্দ্রের মোদি সরকার কি ঘুরপথে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী ‘নবরত্ন’ সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ( সেইল ) এর বিলগ্নীকরন/বেসরকারীকরনের দিকে এগোচ্ছে ?তীব্র শ্রমিক আন্দোলনের চাপে পরে সেইল এর অ্যালয় স্টিল,সালেম,ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট ও ভাইজাগ আরআইএনএল স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরন এখনো মোদি সরকার করে উঠতে পারে নি ।এই অবস্হায় সেইল এর অবিচ্ছেদ্য অঙ্গ বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এনএসপিসিএল ও ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর যথাক্রমে শেয়ার বিক্রি ও বেসরকারীকরনের জন্য মোদি সরকার প্রয়াস শুরু করেছে । এর বিরুদ্ধে সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ আজ  ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড ( এফএসএনএল ) বেসরকারীকরনের জন্য মোদি সরকার প্রয়াস অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড ( এফএসএনএল ) এর অফিসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশের আগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে এক বাইক মিছিল করে অবিলম্বে বেসরকারীকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং মূল সমাবেশে যোগদান করেন । আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,হারাধন শাহি,সীমান্ত চ্যাটার্জি (সিআইটিইউ ),বিশ্বজিত বিশ্বাস (আইএনটিইউসি),অনিত মল্লিক(টিউসিসি),তরুন দাস(এআইটিইউসি),সৌরভ দাস অধিকারী(এইচএমএস) প্রমুখ। বিক্ষোভ সমাবেশ চলাকালীন ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড ( এফএসএনএল ) এর কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বেসরকারীকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ প্রতিনিধি দল স্মারক লিপি জমা দেয় ।












Wednesday 25 May 2022

সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ইস্পাত শ্রমিকদের ক্ষোভ চরমে : সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরে শ্রমিক সমাবেশ।

 


দুর্গাপুর,২৫শে মে : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ইস্পাত শ্রমিকদের ক্ষোভ চরমে উঠেছে । ইস্পাত শ্রমিকদের ২০১৭ সাল থেকে বেতন-চুক্তি বকেয়া রয়েছে । সিআইটিইউ এর নেতৃত্বে দীর্ঘ লড়াই এর পরে ২০১৯ সাল থেকে বেতন-চুক্তির আলোচনা শুরু হলেও কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি এখন অসমাপ্ত। ইতিমধ্যে ২০২১ সালে সাক্ষরিত ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি”-র বিরুদ্ধে সিআইটিইউ এর নেতৃত্বে শ্রমিকরা দল-মত নির্বিশেষ আন্দোলনে সামিল হয়েছেন। এই মউ-চু্ক্তি স্হায়ী ও ঠিকা শ্রমিকদের কেবল চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে শুধু তাই নয়,এই চুক্তি শ্রমিকদের প্রতি চরম অবজ্ঞা,অমর্যাদা ও অমানবিকতর নিদর্শন । এই চুক্তিতে তরুন স্হায়ী শ্রমিকদেরও চরম বঞ্চনা করা হয়েছে । অথচ কোভিড অতিমারীর মধ্যে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা একযোগে কাজ করে সেইলের উৎপাদন সুউচ্চ পর্যায় পৌঁছে দিয়ে রেকর্ড পরিমানে সর্বকালীন সেরা মুনাফা অর্জন করতে সহয়তা করেছেন । ২০২১-২২ আর্থিক বছরের প্রথম ছয় মাসে সেইলের নিট মুনাফা প্রায় ৯০০০ হাজার কোটি টাকা ছুঁয়েছে। এর ফলে সেইল “মহা-রত্ন” রাষ্ট্রায়ত্ব সংস্হার মধ্যে তৃতীয় স্হান অধিকার করেছেন । অফিসারদের বেতন ও এরিয়ার পাল্লা দিয়ে ব্যাপক বৃদ্ধি হলেও,শ্রমিকদের ছিঁটেফোঁটাও জোটে নি । ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির বাইরে রাখা হয়েছে । সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের ঠিকাদারদের তীব্র শোষনের মুখে ঠেলে দিয়েছে । অথচ স্হায়ী শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎপাদন করে ঠিকা শ্রমিকরা সেইল-আরআইএনএল এর রেকর্ড উৎপাদন,অতি মুনাফা করার জন্য কাজ করে চলেছেন । তাদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,ভিডিএ,পিএফ-ইএসআই এর বাধ্যতমূলক অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবি কে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ । দুর্গাপুর ইস্পাতে রাজনৈতিক কারনে ৪০০০ হাজার উচ্ছেদ ঠিকা শ্রমিক ও স্ল্যাগ ব্যাঙ্ক ও অন্যান্য বিভাগের ছাঁটাই ঠিকা শ্রমিকদের পূনর্বহাল নিয়েও চলছে লাগাতার টালবাহানা । মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাষ্টায়ত্ব ইস্পাত উৎপাদনকারি সংস্হা সেইলের বিশেষ ধরনের ইস্পাত প্রস্তুতকারি কারখানা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট,সালেম স্টিল প্ল্যান্ট ও ভদ্রাবতি স্টিল প্ল্যান্টের ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ এর পোষাকি নামের আড়ালে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া হবে । একই সাথে দুই সহযোগী সংস্হা যথাক্রমে কারখানার বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এনএসপিসিএল ও ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর শেয়ার বিক্রির জন্য মোদি সরকারের প্রয়াস শুরু করেছে ।

আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও দফতরের সামনে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সিআইটিইউ-ভুক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ – এ.এস.পি.সি.ই.ইউ-টি.সি.ই.ইউ এর যৌথ আহ্বানে এক সমাবেশে বক্তারা ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,ভিডিএ,পিএফ-ইএসআই এর বাধ্যতমূলক অন্তর্ভূক্তি সহ অবিলম্বে বেতন-চুক্তি সম্পূর্ন ,সমস্ত ধরনের বেসরকারীকরনের প্রয়াস বাতিল সহ অন্যান্য দাবিতে সোচ্চার হয়ে বৃহত্তর শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে আগামী কাল দিল্লিতে অনুষ্ঠিত বেতন-চুক্তির আলোচনায় ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন সহ অন্যান্য দাবির সম্পূর্ন ফয়সালর দাবি জানান হয় । বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,বিজয় সাহা,নিমাই ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।





Sunday 22 May 2022

দ্রবমূল্য ও জ্বালানীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দূর্ণীতির বিরুদ্ধে বিশাল মিছিল।

 


দুর্গাপুর,২২শে মে : আজ বিকালে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে ইস্পাতনগরী সংলগ্ন কৃষক আন্দোলনের ঐতিহ্য-মন্ডিত বিজড়া গ্রাম থেকে শোভাপুর গ্রাম পর্যন্ত এক বিশাল মিছিল হয় । দ্রবমূল্য ও জ্বালানীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দূর্ণীতির বিরুদ্ধে এই মিছিলে ছাত্র-যুব-মহিলাদের ব্যপক অংশগ্রহন উল্ল্যেখযোগ্য ছিল । গ্রামের মানুষ ঘরের থেকে বেরিয়ে এসে মিছিলের পাশে দাঁড়ান।মিছিল শেষে  শোভাপুর গ্রামে ভীড়ে ঠাসা সভায় বক্তব্য রেখে পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী কেন্দ্র ও রাজ্যের উভয় সরকার কে দ্রবমূল্য ও জ্বালানীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেন। একই সাথে তিনি বলেন তৃণমূল ও বিজেপি উভয় দল যে কেবল পর্বত-প্রমান দূর্ণীতিতে নিমজ্জিত তাই নয়,পরস্পরের সহযোগিতা করে চলেছে এবং সাম্প্রদায়িক বিভাজন করছে । তাই লাল ঝাণ্ডাই হোল মেহেনতী মানুষের একমাত্র ভরসাস্হল । তিনি আগামীর লড়াই কে আরো শক্তিশালী করার আহ্বান জানান।সভাপতিত্ব করেন স্বপন সরকার । উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,স্বপন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।