Friday 31 July 2020

ইস্পাতনগরীতে পালিত হল মহান সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের ১৪০-তম জন্মবার্ষিকী।


দুর্গাপুর,৩১শে জুলাই : আজ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের ১৪০-তম জন্মবার্ষিকী । ইস্পাতনগরীতে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই মহান সাহিত্যিক কে স্মরণ করা হলো । মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে সকালে ট্রাঙ্ক রোড মোড়ে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,সীমান্ত তরফদার, সুভাষচন্দ্র মিশ্র, রাজেশ্বর মিশ্র,তারকেশ্বর পাণ্ডে,ললিত মিশ্র,স্বপন মজুমদার প্রমুখ । এই উপলক্ষ্যে মৃণাল ব্যানার্জির লেখা ,”বৈচিত্রের বোধন কালে” বইটি প্রকাশ করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । সন্ধ্যায় এই উপলক্ষ্যে চিত্তব্রত মজুমদার ভবনে মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । 











Wednesday 22 July 2020

লিজ-লাইসেন্সিং সহ ইস্পাতনগরীর নাগরিক পরিষেবার একাধিক বিষয়ে সিআইটিইউ এর জোরালো দাবি,ডেপুটেশন ।


CITU meet in city from Jan 23 to 27 - DTNext.in

দুর্গাপুর,২২শে জুলাই : আজ বিকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর এক প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবন ( টি.এ. বিল্ডিং )-এ জিএম ( টিএস) এর  কাছে ডেপুটেশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে লিজ-লাইসেন্সিং সহ ইস্পাতনগরীর নাগরিক পরিষেবার একাধিক বিষয়ে জোরালো দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,মলয় ভট্টাচার্য, সীমান্ত চ্যাটার্জি,স্বপন মজুমদার প্রমুখ । জিএম ( টিএস) ছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনের একাধিক পদস্হ আধিকারিক ।
সিআইটিইউ এর পক্ষ থেকে অবিলম্বে ইস্পাত ও সহযোগি সংস্হার শ্রমিক-আধিকারিকদের ( কর্মরত ও অবসরপ্রাপ্ত ) জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সের পাশাপাশি লাইসেন্সিং কোয়ার্টার কে লিজে পরিনত করার দাবি জানানো হয় । অন্যদিকে লাইসেন্সিং কোয়ার্টারের সমস্যা ও কোয়ার্টারে বসবাসরত অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে । অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার বেহাত জমি উদ্ধার, ইস্পাতনগরীর বেআইনি নির্মান ও খাটাল বন্ধ,পরে থাকা স্কুল বিল্ডিং ও অন্যান্য বিল্ডিং এর লিজ-লাইসেন্সে এবং কুমারমঙ্গলম পার্কের অচলাবস্হা কাটানোর দাবি জানানো হয় । নিয়মিত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রাংশ, বিদ্যুৎ সরবরাহকারি তারের রক্ষনাবেক্ষন ও গাছের ডাল ছাঁটাই,রোড ও স্ট্রিট লাইট অবিলম্বে লাগানো,  নিয়মিত মিটার রিডিং ও বেআইনি বিদ্যুৎ সংযোগ বন্ধ করার দাবি জানানো হয়। দুই বেলায় নিয়মিত জল সরবরাহ ও ফিডার ক্যানেল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার জল সরবরাহের উৎসমূখে নিয়মিত পরিষ্কার ও জল সরবরাহ ব্যবস্হা মসৃন করার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগের দাবি জানানো হয় । বাড়ির ছাদ ও অন্যান্য মেরামতি,রাস্তা সারাই,জঙ্গল সাফাই এর সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার জনস্বাস্হ্য দফ্তর এর দক্ষতা বৃদ্ধি করে ইস্পাতনগরীতে রোগ প্রতিরোধ ও মশা-মাছি- সাপের উপদ্রব বন্ধ করার জন্য  বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছড়ানোর দাবি জানানো হয় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে আগে নগর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মেরামতির বিষয়ে ইউনিয়ন গুলি কে আগাম খবর দেওয়া হত । ইস্পাতনগরী বাসিন্দাদের স্বার্থে এই ব্যবস্হা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে । তিনি আরও জানিয়েছেন যে কর্তৃপক্ষ দাবি গুলির যৌক্তিকতা স্বীকার করে অবিলম্বে ব্যবস্হা গ্রহনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ইউনিয়ন গুলি কে জানাবার আশ্বস দিয়েছে । আজ এই দাবি গুলিতে ইউনিয়ন এর পক্ষ থেকে টি.এ. বিল্ডিং এ বিক্ষোভ সমাবেশ এর ডাক দেওয়া হয়েছিল । কিন্তু টি.এ. বিল্ডিং সহ সামগ্রিক করোনা পরিস্হিতির কথা ভেবে ইউনিয়ন এর পক্ষ থেকে আজকের বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয় বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন ।


Friday 17 July 2020

রেলের বেসরকারিকরনের বিরুদ্ধে দুর্গাপুরে যৌথ আন্দোলন ।




দুর্গাপুর,১৭ই জুলাই : যখন দেশ জুড়ে চলছে করোনা অতিমারীর তাণ্ডব,তখন ‘রাজনীতি নয়’ এই প্রচার চালিয়ে ভারতের স্বাধীনতার অন্যতম প্রতীক সরকারি ও রাষ্ট্রায়ত্ব সংস্হা গুলি কে বিক্রি করার উদ্যোগ নিয়েছে । ভারতের অন্যতম সরকারি পরিবহন যা বর্তমানে করোনা লকডাউনের সময়েও অন্যতম পরিবহন হিসাবে কাজ করেছে,সেই রেল কে ‘বি-রাষ্ট্রিকরন’ করে কর্পোরেট-বিদেশী পুঁজির হাতে তুলে দিতে চাইছে । ১৫১ টি ট্রেন বেসরকারি হাতে তুলে দিয়ে মোদি সরকার গন পরিবহন ক্ষেত্র কে লুঠের মৃগয়া ক্ষেত্র করতে চাইছে । ঠিক যেমন করে চলছে করোনা অতিমারীর জন্য ত্রান-রেশন অথবা রাজ্যে আম্ফান কে কেন্দ্র করে চলছে অবাধ লুঠ ।মোদি সরকারের এ হেন জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যের শাসক দল নিশ্চুপ । বেসরকারিকরনের বিরুদ্ধে লাগাতার লড়াই করছেন দুর্গাপুরের শ্রমিকরা । কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের দুর্গাপুরের কেন্দ্র ও রাজ্য এর বিভিন্ন রাষ্ট্রায়ত্ব সংস্হা বেসরকারিকরন করতে চাইছে । এর বিরুদ্ধে লড়াই এর ময়দানে গড়ে উঠেছে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ আন্দোলন – সেভ দুর্গাপুর । আজ রেলের বেসরকারিকরনের বিরুদ্ধে দুর্গাপুরে প্রতিবাদে নামলেন শ্রমিকরা । আজ বিকালে দুর্গাপুর স্টেশনে ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে রেল কে বেসরকারিকরন করার বিরুদ্ধে যৌথ বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা সামিল হলেন । সমাবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার ও বিশ্বরূপ ব্যানার্জি ( সিআইটিউ),স্বপন ব্যানার্জি ( আইএনটিইউসি ),প্রমুখ । বিক্ষোভ সমাবেশ চলাকালিন এক যৌথ প্রতিনিধি দল অবিলম্বে রেলের বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রি কে লেখা চিঠি দুর্গাপুর স্টেশনের কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর জন্য স্টেশন কর্তৃপক্ষের কাছে জমা দেন ।










Thursday 16 July 2020

অরণ্য সপ্তাহে ইস্পাতনগরীতে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বৃক্ষরোপণ ।




দুর্গাপুর,১৬ই জুলাই : আজ সকালে ইস্পাতনগরীর আকবর রোডে ডি.ভি.সি. অডিটোরিয়াম সংলগ্ন অঞ্চলে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বৃক্ষরোপণ করে অরণ্য সপ্তাহ( ১৪-২০ জুলাই ) পালন করা হয় । আজকের অনুষ্ঠানে উপস্হিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহন করেন রামপ্রনয় গাঙ্গুলি, নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ,অরুন্ধতি ভাদুরী,রাজলক্ষী দে সহ বিজ্ঞান মঞ্চের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীবৃন্দ । পরে স্হানীয় বাসিন্দাদের মধ্যে চারা গাছ বিতরন করা হয় । ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ইস্পাতনগরী সহ সংশ্লিষ্ট অঞ্চলে আরও বৃক্ষরোপণ করার কর্মসূচি নেওয়া হয়েছে । 










Wednesday 15 July 2020

করোনা সংক্রমন প্রতিরোধে যথাযথ ব্যবস্হা গ্রহনের দাবি জানাল সিপিআইএম।

Communist Party of India (Marxist) - Wikipedia




দুর্গাপুর,১৫ই জুলাই : ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল সহ দুর্গাপুরে আবারও করোনা সংক্রমন ছড়াচ্ছে । দুর্গাপুর কে ‘করোনা-মুক্ত’ বলে দাবি করেছিলেন এসডিও নিজেই । অথচ সেই খোদ এসডিও দপ্তরই করোনা সংক্রমিত হয়ে পড়ে । দুর্গাপুরে রাজ্য সরকারের উচ্চপদস্হ আমলরা করোনায় আক্রান্ত হয়েছেন । প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের অনুমোদিত দুর্গাপুরের একমাত্র কোভিড হাসপাতাল সনকার রোগী-পরিষেবার মান নিয়ে।এই নিয়ে দুর্গাপুরের মানুষের মধ্যে ভয়-ভীতি ও অস্হিরতা তৈরি হচ্ছে। এই বিষয়ে অবিলম্বে প্রতিকারের দাবি জানিয়ে আজ সন্ধ্যায় সিপিআইএম এর দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে এক যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি জমা দিয়ে প্রতিকারের দাবি জানান । প্রতিনিধি দলে ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ ও স্বপন সরকার । প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি ,সুরক্ষা বিধি যথাযথ লাগু ও যথাযথ স্যানিটাইজেশন করার ক্ষেত্রে গাফিলতি পরিলক্ষিত হচ্ছে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । কোয়ারেন্টাইনের জন্য প্রয়োজনীয় সরকারি বিধি কড়াকড়ি ভাবে পালনের ক্ষেত্রে শিথিলতা দেখানো হচ্ছে ।  ভীড় এড়ানো,মাস্ক পড়ার মত জরুরী নিয়মবিধি পালন করার ক্ষেত্রে প্রশাসনের যে নজরদারি থাকার কথা তা শিথিল হয়ে পড়েছে । এমন কি পুলিশের একাংশ এই শিথিলতার শিকার হয়ে পড়ছেন । অন্য দিকে কর্তব্যরত পুলিশ কর্মিদের করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার জন্য ও তাদের যথাবিহিত সুরক্ষার জন্য সিপিআইএম এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে । বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে হৃদরোগ-ডায়বেটিস-লিভার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের ভর্তি অথবা ডায়ালেসিস করতে প্রত্যাক্ষ্যান করা হচ্ছে । এই অবস্হা অবিলম্বে বন্ধ করার ও রোগীদের ভর্তির দাবি জানানো হয়েছে । একই সাথে কোভিড টেস্ট ও করোনার রাপিড টেস্ট বৃদ্ধি এবং উপসর্গ-যুক্ত,উপসর্গ বিহীন রুগীদের খবর সংগ্রহ ও খবর পেলে যথাযথ ব্যবস্হা গ্রহনের দাবি জানানো হয়েছে ।

Monday 13 July 2020

শহীদ নিমাই অধিকারী কে স্মরণ করলেন ইস্পাত শ্রমিকরা।




দুর্গাপুর, ১৩ই জুলাই :আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট জি.টি. রোডের সংযোগ স্হলে শহীদ কমঃ নিমাই অধিকারীর শহীদবেদীতে মাল্যদান করে করলেন ইস্পাত শ্রমিকরা। ১৯৮১ সালের ১৩ই জুলাই, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের অন্যতম সংগঠক দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক কমঃ নিমাই অধিকারীরকে, ঠিকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ধর্মঘটকে সংগঠিত করার জন্য কং-আশ্রিত সমাজবিরোধীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন তাঁর স্মরণে, দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের  সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে সকালে জেনারেল শিফটে্ এর কাজ শুরু হওয়ার আগে , শহীদ-স্মরনে অনুষ্ঠান পালন করা হয়
   আজ সকালে ,অনুষ্ঠানের সূচনায় রক্তপতাকা উত্তোলন করেন হারাধন সাঁই । শহীদবেদীতে মাল্যদান করেন হারাধন সাঁই,সুবীর সেনগুপ্ত,মহাব্রত কুন্ডু,দিপক ঘোষ,নিমাই ঘোষ,কালি সান্যাল, প্রকাশতরু চক্রবর্তি প্রমুখ । বক্তব্য রাখেন সুবীর সেনগুপ্ত ।
  এবারে করোনা অতিমারীর জন্য অন্যান্য বছরের মত ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পরিচালনায় দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় শহীদ  নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি ।



Friday 10 July 2020

অবিলম্বে বাস সার্ভিস চালু,বেতন-চুক্তি সহ বকেয়া দাবিতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের বিশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচী ।




দুর্গাপুর,১০ই জুলাই : আজ দুপুরে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে এক গুচ্ছ দাবিতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের একটি  বিশাল মিছিল প্রয়োজনীয় স্বাস্হ্যবিধি মেনে দুর্গাপুর ইস্পাতের সিইও দপ্তরে যায় ও সেখানে বিক্ষোভ প্রদর্শন করে । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রদ্যুৎ মুখার্জি ও সীমান্ত চ্যাটার্জি ।  
দীর্ঘদিন ধরে সিআইটিইউ এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের রুগ্নতা এড়াতে আধুনিকিকরন ও সম্প্রসারনের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছে না। পেট্রো পণ্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজীয় জিনিষের লাগাতার মুল্য বৃদ্ধি ঘটলেও ডি.এ. কমছে অথচ এনজেসিএস এর আলোচনা সহ বেতন-চুক্তি গত ছয় বছর ধরে বকেয়া পরে আছে । গভীর আর্থিক সংকটের মুখোমুখি দুর্গাপুর ইস্পাত সহ সেইল-আরআইএনএল এর শ্রমিকরা। এখনও বকেয় বিগত এনজেসিএস এর বাড়ি-ভাতা সহ বিভিন্ন পাওনা-গণ্ডা। অন্যদিকে জমি-বাড়ি লিজ-লাইসেন্স,চিকিৎসা-জল-বিদ্যুৎ-রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয়ে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের লাগাতার টালবাহানায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে । এমন কি সিআইটিইউ এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মেইন হাসপাতালে কোভিড টেস্ট এর দাবি বারবার জানানো হলেও কর্তৃপক্ষ অগ্রাহ্য করে চলেছে । ফলে করোনা সংক্রমনের বিপদ বেড়েই চলেছে । এদিকে লকডাউনের শুরু থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক পরিবহনের বাস কর্তৃপক্ষ একক সিদ্ধান্তে বন্ধ করে দেওয়ায় মারাত্মক সমস্যার মুখোমুখি হয়েছেন শ্রমিকরা । ইতিমধ্যে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে । কিন্তু কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি । অথচ সেইলের বিভিন্ন ইউনিটে বাস চালু আছে । বক্তারা কর্তৃপক্ষ কে হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে বাস চালু সহ অন্যান্য দাবি না মানলে ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর শ্রমিক আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা । বিক্ষোভ সমাবেশ চলাকালিন, ইউনিয়ন এর এক প্রতিনিধি দল সিইও দপ্তরে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেন ।












Monday 6 July 2020

রাস্তা না পুকুর ? – রাস্তা সংস্কারের এর দাবিতে দুর্গাপুরে অবরোধ-আন্দোলন চলছে ।




দুর্গাপুর,৬ই জুলাই : গতকালের পর আজও রাস্তা সংস্কারের এর দাবিতে দুর্গাপুরে অবরোধ-আন্দোলন জারি থাকল । ডিপিএল থেকে এমএএমসি যাওয়ার রাস্তা লেনিন সরনী । শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার দু-পাশে আছে ২০টি কারখানা । স্বাভাবিক কারনে এই রাস্তায় ভারী যান বেশী চলাচল করে । কিন্তু বার বার অভিযোগ জানালেও দীর্ঘ দিন ধরে সেই রাস্তা সংস্কারের কোন রকম উদ্যোগ তৃণমূল-পরিচালিত পুরসভা নিচ্ছে না বলে অভিযোগ করেছে সিআইটিইউ । কারখানার শ্রমিকদের যাতায়াতের সময় হামেশাই দুর্ঘটনা লেগে আছে । পরিবহন শ্রমিকরাও যানবাহনের ক্ষতির অভিযোগ করছেন । বিপদে পড়েছেন স্হানীয় বাসিন্দা ও নিত্য যাত্রীরা । আজ সকালে সিআইটিইউ এর সদস্যরা অবিলম্বে সংস্কারের দাবি জানিয়ে লেনিন সরনী অবরোধ করেন । স্হানীয় বাসিন্দারাও অবরোধে যোগ দেন দেন । প্রতিবাদ জানিয়ে রাস্তার বড় বড় জলভরা গর্তে প্রতীকি মাছ ও কাঁকড়ার চাষ করা হয় । পরে জাল দিয়ে ধরা হয় সেই মাছ ও কাঁকড়া । পরে অবরোধ তুলে নেওয়া হয় । সিআইটিইউ এর পক্ষে পঙ্কজ রায় সরকার জানান যে অবিলম্বে রাস্তা সংস্কারের জন্য পুরসভা উদ্যোগী না হলে, পুরসভা অবরোধ করা হবে । অবরোধে উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,উত্তম শ্যাম,প্রনব পাল,সলিল বোস,সিদ্ধার্থ বোস প্রমুখ । 










Sunday 5 July 2020

ইস্পাতনগরীতে জ্যোতি বসুর ১০৬-তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে রক্তদান শিবির ও অরণ্য-সপ্তাহ পালন করল সিআইটিইউ ।



দুর্গাপুর,৫ই জুলাই : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষ থেকে জ্যোতি বসুর ১০৬-তম জন্মবার্ষিকি ( ৮ই জুলাই ) উপলক্ষ্যে বি.টি.রণদিভে ভবনে রক্তদান শিবির ও অরণ্য-সপ্তাহ পালন করা হয় । চার জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন । দুর্গাপুর ইস্পাত কারখানার ফাউন্ড্রি বিভাগের শ্রমিক সন্দীপ সরকার আজকের রক্তদান শিবিরে তিনি তাঁর জীবনের ৫০-তম রক্তদান করলেন । ইউনিয়ন এর পক্ষ থেকে তাঁকে সহ প্রত্যেক রক্তদাতা কে স্মারক দিয়ে সম্বর্ধনা জানান । কেউ কেউ আজকের রক্তদান শিবিরে জীবনের প্রথম রক্তদান করেন । অন্যদিকে অরণ্য-সপ্তাহ উপলক্ষ্যে বি.টি.রণদিভে ভবনের প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয় । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,রথিন রায়,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,মলয় ভট্টাচার্য,দিপক ঘোষ প্রমুখ ।
সন্ধ্যায় বি.টি.রণদিভে এসএফআই ও  ইস্পাত শ্রমিকদের সন্তান-সন্ততিদের মধ্যে মতামত বিনিময়ের এক মনোজ্ঞ সভা অনুষ্ঠিত হয় । এসএফআই এর পক্ষে উপস্হিত ছিলেন রোহন শর্ম্মা সহ অন্যান্যরা । এছাড়াও উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়, বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর নেতৃবৃন্দ । 






.