Tuesday 28 February 2023

ইস্পাতনগরীতে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হোল কর্মশালা ।

 


দুর্গাপুর,২৮শে ফেব্রুঃ: আজ,পঃবঃ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ইস্পাতনগরীতে পালিত হোল জাতীয় বিজ্ঞান দিবস। এই উপলক্ষে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হোল আলোচনা সভা ও ভেষজ আবির তৈরির কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন দেবব্রত চৌধুরী ও মিথি চক্রবর্তী । বিজ্ঞান চর্চার প্রসারের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন অরুন্ধতি ভাদুরি ও প্রদ্যুত মুখার্জি।









Monday 27 February 2023

প্রয়াত পার্টি সদস্য ।

 


দুর্গাপুর,২৭শে ফেব্রুঃ: দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় গতকাল প্রয়াত হয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির শাখা সদস্য দিপক চক্রবর্তি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। আজ সকালে তাঁর মরদেহ শহীদ আশিস-জব্বার ভবনে নিয়ে আসা হলে মরদেহে রক্তপতাকা দিয়ে ঢেকে দেন এরিয়া সম্পাদক অজিত মন্ডল। মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান অজিত মন্ডল,সন্তোষ দেবরায়,মিতা ভট্টাচার্য ,দেবব্রত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে তাঁর ও পরিবারের ইচ্ছানুসারে গবেষনার জন্য স্হানীয় এক বেসরকারী মেডিক্যাল কলেজের হাতে তাঁর মরদেহ তুলে দেওয়া হয়। তাঁর স্ত্রী ( পার্টি সভ্যা ),দুই কন্যা ও জামাই এবং দৌহিত্ররা বর্তমান ।

সংক্ষিপ্ত জীবনী : ১৯৭৬ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে কাজে যোগ দেন ও ২০০৬ সালে অবসর গ্রহন করেন । কর্মস্হলে প্রথম থেকেই তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সভ্যপদ গ্রহন করেন ও পরে বিভাগীয় কমিটিতে নির্বাচিত হয়েছিলেন।১৯৯১ সালে পার্টি সভ্যপদ লাভ করেন ।পরে শাখা সম্পাদক ও সেক্টর কনভেনরের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্হতার মধ্যেও তিনি পার্টি সদস্যের দায়িত্ব পালন করেছেন।

 

Saturday 25 February 2023

ইস্পাতনগরীতে পার্টির ডাকে মিছিল ।

 


দুর্গাপুর,২৫শে ফেব্রুঃ : আজ বিকালে, আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর বি-জোনের চন্ডিদাস সেক্টর অফিস থেকে মিছিল বেড়িয়ে বিভিন্ন রাস্তা ঘুরে সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ ) –এ শেষ হয় । মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী বাজেট ও নীতি ,আদানি গ্রুপ-এসএসসি কেলেংকারি সহ উভয় সরকারের পর্বত-প্রমান দুর্ণীতির বিরুদ্ধে জোরদার লড়াই গড়ে তোলার আহ্বান জানানো হয়।মিছিলে ছিলেন স্বপন সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।



















Tuesday 21 February 2023

ইস্পাতনগরীতে পালিত হল অমর একুশ ।

 


দুর্গাপুর,২১শে ফেব্রুঃ : আজ বাংলা ভাষার এক রক্তস্নাত দিন।মাতৃভাষার জন্য প্রান দিয়ে বাঙালী এক নতুন নজির সৃষ্টি করেছে।মাতৃভাষায় বলা-লেখা-শিক্ষার অধিকার অর্জন  আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ইস্পাতনগরীতে আজ মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।প্রতি বছরের মত এবারও সকাল  বেলায় বি-জোন মেজর পার্কে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি”-র উদ্যোগে  ‘ভাষা শহীদ স্মারক উদ্যানে’ অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক গুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান-হস্তশিল্প ও বই মেলা । উদ্যোক্তাদের পক্ষ সীমান্ত তরফদার জানিয়েছেন যে এ বছরে ২০ টি সাংস্কৃতিক সংগঠন আজকের অনুষ্ঠানে যোগদান করেছে । সকালে শহীদ স্মারকে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । শুধু বাংলা নয়,অন্যান্য ভাষী শিল্পীরাও আজকের অনুষ্ঠানে যোগদান করে স্ব স্ব ভাষায় পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করেন গান-আবৃতি-আলেখ্য-নাটক।এছাড়াও অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন । উপস্হিত ছিলেন,রথিন রায়,দীপক দেব,কানাই বিশ্বাস,পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি,দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) দীপেন্দু ঘোষ প্রমুখ।