Saturday 27 April 2024

দুর্ণীতির মদতদাতা ও দুষ্কৃতিদের মদতদাতা তৃণমূল কংগ্রেস ও বিজেপি কে পরাস্ত করুন : কৌস্তভ চ্যাটার্জি।

 


দুর্গাপুর,২৭শে এপ্রিল : আজ ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা মার্কেট ময়দানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষালের সমর্থনে ভীড়ে ঠাসা এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন পার্টি নেতা কৌস্তভ চ্যাটার্জি ।তিনি অভিযোগ করেন যে উভয় দল পরস্পরের দিকে আঙ্গুল তুলে যে নাটক করে চলেছে তার আসল উদ্দেশ্য হোল উভয়ের দুর্ণীতি কে আড়াল করা,সন্দেশখালি থেকে মনিপুর পর্যন্ত উভয়ের অপরাধ আড়াল করা এবং সেই ফাঁকে জনগনের প্রকৃত সমস্যা কে আড়াল করা। অন্য দিকে মানুষের সমস্যা কে তুলে ধরছে বাম ও কংগ্রেস। সংকটাপন্ন দুর্গাপুর-শিল্পাঞ্চল কে বাঁচানোর জন্য লড়াই করছে।তাই যখন এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ড. সুকৃতি ঘোষালের পক্ষে সমর্থনের ঝড় উঠেছে,তখন বিজেপি-র প্রার্থীর পক্ষে তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র তলে তলে সমঝোতা করার জন্য অনভিজ্ঞ প্রার্থী দাঁড় করিয়েছে। মানুষের কাছেও এই গোপন-সমঝোতা পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি এই ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষাল কে জয়ী করার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন ভারতের জাতীয় কংগ্রেসের পঃ বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী ও ললিত মোহন মিশ্র।




























Tuesday 23 April 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় ডিআইসি-র দফতরে সিআইটিইউ এর ডাকে প্রবল শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৩শে এপ্রিল : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর আহ্বানে,আজ দুপুরে,প্রচন্ড দাবদাহের মধ্যে দলে দলে শ্রমিক দুর্গাপুর ইস্পাত কারখানায় ডিআইসি-র দফতরে গিয়ে বিক্ষোভ দেখালেন। দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় সাম্প্রতিক বছর গুলিতে একের পর এক দুর্ঘটনায় গুলিতে আহত ও নিহত হয়েছেন বহু স্থায়ী ও ঠিকা শ্রমিক,ট্রেণী ও আধিকারিকের। গত এক বছরে দুর্ঘটনায় নিহত হয়েছেন বারো জন। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এর আগে কর্মরত অবস্থায় মৃতদের মধ্যে চারটি পরিবারের এক জন পোষ্যের চাকুরীর ব্যবস্থা করে নি । দুর্ঘটনা গুলির তদন্ত রিপোর্ট প্রকাশ করে নি। অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানায় স্থায়ী দক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ এবং কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন না হওয়ার ফলে চলছে এই মৃত্যু মিছিল।দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজের ক্ষেত্রে সুরক্ষার অধিকারের বিষয়ে শ্রমিকরা যাতে দাবি জানাতে না পারে সেই জন্য কর্তৃপক্ষ দমন-মূলক ব্যবস্থা নিয়েছে। কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষ ইউনিয়নের ডিএসপি শাখার যুগ্ম-সম্পাদক সৌরভ দত্ত কে চার্জসিট ও সম্পাদক-মণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জি কে শো-কজ নোটিশ দিয়েছে। কর্তৃপক্ষের এই অগনতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইস্পাত শ্রমিকরা অবিলম্বে এই দমন-মুলক নির্দেশে প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছেন। ২০১৭ সালের ১লা জানুঃ থেকে রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্থা সেইল ও আরআইএনএল এর শ্রমিকদের প্রাপ্য বেতন-চুক্তি নিয়ে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ লাগাতার টালবাহানা করে চলেছে। নানা ধরনের অজুহাত দিয়ে শ্রমিকদের ৩৯ মাসের এরিয়ার সহ বিভিন্ন ভাতার ন্যায্য প্রাপ্য বাবদ লক্ষ লক্ষ টাকা থেকে বঞ্চিত করে চলেছে।অথচ এই সময়ে সেইল সর্বকালীন সর্বোচ্চ পরিমানের উৎপাদন ও মুনাফা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সিআইটিইউ লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর এই কথা জাননোর সাথে সাথে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরো মজবুত ও বিকশিত করার আহ্বান জানান বক্তারা।বিক্ষোভ সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের প্রতিনিধি গিয়ে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মোহন মিশ্র ,সীমান্ত চ্যাটার্জি,সৌরভ দত্ত ও প্রকাশতরু চক্রবর্তি।







Monday 22 April 2024

ইস্পাতনগরীতে পালিত হোল কমরেড লেনিনের ১৫৫-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,২২শে এপ্রিল : আজ কমরেড লেনিনের ১৫৩-তম জন্মদিবস। এই উপলক্ষ্যে আজ  ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির এর পক্ষ থেকে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,সন্তোষ দেবরায়,দিপক ঘোষ,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও পার্টি সদস্যরা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বপন মজুমদার ও দিপক ঘোষ।















Sunday 21 April 2024

দুই লুঠেরা তৃণমূল কংগ্রেস আর বিজেপি কে হঠাতে পঃ বঙ্গের মানুষ বাম ও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীদের ভোট দেবেন : শমীক লাহিড়ী।

 


দুর্গাপুর,২১শে এপ্রিল : আজ সন্ধ্যায়, দুর্গাপুর ইস্পাতনগরীর বি-জোনে চন্ডিদাস ময়দানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষালের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় এই কথা বলেন সিপিআই-এম এর কেন্দ্রিয় কমিটির সদস্য শমীক লাহিড়ী।তিনি বলেন বিজেপি জাতপাত-ধর্ম ইত্যাদির মারফত বিভাজন কে আমাদের দেশের ভোটে নির্বাচনের ভিত্তি করতে চাইছে। তৃণমূল কংগ্রেস হোল তাদের দোসর।দশ বছরের কাজের ভিত্তিতে নয় মোদি রামের নামে ভোট চাইছে। কিন্তু নির্বাচনে আসল ইস্যু হোল গত দশ বছরে সরকার কাজ দিতে ব্যর্থ হয়েছে। বছরে দুই কোটি বেকারের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি এবং বছরে দুই লক্ষ বেকারের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কোথায় গেল সেই প্রতিশ্রুতি?জিনিষপত্রের দাম আকাশ ছোঁয়া। অথচ মানুষের মজুরি বাড়ছে না ।মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতীয় মুদ্রা কে শক্তিশালী করবেন। এমন শক্তিশালী করেছেন যে এক ডলারের বিনিময় মূল্য ৫১ টাকা থেকে বেড়ে বর্তমানে হয়েছে ৮৩ টাকা।এই চুড়ান্ত ভাবে ব্যর্থ সরকারের সাথে যুক্ত হয়েছে দুর্নীতি। পঃ বঙ্গে তৃণমূল বালি-কয়লা পাচার করে।আর দেশের কয়লা খনি বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। পঃ বঙ্গে তৃণমূল সারদা – চিট ফান্ডের টাকা লুঠ করেছে তৃণমূল । আর ব্যাঙ্ক কে লুঠ করে নিয়ে যাচ্ছে বিজেপি ।মোদি বলছেন বলছে ৮০ কোটি মানুষ কে মাসে মাসে পরিবার পিছু ৫ কেজি চাল দেবেন। তাই দিয়ে কি করে কোন পরিবারের মাস চলবে? অথচ বামপন্থীদের দাবি মেনে ১৪টি নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বেঁধে দিচ্ছেন না। পাল্লা দিয়ে বাড়ছে বেকারী।বিদেশী বিনিয়োগ তলানিতে ঠেকেছে। নতুন শিল্প করছে না কেন্দ্র ও রাজ্যের সরকার। রাষ্ট্রায়ত্ব শিল্প ধ্বংস করছে উভয় সরকার। এই প্রসঙ্গে তিনি সংকটাপন্ন দুর্গাপুর-শিল্পাঞ্চলের কথা উল্লেখ করে জনবিরোধী তৃণমূল কংগ্রেস আর বিজেপি উভয় লুঠেরা কে হটাবার জন্য মানুষ এবার ভোট দানের সময় বিবেচনা করবেন বলে আবেদন জানিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষাল কে জয়ী করার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও জাতীয় কংগ্রেসের পঃ বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী। লোকসভা নির্বাচন উপলক্ষে পঃ বঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পঃ বর্ধমান জেলা কমিটির বিশেষ সাহিত্য সংখ্যা ‘সময়ের ভাবনা ও আমরা’ প্রকাশ করেন শমীক লাহিড়ী।