Saturday 28 February 2015

সি.আই.টি.ইউ. এর আসন্ন নবম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল , “ আক্রান্ত গণতন্ত্র “ – শীর্ষক আলোচনাসভা ।

     
                                                

দুর্গাপুর , ২৮শে ফেব্রু : আজ , ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) সি.আই.টি.ইউ. এর আসন্ন নবম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল , “ আক্রান্ত গণতন্ত্র “ – শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আগামী ২-৩ মার্চ দুর্গাপুরে  সি.আই.টি.ইউ. এর  নবম বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে এই সম্মেলন উপলক্ষ্যে সমগ্র দুর্গাপুর জুড়ে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে ।  আজকের আলোচনাসভায় আলোচক হিসাবে উপস্হিত ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী । অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন যে আজ পঃ বঙ্গে আক্রান্ত মানুষ , আক্রান্ত গনতন্ত্র । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংবিধান ,গনতন্ত্রের প্রতি দায়বদ্ধতার বদলে দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন । এই দলতন্ত্রের পরিনতিতে রাজ্য জুড়ে চলছে নৈরাজ্য , বেড়ে চলছে খুন-ধর্ষন-তোলাবাজী । অথচ শ্রীমতি মমতা ব্যানার্জী এই সব ঘটনাকে তুচ্ছ ঘঠনা বলে উড়িয়ে দিচ্ছেন । অপরদিকে , প্রতিবাদী কন্ঠস্বরকে দমানোর জন্য পুলিশী-নির্যাতন , শারীরিক আক্রমন থেকে খুন – সবই চলছে অবাধে । আজকে পঃ বঙ্গে যে ভয়ংকর আঁধার নেমে এসেছে । আক্রমনের শিকার হচ্ছেন সাধারন মানুষ,বিরোধী রাজনৈতিক দলের কর্মী-নেতারা , এমনকি খোদ তৃণমূল কংগ্রেসের লোকজন । এর বিরুদ্ধে সামগ্রিক প্রতিরোধ গড়ে তোলার জন্য অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র আবেদন করেন । চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী বলেন যে এই ভয়ংকর নৈরাজ্যকে প্রতিরোধ করতে হলে ফাঁকা রাস্তা ভরাট করতে হবে , রাস্তায় নেমেই প্রতিরোধের রাস্তা খুঁজে নিতে হবে । আলোচনাসভায় সঞ্চালক ছিলেন কবি রূপক দাস । সভার সূচনায় , অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ,চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী ও কবি রূপক দাসকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান যথাক্রমে কমঃ অজিত মুখার্জী , রথীন রায় ও অরুণ চৌধুরী ।



Saturday 21 February 2015

প্রয়াত হলেন কমঃ মঞ্জু সেনগুপ্ত ।

                                                                   

দুর্গাপুর , ২১শে ফেব্রুঃ : স্বল্প রোগভোগের পর নিজ বাসভবনে গত ১৯শে ফেব্রুঃ  প্রয়াত হয়ছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ডিএস-৫ আঞ্চলিক কমিটির ডিভিসি – হর্ষবর্ধন শাখার এজি সদস্যা কমঃ মঞ্জু সেনগুপ্ত । মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৬৮ । তিনি মহিলা সংগঠন ও গনতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন । তাঁর এক কন্যা ও দুই পুত্র বর্তমান ।
 

Sunday 8 February 2015

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর বর্ধমান জেলার ৩০-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ।

                                                                  

দুর্গাপুর , ৮ই ফেব্রুঃ :আজ,ইস্পাতনগরীর লালা লাজপৎ রায় রোড ময়দানে  দুর্গপুর কিশোর বাহিনী ইস্পাত অঞ্চল সমিতি ও দুর্গপুর রেফারিজ অ্যাসোসিয়েশনের সহয়তায় অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর বর্ধমান জেলার ৩০-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা । জেলার বিভিন্ন অঞ্চলে কিশোর বাহিনীর স্হানীয় স্তরের প্রতিযোগীতায় বিজয়ী ১ম স্হানাধিকারীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে । ৪টি বিভাগে মোট ১২০ টি ইভেন্টে ১০০জন ছেলে-মেয়ে অংশ নিয়েছেন ।

  অনুষ্ঠানের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন কিশোর বাহিনীর বর্ধমান জেলার মুখ্য সংগঠক ধীরেন্দ্রনাথ শূর । এছাড়াও উপস্হিত কার্যকরী সভানেত্রী আবেদা বেগম চৌধুরী , নিরঞ্জন পাল , সুমন দত্ত সহ জেলার বিভিন্ন অঞ্চলে কিশোর বাহিনীর সংগঠকরা। 


Monday 2 February 2015

জনজোয়ারে ভাসছে জিটি রোড ।। ন্যাশানাল হাইওয়-২ এর রঙ্গ আজ লাল ।।

                                  

 দুর্গাপুর , ২রা ফেব্রুঃ : সিআইটিইউ অন্য বামপন্হী ট্রেড ইউনিয়নের ডাকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলকে মরুভূমিতে পরিনত করার জন্য রাজ্য কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে , শ্রমিকদের কাজ থেকে উচ্ছেদ করে তৃণমূলের সন্ত্রাসের রাজত্বের কায়েমের অবসানের জন্য , অবিলম্বে বন্ধ কারখানা খোলার দাবীতে , রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের শেয়ার বিক্রি বেসরকারীকর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ , তৃণমূলের সন্ত্রাসে উচ্ছেদ শ্রমিকদের পূণর্বহাল , গ্রামাঞ্চলে প্রতিটি ব্লকে ১০০ দিনের কাজের দাবী সহ ১৪ দফা দাবীতে ফেব্রুঃ - ৪ঠা ফেব্রুঃ দুর্গাপুর থেকে বার্ণপুর পর্যন্ত পদযাত্রা আজ শুরু হল শুরু হল দুর্গাপুরের মুচিপাড়া থেকে শুরুতে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ এর পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমঃ দীপক দাসগুপ্ত তিনি পদযাত্রীদের পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানান পদযাত্রার শুরুতে ১২৮ জন পদযাত্রীদের সাথে প্রায় ৫০০০ জন পা মেলালেও , অল্পক্ষনের মধ্যে সেই সংখ্যা ১০,০০০ পার হয়ে যায়

 পদযাত্রা  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অঞ্চলে পৌঁছালে , দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী , ঠিকা শ্রমিক ও সিআইটিইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকরা বিপুল সংখ্যায় উপস্হিত হয়ে , পদযাত্রীদের অভিনন্দন জানায় ও পদযাত্রায় সামিল হয় । এখানে পদযাত্রীরা কিছু সময়ে বিরতি দিয়ে মধ্যাহ্ন ভোজন করেন । ইতিমধ্যে , ইস্পাতনগরী থেকে আসা বিশাল মিছিল পদযাত্রায় যোগদান করে । দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী , ঠিকা শ্রমিক ও সিআইটিইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকরা ও ইস্পাতনগরী থেকে আসা  ছাত্র-যুব-মহিলাদের বিশাল মিছিল পদযাত্রায় সামিল হয়ে অন্ডাল পর্যন্ত যায় ।