Monday 25 October 2021

সেইল-আরআইএনএল এর শ্রমিকদের বেতন সংক্রান্ত মউ-চুক্তির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন ইস্পাত শ্রমিকরা ।

 


দুর্গাপুর,২৫শে অক্টোঃ : গত ২২শে অক্টোবর রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল- আরআইএনএল এর  শ্রমিকদের বেতন চুক্তির জন্য এনজেসিএস এর সভায় বেতন-চুক্তি করতে চেয়ে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট স্বাক্ষর হয়।তিনটি কেন্দ্রিয় ও একটি স্হানীয় ট্রেড সই করে। সিআইটিইউ এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টে সই করেনি।বিএমএসও সই করেনি। মূল চুক্তি এখনো বাকি আছে।

  প্রসংগত,২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি বকেয়া হয়ে পড়ে আছে । কর্তৃপক্ষের এই টালবাহনার বিরুদ্ধে গত ৩০শে জুন সিআইটিইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে ইস্পাত শ্রমিকদের ঐতিহাসিক ধর্মঘটে সম্পূর্ন স্তব্ধ হয়ে যায় সেইল-আরআইএনএল।ধর্মঘটের সাফল্যে ভীত কর্তৃপক্ষ সাসপেনসন-বদলির মত প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলও ইস্পাত শ্রমিকরা সম্মানজনক বেতন-চুক্তির দাবি আদায়ের জন্য অটল আছেন । এই অবস্হায় চার ইউনয়নের বেতন সংক্রান্ত মউ-চুক্তিতে সই আগুনে ঘি ঢেলেছে । মউ-চুক্তিকে ইস্পাত শ্রমিকরা “অসম্মানজনক” মনে করে আন্দোলন শুরু করেছেন । আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) অফিসের সামনে সুবিশাল শ্রমিক সমাবেশে অবিলম্বে “অসম্মানজনক” বেতন সংক্রান্ত মউ-চুক্তি বাতিল ও সম্মানজনক বেতন-চুক্তি  ফয়সালা করার দাবি জানানো হয় । সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,স্বপন মজুমদার,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুৎ মুখার্জি । বক্তারা সর্বনাশা মউ-চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে বলেন যে এই প্রথম এনজেসিএস এর কোন চুক্তি সর্বসম্মত না হয়ে তথাকথিত সংখ্যাগরিষ্ঠতার নামে সাক্ষর করিয়ে কর্তৃপক্ষ ইস্পাত শ্রমিক আন্দোলনে অনৈক্য তৈরি করতে চাইছে। বিগত আর্থিক বছরে সেইল বিপুল মুনাফা করে অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গেছে । কিন্তু মউ-চুক্তিতে এরিয়ারের বিষয় চেপে যাওয়া হয়ছে । এরফলে কর্মরত বিশেষ করে সদ্য-নিযুক্ত এবং ২০১৭ সালের ১লা জানুঃ থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকরা বিপুল পরিমানে ন্যায্য বকেয়া অর্থের থেকে বঞ্চিত হতে চলেছেন শুধু তাই নয়,তাদের প্রভিডেন্ট ফান্ডে জমা প্রদেয় ও কোম্পানী প্রদেয় অর্থের থেকে বঞ্চিত হয়ে বিপুল লোকসান করবেন । পার্কসের ক্ষেত্রে শেষ পর্যন্ত ইউনিয়ন গুলির সর্বসস্মত ২৮% এর পরিবর্তে ২৬.৫% ও হাজিরা-কেন্দ্রিক মউ-চুক্তিতে সাক্ষর  শ্রমিকদের বেতনে বিপুল ক্ষতি ডেকে আনবে ।একই ভাবে বিভিন্ন ধরনের ন্যায্য ভর্তুকি একতরফা প্রত্যাহার ও সুষ্ঠ মীমাংসা ব্যাতিরেকে নয়া পেনশন প্রকল্প একতরফা লাগু এবং অন্যান্য বহু বকেয়া প্রাপ্য বিষয় কে মউ-চুক্তিতে রাখার ফলে শ্রমিকদের বেতনে ভারী লোকসান হতে চলেছে। সর্বোপরি এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের বিষয়ে একটি কথা না বলার মধ্য দিয়ে কায়েমী স্বার্থ রক্ষার যে চেষ্টা তা কেবল শ্রমিক-বিরোধী নয়,অত্যন্ত নিন্দনীয় । সিআইটিইউ এই শ্রমিক স্বার্থ বিরোধী মউ-চুক্তি পরিবর্তে সম্মানজনক বেতন-চু্ক্তিরর জন্য তীব্রতর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি ,দৃঢ় শ্রমিক-ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছে । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল ইডি( ওয়ার্কস ) এর কাছে এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারক-লিপি জমা দেওয়া হয় ।একই দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টে মিছিল হয়েছে । এছাড়া সেইল-আরআইএনএল এ সর্বত্র বিক্ষোভ সমাবেশ হয়ছে বলে সিআইটিইউ  এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন ।










Saturday 23 October 2021

সেইল-আরআইএনএল এর শ্রমিকদের বেতন-চুক্তিতে জট : সিআইটিইউ এর শ্রমিক কনভেনশন।

 


দুর্গাপুর,২৩শে অক্টোঃ : গত ২১ অক্টোবর রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল- আরআইএনএল এর  শ্রমিকদের বেতন চুক্তির জন্য এনজেসিএস এর সভা অনুষ্ঠিত হয়। রাত বারোটা পর্যন্ত সভা চলার পর আবার পরের দিন বেলা বারোটায় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেতন-চুক্তি করতে চেয়ে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট স্বাক্ষর হয়। মূল চুক্তি এখনো বাকি আছে। নানান নীতিগত কার্যকারিতার বিষয়ে ধোঁয়াশা থাকায় সিআইটিইউ এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টে সই করেনি। বিএমএসও সই করেনি।

আজ,দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে আহূত এক কনভেনশনে শ্রমিকদের সামনে এনজেসিএস এর সভার সমস্ত আলোচনা তুলে ধরা হয়। রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প রক্ষা এবং স্থায়ী ঠিকা শ্রমিকের স্বার্থ রক্ষার প্রশ্নে অবিলম্বে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি , ললিত মিশ্র প্রদ্যুত মুখার্জী। অ্যালয় স্টিল প্ল্যান্টেও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে সভা করে শ্রমিকদের সামনে এনজেসিএস এর সভার সমস্ত আলোচনা তুলে ধরা হয়।




Sunday 17 October 2021

ইস্পাতনগরীতে পালিত হল কমিউনিস্ট পার্টির ১০২ তম প্রতিষ্ঠা দিবস ।

 


দুর্গাপুর,১৬ই অক্টোঃ : আজ ইস্পাতনগরীতে পালিত হল কমিউনিস্ট পার্টির ১০২ তম প্রতিষ্ঠা দিবস । এই উপলক্ষে, আজ সকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে আশিস-জব্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । সকালে অপর অনুষ্ঠানে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ৫/৫ কৃত্তিবাস রোডের সংলগ্নে আয়োজিত অনুষ্ঠানে রক্তপতাকা উত্তোলন করেন স্বপন ব্যানার্জি । শহীদবেদীতে মাল্যদান করেন স্বপন ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,আল্পনা চৌধুরী, স্বপন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।













Friday 8 October 2021

দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৮ই অক্টোবর : আজ দুর্গাপুর ইস্পাত কারখানা সহ রাষ্ট্রায়ত্ব উৎপাদক সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া( সেইল)-র সর্বত্র সিআইটিইউ সহ কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ দেখালেন । আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) – এআইটিইসি – এআইইউটিইউসি – বিএমএস এর যৌথ আহ্বানে ইস্পাত শ্রমিক – কর্মচারীরা মিছিল করে কারখানার অর্জুন মূর্তির কাছে গিয়ে বিক্ষোভে যোগদান করেন । অবিলম্বে ভিলাই ও বোকারো ইস্পাত কারখানার আন্দোলনরত শ্রমিকদের ওপর থেকে সাসপেনসন ও বদলির সিদ্ধান্ত প্রত্যাহার , ২০১৭ এর ১লা জানুঃ থেকে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের বকেয়া বেতন-চুক্তির অবিলম্বে সম্মানজনক ফয়সালা ও সাথে সাথে বকেয়া বিষয় গুলির ফয়সালার দাবিতে এই বিক্ষোভ চলে । আন্দোলনরত ইউনিয়ন গুলির পক্ষে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( পি অ্যান্ড এ)এর কাছে এই বিষয়ে যৌথ দাবি-সম্বলিত দাবিপত্র জমা দিয়েছেন যৌথ প্রতিনিধিবৃন্দ ।











Thursday 7 October 2021

প্রকাশিত হল কিশোরজগৎ পত্রিকার শারদ সংখ্যা।

 


দুর্গাপুর,৭ই অক্টোবর ঃ আজ দুপুরে,ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে প্রকাশিত হোল কিশোর-বাহিনীর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মুখপত্র কিশোরজগৎ পত্রিকার ২০২১ এর শারদ সংখ্যা। উপস্হিত ছিলেন কিশোরজগৎ পত্রিকার সম্পাদক ধীরেন্দ্রনাথ শূর, কিশোর-বাহিনীর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার সংগঠক প্রবোধ মন্ডল,আবেদা বেগম চৌধুরী,নিরঞ্জন পাল,সুমন দত্ত সহ দুর্গাপুরের কিশোর-বাহিনীর একাধিক শাখার সংগঠক,সদস্য ও অভিভাবক বৃন্দ । এছাড়াও উপস্হিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অজয় বন্দ্যোপাধ্যায়,সন্তোষ কুমার বিশ্বাস,ক্ষুদে সাহিত্যিক অন্তরীপ দাস,প্রত্যুষা মন্ডল,সুদক্ষিনা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন দুর্গাপুরের কিশোর-বাহিনীর বিভিন্ন শাখা। কিশোরজগৎ পত্রিকার এবারের শারদ সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন কাটোয়ার শিশু শিল্পী অন্যন্যা দাস। প্রচ্ছদ নির্বাচনের জন্য অঙ্কন প্রতিযোগীতার সফল প্রতিযোগীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়ার সাথে এই শারদ সংখ্যায় প্রকাশিত ২৫ জন ক্ষুদে সাহিত্যিক ও শিল্পীর হাতে একটি এই শারদ সংখ্যা ও ৫০ টাকার সাম্মানিক পত্রিকার পক্ষ থেকে তুলে দেওয়া হয় । বক্তব্য রাখেন ধীরেন্দ্রনাথ শূর ও প্রবোধ মন্ডল । গল্প-বড় গল্প – বিজ্ঞান – ক্রীড়া – ভ্রমন সহ নানা বিষয়ে লেখা এবারের কিশোরজগৎ পত্রিকার শারদ সংখ্যা জমজমাট ।










Tuesday 5 October 2021

লখিমপুর খেরিতে কৃষক-হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজও ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,৫ই অক্টোঃ গতকালের পর আজও লখিমপুর খেরিতে কৃষক-হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল । এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ বিকালে ইস্পাতনগরীতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ আহ্বানে একটি মিছিল আশিস মার্কেট থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে আশিস মার্কেট শেষ হয় । মিছিলে ছিলেন নির্মল ভট্টাচার্য,জীবন আইচ,পার্থ মুখার্জি প্রমুখ ।










Monday 4 October 2021

লখিমপুর খেরিতে কৃষক-হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল : ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৪ঠা অক্টোঃ গত কাল বিজেপি-শাসিত উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে অবিলম্বে মোদি সরকারের দানবিক কৃষি-আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত-রত কৃষকদের উপরে গাড়ীর কনভয় চালিয়ে ও গুলি করে ৪ জন কৃষক কে খুন করে মোদি মন্ত্রীসভার স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র । এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ আহ্বানে একটি মিছিল বি-জোন মেইনটেন্যান্স থেকে বেরিয়ে চন্ডিদাস বাজার হয়ে কাশীরাম দাস রোটারি পর্যন্ত যায় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

   এদিকে,আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন-মূর্তির সামনে ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক চকের সামনে ইস্পাত শ্রমিকরা অবিলম্বে ভিলাই ও বোকারোর আন্দোলনরত ইস্পাত শ্রমিকদের উপরে সেইল কর্তৃপক্ষের প্রতিহিংসামূলক সাসপেন্সন ও বদলির নির্দেশ প্রত্যাহার ,অবিলম্বে বোনাস ও বেতন-চুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ।