Tuesday 30 January 2024

সেইল সমবায় আবাসনে পালিত হোল সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি দিবস।

 


দুর্গাপুর,৩০শে জানুঃ : আজ মহাত্মা গান্ধীর ৭৭-তম শহীদ দিবস।১৯৪৮ সালের ৩০ জানুয়ারি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির হাতে নিহত হন মহাত্মা গান্ধী।এই উপলক্ষে আজ সন্ধ্যায় সেইল সমবায় আবাসনের কবিগুরু মোড়ে(২য় স্টপেজ) ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি দিবসে এক প্রকাশ্য সভার আয়োজন করা হয়।সভায় বক্তব্য রাখেন স্বপন সরকার ও স্বপন দাস।



Thursday 18 January 2024

দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে যৌথ মঞ্চের আহ্বানে শ্রমিক বিক্ষোভ : চলছে ধর্মঘটের প্রস্তুতি।

 


দুর্গাপুর,১৮ই জানুঃ : আগামী ২৯-৩০শে জানুঃ সেইল-আরআইএনএলে ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ।বিএমএস এখনো সিদ্ধান্ত জানায় নি। দুর্গাপুর ইস্পাত কারখানাতেও চলছে ধর্মঘটের প্রস্তুতি।অন্যদিকে, ধর্মঘটের দাবি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ মঞ্চ টানা আন্দোলন চালাচ্ছে।আজ দুপুরে,প্রতিকূল আবহাওয়া কে উপেক্ষা করে, দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে যৌথ মঞ্চের আহ্বানে শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনসহ অন্যান্য বকেয়া দাবিতে এই বিক্ষোভ সমাবেশে যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,সুকান্ত রক্ষিত,সৌমজিত বরুয়া,শম্ভূ প্রামানিক ও পরেশ কর্মকার। বিক্ষোভ সমাবেশ চলাকালীন,যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি পেশ করে।





Friday 12 January 2024

২৯-৩০শে জানুঃ সেইল-আরআইএনএল ধর্মঘট : দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায় ধর্মঘটের নোটিশ।

 


দুর্গাপুর,১২ই জানুঃ : আগামী ২৯-৩০শে জানুঃ সেইল-আরআইএনএলে ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ।বিএমএস এখন সিদ্ধান্ত জানায় নি।

আজ সকালে,ধর্মঘটের সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখনার মেইন গেটের সামনে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে ঠিকা শ্রমিকদের জমায়েতে বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,নিমাই ঘোষ ও কালি কুমার সান্যাল। পরে, সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-এআইইউটিইউসি এর পক্ষ থেকে যৌথভাবে কারখনার ইডি ( পি & এ) এর কাছে ধর্মঘটের নোটিশ দেওয়া হয়। সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে কারখানার আরএমএইচপি বিভাগে শ্রমিকরা বিক্ষোভ দেখান। অ্যালয় স্টিল কারখানায় সিআইটিইউ ও এইচএমএস এর পক্ষ থেকে যৌথ ভাবে কারখনার সিজিএম(আইসি)ওয়ার্কস এর দপ্তরে ধর্মঘটের নোটিশ দেওয়া হয়। তার আগে যৌথ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার,বিশ্বজিত ধর চৌধুরি,অনুপম চৌধুরি ও সুমনব্রত দাস।


















Wednesday 10 January 2024

বিজেপি-আশ্রিত দুষ্কৃতিদের পার্টি-অফিস দখলের চেষ্টা এলাকার মানুষ কে সাথে নিয়ে রুখে দিলেন পার্টি কর্মীরা।

 


দুর্গাপুর,১০ই জানুঃ : গতকাল রাতে ইস্পাতনগরী সংলগ্ন দুর্গাপুর পৌর নিগমের ১নং ওয়ার্ডের কমলাইতলার পার্টি অফিস কে দখল করার চেষ্টা করে বিজেপি-আশ্রিত দুষ্কৃতিরা। এই উদ্দেশ্যে তারা গতরাতে পার্টি অফিসের সামনে শহীদ বেদীর পাশে লাগানো লাল ঝাণ্ডা কে খুলে ফেলে দেয়। আজ সকালে এলাকার মানুষেরা পার্টি কে এই খবর জানালে পার্টি কর্মীরা ঘটনাস্থলে যান ও আবার পার্টি পতাকা উত্তোলন করেন।পার্টি নেতা পঙ্কজ রায় সরকার জানিয়েছেন যে ২০১৯ সালের লোকসভার নির্বাচনের পরে বিজেপি-র দুর্বৃত্তরা পার্টি অফিসটি দখল করে।২০২১ সালে তৃণমুল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা পার্টি অফিসটি দখল নেয় । গতবছরে ২১ মার্চ পার্টির পক্ষ থেকে এলাকার মানুষ কে সাথে নিয়ে এই পার্টি অফিস কে দখল-মুক্ত করা হয়। আগামী ২২শে জানুঃ পঃবঙ্গ সহ গোটা দেশে বিজেপি যে ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা করছে সেই প্রচেষ্টার অঙ্গ হিসাবেই এই পার্টি অফিস কে দখল করার জন্য বিজেপি-আশ্রিত দুষ্কৃতিরা চেষ্টা করেছিল। সেই অপচেষ্টা এলাকার শুভবুদ্ধি-সম্পন্ন মানুষ কে সাথে নিয়ে রুখে দিলেন পার্টি কর্মীরা।উপস্থিত ছিলেন পঙ্কজ রায় সরকার,পলাশ ব্যানার্জী,মাধবী দাস,ধীরাজ দাস,বাপ্পা দে,অবদুত বাউরি,মহঃ আলিম,প্রবীর দাস প্রমুখ।



Monday 8 January 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে কর্তৃপক্ষের নয়া পদক্ষেপের বিরোধিতা।

 


দুর্গাপুর,৮ই জানুঃ : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় । পরে যুক্ত হয় অবিলম্বে নায্য বার্ষিক বোনাস,  পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। যৌথ মঞ্চের আহ্বানে গত পাঁচ মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।আজ সকালে, যৌথ মঞ্চের আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার সিওসিসি বিভাগে বিক্ষোভ প্রদর্শনের পরে শ্রমিকরা সেখান থেকে মিছিল করে সিন্টার প্ল্যান্ট বিভাগীয় প্রধানের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে যৌথ মঞ্চের পক্ষে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,সুকান্ত রক্ষিত,শান্তনু ভট্টাচার্য,শম্ভূ প্রামানিক ও সুশান্ত বোস। যৌথ মঞ্চের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাম্প্রতিক উদ্যোগ কে ঐক্যবদ্ধ ভাবে রুখে দেওয়ার আহ্বান জানানোর সাথে সাথে কারখানার কর্তৃপক্ষের শ্রমিক নেতৃত্ব সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা কে তীব্র ভাবে সমালোচনা করেছেন।







Friday 5 January 2024

‘জনতার ব্রিগেড’ সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে প্রচার সভা হোল।

 




দুর্গাপুর,৫ঠা জানুঃ : আগামী রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনতার ব্রিগেড’ সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে প্রচার সভা অনুষ্ঠিত হোল।ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র  দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ডাকে এই সভায় বক্তব্য রেখেছেন পঙ্কজ রায় সরকার,প্রদ্যুত মুখার্জি ও প্রলয় উপাধ্যায়।





Thursday 4 January 2024

‘জনতার ব্রিগেড’ সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে বাইক মিছিল হল।

 


দুর্গাপুর,৪ঠা জানুঃ : আগামী রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনতার ব্রিগেড’ সফল করার আহ্বান জানিয়ে আজ সকালে ইস্পাতনগরীতে বাইক মিছিল হল।এ-জোনের চিত্রব্রত মজুমদার ভবনের সামনে থেকে বাইক মিছিল শুরু হয়। বাইক মিছিলের শুরুতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও দিপক ঘোষ।লাল পতাকা দেখিয়ে মিছিলের সূচনা করেন বিশ্বরূপ ব্যানার্জি।সিআইটিইউ,ডিওয়াএফআই,সহ অন্যান্য বাম সংগঠনের যৌথ আহ্বানেএই মিছিলের নেতৃত্বে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি ,দিপক ঘোষ,স্বপন সরকার,সীমান্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার,নিমাই ঘোষ,প্রকাশতরু চক্রবর্তী,সীমান্ত তরফদার প্রমুখ। ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনের বিভিন্ন পথ ঘুরে তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার দপ্তরের সামনে মিছিল শেষ হয়।