Friday 31 March 2023

দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৩১শে মার্চ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগে সিজিএম এর দপ্তরে ঐ বিভাগের বিভিন্ন দাবি-দাওয়ার সাথে সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তি,মাসে যতদিন কাজ তত দিনের বেতন,ঠিকা শ্রমিকদের কাজে নিযুক্তির বিষয়ে সঠিক ও নির্দিষ্ট নিয়ম চালু,স্হায়ী কাজের জন্য স্হায়ী শ্রমিক নিয়োগ,পেরেনিয়াল কাজের কাজের জন্য উক্ত শ্রেনীর ঠিকা শ্রমিকদের নিয়োগ,ঠিকা শ্রমিকদের কাজের জায়গায় সুরক্ষার জন্য সুরক্ষা সরঞ্জাম , ঠিকা শ্রমিকদের পিএফ ও ইএসআই সুনিশ্চিত করা সহ একাধিক দাবিতে স্হায়ী ও ঠিকা শ্রমিকদের যৌথ বিক্ষোভ সমাবেশ হয় । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,গোপাল দাস ও দীপ চ্যাটার্জি । সমাবেশে চলাকালীন ইউনিয়নের প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে সস্যা সমাধানের দাবি জানান ।








Wednesday 29 March 2023

পার্টির ডাকে সেইল সমবায় আবাসনে মিছিল ।

 


দুর্গাপুর,২৯শে মার্চ : আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির আহ্বানে,রাজ্যের প্রতি কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনা,রাজ্যে তৃণমুল সরকারের ভয়াবহ দুর্ণীতি ও ঐক্য-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সেইল সমবায় আবাসনে মিছিল হোল।কবিগুরু ( ২য় স্টপেজ ) থেকে মিছিল বেরিয়ে সেইল সমবায় আবাসন অঞ্চল পরিক্রমা করে হোল।কবিগুরু ( ২য় স্টপেজ )-এ মিছিল শেষ হয় । মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,দিপক ঘোষ,স্বপন ব্যানার্জি প্রমুখ ।








সিআইটিউ এর ডাকে ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি সহ একাধিক দাবিতে অবস্হান বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৯শে মার্চ : আজ দুপুরে, দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সিআইটিউ-ভু্ক্ত ট্রেড ইউনিয়ন গুলির যৌথ আহ্বানে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তির দাবি সহ একাধিক দাবিতে অবস্হান বিক্ষোভ হয়েছে । একই সাথে ৫ই এপ্রিল দিল্লিতে শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালি কে সফল করার আহ্বান জানানো হয় । সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার,প্রকাশতরু চক্রবর্তী,দেবাশিস পাল,গুরুপ্রসাদ ব্যানার্জি,কালি স্যানাল ও নিমাই ঘোষ।বক্তারা সেইল-আরআইএনএলএর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তির সহ পুর্নাঙ্গ বেতন চুক্তি নিয়ে কর্তৃপক্ষের লাগাতার টালবাহানার বিরুদ্ধে তীব্র ও ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন । একই সাথে বক্তারা দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের বেতন নিয়ে দূর্নীতি অবিলম্বে বন্ধ করে সঠিক মজুরী প্রদান,অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের অবিলম্বে যথাযথ ভিডিএ প্রদান, ঠিকা শ্রমিকদের পিএফ ও ইএসআই এর জটিলতা বন্ধ, দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন- আধুনিকিকরন,অ্যালয় স্টিল প্ল্যান্টের পুনরুজ্জীবন ও ঠিকা শ্রমিকদের স্হায়ীকরনের দাবি জানান । সমাবেশে চলাকালীন ইউসিডব্লুইউ-টিসিইউ-এএসপিসিইইউ সহ এইচএসইইউ(ডিএসপি ও এএসপি শাখার)-এনএসপিসিএলইউ সংগঠনের একটি যৌথ প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে সস্যা সমাধানের দাবি জানান । অন্যদিকে, আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ২নং গেটে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন এর বিরুদ্ধে মোদি সরকারের স্বৈরচারী ফতেয়ার বিরুদ্ধে ও অবিলম্বে পুর্নাঙ্গ বেতন চুক্তি সহ একাধিক দাবিতে স্হায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ।














Tuesday 28 March 2023

ইস্পাতনগরীতে বিশাল মিছিল : বেকারী বিরোধী দিবস উপলক্ষে যুবদের মিছিল।

 


দুর্গাপুর,২৮শে মার্চ : আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ আহ্বানে, রাজ্যের প্রতি কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনা,রাজ্যে তৃণমুল সরকারের ভয়াবহ দুর্ণীতি ও ঐক্য-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে বিশাল মিছিল হোল। এ-জোনের লালা লাজপৎ রায় রোড থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পাঁচমাথা মোড়ে শেষ হয়। মিছিলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,সীমান্ত তরফদার প্রমুখ ।

অন্যদিকে,ডিওয়াইএফআই এর বি-জোন আঞ্চলিক কমিটির আহ্বানে ইস্পাতনগরীর বি-জোনে বেকারী বিরোধী দিবস উপলক্ষে যুবদের মিছিল হোল।তানসেন রোড থেকে মিছিল বেরিয়ে ইস্পাতপল্লীতে মিছিল শেষ হয়।মিছিলে ছিলেন মোহন পাশোয়ান,রাহুল কেওড়া প্রমুখ।