Thursday 27 March 2014

দুর্গাপুরে পালিত হোল বিশ্ব নাট্য দিবস ।

দুর্গাপুর , ২৭শে মার্চ : আজ ,  গণনাট্য সংঘের ইস্পাত শাখা (দুর্গাপুর ) –র উদ্যোগে সেইল কো-অপারেটিভের রবীন্দ্র – নজরুল মঞ্চে পালিত হোল বিশ্ব নাট্য দিবস । এই উপলক্ষ্যে , পরিবেশিত হয় গান ও শ্রুতি নাটক । বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত । বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করাহয় । 

              

Wednesday 26 March 2014

বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম ) প্রার্থী কমঃ সেখ সাইদুল হকের সমর্থনে কর্মীসভায় জনজোয়ার ।

দুর্গাপুর , ২৬শে মার্চ : আজ ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর -১এ জোনাল কমিটির আহূত কর্মীসভায় জনজোয়ার দেখা গেল । বিশেষ উল্ল্যেখনীয় তরুনদের উপস্হিতি । সভায় প্রধান বক্তব্য রাখেন  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ অমল হালদার । এছাড়াও বক্তব্য রাখেন কমঃ সেখ সাইদুল হক । সভাপতিত্ব করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর -১এ জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় ।সভার শুরুতে , “দুর্গাপুর সাথী “ নামে ফেসবুক পেজ উদ্বোধন করেন কমঃ অমল হালদার । 

         











Sunday 23 March 2014

প্রয়াত হলেন পার্টি-সদস্য কমরেড রমাপ্রসাদ গাঙ্গুলী ।


                                   
   


দুর্গাপুর , ২৩শে মার্চ : প্রয়াত হলেন  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  দুর্গাপুর ১বি জোনাল কমিটির  পার্টি-সদস্য কমরেড রমাপ্রসাদ গাঙ্গুলী । আজ ভোর ১-১০ মিঃ স্হানীয় দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ ।  পরে তার মরদেহ নিয়ে আসা হয় আশীষ –জব্বর ভবনে । সেখানে মরদেহে রক্তপতাকা আচ্ছাদিত করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  বর্ধমান জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ অজিত মুখার্জী । এরপর মরদেহে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী , সুশান্ত ব্যানার্জী , সন্তোষ দেবরায় , নির্মল ভট্টচার্য , সুবীর সেনগুপ্ত , আল্পনা চৌধুরী সহ পার্টি ও গণসংগঠনের নেতৃবৃন্দ এবং  প্রয়াত  কমরেড রমাপ্রসাদ গাঙ্গুলীর দুই কন্যা সহ আত্মীয়-স্বজনরা । এরপরে মরদেহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের দফ্তর বিটি রণদিভে ভবন ও বিমল দাগুপ্ত ভবনে নিয়ে যাওয়া হয় এবং শ্রদ্ধা প্রদর্শন করা হয় । পরে তার শেষকৃত্য সম্পন্ন হয় ।
সংক্ষিপ্ত জীবনী : ১লা মে , ১৯৩৯ সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার কালনী গ্রামে জন্মগ্রহন করেন কমঃ রমাপ্রসাদ গাঙ্গুলী । দেশভাগের আগেই শিশুবয়সে মালদহে চলে আসেন এবং মালদহ কলেজ থেকে স্নাতক হন । ১৯৬৩ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকুরীতে যোগদান করেন এবং লাল ঝান্ডার পতাকা তলে সমবেত হয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের সক্রিয় সদস্য হয়ে ওঠেন । ১৯৬৬ সালে তিনি ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চলে কৃষকসভা গড়ে তোলার কাজে সক্রিয় অংশগ্রহন করেন । ১৯৬৯ সালে তিনি পার্টি সভ্যপদ পান । তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছিলেন । এছাড়াও , ইস্পাতনগরীর সেক্টর কমিটি সংগঠনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন ।
তাঁর মৃত্যুতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  দুর্গাপুর ১বি জোনাল কমিটির পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করে , প্রয়াত কমরেড রমাপ্রসাদ গাঙ্গুলীর কন্যাদ্বয় ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানানো হয় ।

      









Wednesday 19 March 2014

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সিপিআই-এম প্রার্থী কমরেড সেখ সাইদুল হকের সমর্থনে মিছিলে ইস্পাতনগরী দুর্গাপুরে মানুষের ঢল ।

দুর্গাপুর , ১৯শে মার্চ : আজ , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সিপিআই-এম প্রার্থী কমরেড সেখ সাইদুল হকের সমর্থনে ১৫০০-এর বেশী মানুষের এক সুবিশাল মিছিল বি’জোন পোষ্ট-অফিস থেকে শুরু হয়ে,ইস্পাতনগরীর বি’জোনের বিভিন্ন পথ পরিক্রমা করে চণ্ডীদাস বাজারে শেষ হয় । রাস্তার পাসে উৎস্যুক মানুষের ভীড় ও মিছিলে মহিলাদের সংখ্যা বিশেষ উল্ল্যেখনীয় । মিছিলের শেষে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষে কমরেড সুখময় বোস অভিনন্দন জানান । 

     








Friday 14 March 2014

দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে আন্দোলনরত স্হায়ী শ্রমিকদের উপর আবার হামলা চালালো তৃণমূলী দুষ্কৃতিরা ।

দুর্গাপুর , ১৪ই মার্চ : দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে আন্দোলনরত  স্হায়ী শ্রমিকদের উপর আবার হামলা চালালো তৃণমূলী  দুষ্কৃতিরা । মমতা ব্যান্যার্জীর নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে ,  দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে ও বাইরে , তৃণমূলের দুষ্কৃতিরা বারংবার শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একাংশ তৃণমূলের দুষ্কৃতিদের মদত জোগাচ্ছে বলে অভিযোগ । শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়া , নতুন প্রজেক্টের কাজ চাপিয়ে দিতে চাইছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ । এর বিরুদ্ধে স্হায়ী শ্রমিকরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছেন এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ।

আজ , বঅফ-এসএমএস (BOF-SMS ) অঞ্চলে এলএফ-৩ প্রজেক্টের কাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে , স্হায়ী শ্রমিকরা প্রতিবাদ করলে , কর্তৃপক্ষের প্ররোচনায় তৃণমূলের দুষ্কৃতিরা একজন ক্রেন-অপারেটরকে মারধোর করে । প্রতিবাদে স্হায়ী শ্রমিকরা জড়ো হলে , সেখানে তৃণমূলের দুষ্কৃতিরা আবার হামলা চালায় এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর নেতৃবৃন্দকে মারধোর ও হেনস্হা করে । এই ঘটনায়,কর্তৃপক্ষ তৃণমূলের দুষ্কৃতিদের বিরুদ্ধে  ব্যবস্হা নেওয়ার বদলে স্হায়ী শ্রমিকদেরকে হেনস্হা করার চেষ্টা করছে বলে , খবরে প্রকাশ । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনরত স্হায়ী শ্রমিকদের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়ছে এবং স্হায়ী  শ্রমিকদের উপর তৃণমূলের দুষ্কৃতিদের হামলা ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের অগনতান্ত্রিক মনোভাব ও কর্তৃপক্ষের একাংশ ও তৃণমূলের দুষ্কৃতিদের যোগসাজসের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয়েছে । 

Tuesday 11 March 2014

সর্বজনপ্রিয় প্রয়াত কমরেড সুবোধ বিশ্বাসের গৌরবময় স্মৃতি শোষিত জনগনের লড়াই এর প্রেরণা হয়ে থাকবে ।




দুর্গাপুর , ১১ই মার্চ : আজ , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির আহ্বানে অনুষ্ঠিত হল প্রয়াত কমরেড সুবোধ বিশ্বাসের স্মরণসভা । দীর্ঘ রোগভোগের পর গত ২৫শে ফেব্রুঃ ,২০১৪ , রাত্রি ১০ – ৫০ মিনিট নাগাদ প্রয়াত হন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির প্রাক্তন সদস্য ও আজীবন সংগ্রামী শ্রমিকনেতা কমরেড সুবোধ বিশ্বাস । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর । তিনি রেখে গেছেন স্ত্রী , পুত্র , পুত্রবধু ,দৌহিত্রী ও আত্মীয়-পরিজনদের ।
         ১৯৪৫ সালের ১০ই ফেব্রুঃ অধুনা বাংলাদেশে জন্ম হয় প্রয়াত কমরেড সুবোধ বিশ্বাসের । দেশভাগের কারনে চলে আসেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় । শিক্ষাজীবন শেষে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার সেন্ট্রাল স্টোর্স বিভাগে কাজে যোগ দেন । ছাত্রজীবন ও পারিবারিক বামপন্হী মনস্কতার সূত্র ধরে কর্মজীবনের শুরু থেকেই তিনি লাল ঝান্ডার সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভ্যপদ গ্রহন করেন এবং অনতিবিলম্বে ইউনিয়নের গুরুত্বপূর্ন কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন । ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক , যুগ্ম - সাংগঠনিক সম্পাদক ও সহ – সভাপতির মত গুরুত্বপূর্ন দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন । ১৯৬৮ সালে তিনি পার্টি-সভ্যপদ লাভ করেন ও পরবর্তীকালে  পার্টির আঞ্চলিক কমিটির সদস্য , দুর্গাপুর ইস্পাত ১ আঞ্চলিক কমিটির সম্পাদক ও দুর্গাপুর ১এ জোনাল কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং যোগ্যতার সাথে দায়িত্বপালন করেছেন ।  শারীরিক অসুস্হতার জন্য গুরু দায়িত্ব পালনে অব্যাহিত পেলেও , জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পার্টি – সদস্যের দায়িত্ব পালন করেছিলেন । দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন শ্রমিক , ব্যক্তিগত জীবনে মৃদু ও স্বল্পভাষী , ধীর – স্হির অথচ সিদ্ধান্তে অটল , মতদর্শে অবিচল , শ্রমিক শ্রেনী , শোষিত জনগন ও কর্মীদের প্রতি গভীর মমত্ববোধ , দৈনন্দিন জীবন যাপনে অতি সাধারন প্রনালী , তাঁকে  প্রকৃত কমিউনিষ্ট মানসিকতার জীবন্ত প্রতিচ্ছবি করে তুলেছিল । হতে পেরেছিলেন সর্বজনপ্রিয় ।
       স্মরনসভার কাজ শুরু হয় , প্রয়াত কমরেড সুবোধ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে । প্রতিকৃতিতে মাল্যদান করেন , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায়  , বর্ধমান জেলা কমিটির  সদস্য ও সাংসদ কমঃ সাইদুল হক , সর্বভারতীয় শ্রমিকনেতা কমঃ জীবন রায় , সন্তোষ দেব রায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত ও অন্যান্য নেতৃবৃন্দ সহ  বিভিন্ন গন-সংগঠনের নেতৃবৃন্দ এবং  কমরেড সুবোধ বিশ্বাসের স্ত্রী কমঃ বুলা বিশ্বাস , ছেলে ও আত্মীয় – স্বজন । সভায় বক্তব্য রাখেন কমঃ  রথীন রায় , সাইদুল হক , জীবন রায় ও সুশান্ত ব্যানার্জী । শোকপ্রস্তাব পাঠ ও সভাপতিত্ব করেন কমঃ সন্তোষ দেব রায় । গণসংগীত পরিবেশন করে লহরী শিল্পী-গোষ্ঠী ।