Tuesday 31 August 2021

সংগ্রামী ঐতিহ্য রক্ষার শপথ নিয়ে খাদ্য আন্দোলন ও পরবর্তি গন আন্দোলনের অমর শহীদদের স্মরণ করল ইস্পাতনগরী ।

 


দুর্গাপুর ,৩১শে আগষ্ট  : ১৯৫৯ এর ৩১শে আগষ্ট কলকাতার রাজপথে বামপন্হী দল গুলির আহ্বানে খাদ্যর দাবীতে ভূখা মানুষের মিছিলে আক্রমন চালিয়ে  তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ ৮০ জন মানুষ কে খুন করেছিল । খাদ্য আন্দোলনের অমর শহীদ ও পরবর্তি কালের  গন আন্দোলনের  নিহত সকল শহীদের আজ সারা রাজ্যের সাথে ইস্পাতনগরীতেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় । সকালে শহীদ আশিস-জব্বার ভবনে  রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিকালে আশিস মার্কেটে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটি ও সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ৩  আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে শহীদ স্মরনে পরিবেশিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,সীমান্ত তরফদার সহ গন আন্দোলনের নেতৃবৃ্ন্দ ও বিশিষ্ট শিল্পী-সাহিত্যিকরা । চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিষ্ট  পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির ডাকে শহীদ স্মরনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী ও স্বপন মজুমদার । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,স্বপন ব্যানার্জী,দিপক ঘোষ প্রমুখ ।



















Monday 16 August 2021

পেট্রো-পণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্য-বৃদ্ধির বিরুদ্ধে মিছিল।

 


দুর্গাপুর,১৬ই আগস্ট : পেট্রো-পণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্য-বৃদ্ধিতে নাজেহাল সাধারন মানুষ । জ্বালানী তেল থেকে সর্ষের তেল দাম বাড়ছে অবিরত। শাক-সব্জী থেকে মাছ-মাংস-ফল সব ধরনের খাদ্যদ্রব্যের দাম বেড়েই চলেছে । কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকার নিশ্চুপ থেকে দামের বিষয় বাজারের হাতে ছেড়ে দিয়েছে । প্রতিবাদে আজ সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির ডাকে সেইল আবাসন অঞ্চলের কবি গুরু মোড় ( ২য় স্টপেজ ) থেকে একটি মিছিল বেরিয়ে নানা রাস্তা ঘুরে ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন ব্যানার্জি , দিপক ঘোষ , আল্পনা চৌধুরী প্রমুখ ।







Sunday 15 August 2021

ইস্পাতনগরীতে পালিত হল ৭৫-তম স্বাধীনতা দিবস ।

 


দুর্গাপুর,১৫ই আগস্ট : প্রতি বছরের মত এবারও মর্যাদার সাথে ইস্পাতনগরীতে পালিত হল স্বাধীনতা দিবস । এই বছর ৭৫-তম স্বাধীনতা দিবস । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই উপলক্ষ্যে সারা দেশ জুড়ে সংবিধান রক্ষার বিশেষ আবেদন জানিয়েছে । সকালে শহীদ আশিস-জব্বার ভবনে পার্টির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । তারপরে এ-জোন মেজর পার্কের সামনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে সংবিধান রক্ষার জন্য শপথ গ্রহন অনুষ্ঠান পালিত হয় । পরে বি-জোনের চন্ডিদাস বাজারে শপথ গ্রহন অনুষ্ঠান পালিত হয় । শপথ বাক্য পাঠ করান সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।

   যখন এ-জোন মেজর পার্কের সামনে শপথ গ্রহন অনুষ্ঠান পালিত হচ্ছিল,সেই সময়ে পার্কে কাঠ কুড়োতে এসে দাঁড়িয়ে পড়েন ইস্পাতনগরী-সংলগ্ন রঘুনাথপুরের বাসিন্দা বৃদ্ধা রেবু বাগদী।হটাৎ তাঁর মনে পড়ে যায় যে আজ স্বাধীনতা দিবস । আক্ষেপের সুরে বলেন যে তবুও আজ ‘বাবুদের’-বাড়ীতে কাজে যেতে হবে । ছুটি নেই । অন্যদিকে চন্ডিদাস বাজারে সব্জি বিক্রেতা শংকরের আক্ষেপ স্বাধীনতা দিবসের দিনেও বিক্রি-বাটা হচ্ছে না । তাঁর উপলব্ধি যে মানুষের হাতে টাকা-পয়সা নেই । করোনা অতিমারী ও লকডাউনের মাঝে ৭৫-তম স্বাধীনতা দিবস পালনের মাঝে মানুষ নতুন করে স্বাধীনতা দিবসের তাৎপর্য বুঝতে চাইছেন,বিপন্ন দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব-সংবিধান তাই সংবিধান রক্ষার জন্য শপথ গ্রহন করছেন – এই সবই যেন বুঝিয়ে দিচ্ছে স্বাধীনতা দিবস পালন কোন আলঙ্কারিক অথবা সরকারি অনুষ্ঠান নয়,বরং দেশের মানুষের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ দিন ।