Monday 31 August 2020

প্রয়াত অতীত দিনের ইস্পাত শ্রমিক নেতা বাসুদেব চ্যাটার্জি ।

 


দুর্গাপুর,৩১শে আগস্ট : আজ সকালে কোলকাতায় চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হলেন অতীত দিনের ইস্পাত শ্রমিক নেতা বাসুদেব চ্যাটার্জি । তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন । প্রয়ান কালে তাঁর বয়স হয়েছিল ৮২ । তাঁর স্ত্রী আগেই প্রয়াত হয়েছিলেন।তাঁর মেয়ে-জামাই-ছেলে-পুত্রবধু-নাতনীদ্বয় বর্তমান।

সংক্ষিপ্ত জীবনী : প্রয়াত বাসুদেব চ্যাটার্জি ১৯৬০ সালে দুর্গাপুর ইস্পাত কারখানার হুইল অ্যান্ড অ্যাক্সেল প্ল্যান্টে শ্রমিক হিসাবে কাজে যোগদান করেন।পরবর্তিকালে তিনি জিএস বিল্ডিং এ কাজ করেছেন । ১৯৬০-৭০ এর দশকে দুর্গাপুরে উত্তাল শ্রমিক আন্দোলনের দিনে ইস্পাত শ্রমিক আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করেছিলেন। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের এর সাথে জন্মলগ্ন থেকে যুক্ত ছিলেন ও ইউনিয়নের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব সামলেছেন ।শ্রমিক ও গন-আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করায় তাঁকে বারে বারে মিথ্যা মামলায় জড়িয়ে জেল পাঠানো হয় । ১৯৭১ সালে এক সাজানো ঘটনায় তাঁকে চাকরী থেকে বরখাস্ত করা হয় । ১৯৭৭ সালে তিনি আবার কাজ ফিরে পান ।

তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষে রক্তপতাকা আজ অর্ধনমিত রাখা হয়েছে । তাঁর মৃত্যুতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি,শ্রমিক নেতা জীবন রায় ও দুর্গাপুর (পূর্ব ) এর সিপিআই-এম বিধায়ক সন্তোষ দেবরায় গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ।



Sunday 30 August 2020

গন-আন্দোলনের শহীদ দিবসের প্রাক্কালে ইস্পাতনগরীতে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরনে সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান।

 


দুর্গাপুর,৩০শে আগস্ট :আগমী কাল গন-আন্দোলনের শহীদ দিবস ।১৯৫৯ সালে ৩১শে আগস্ট কলকাতায় বাম দল গুলির ডাকে খাদ্য আন্দোলনের জমায়েত ওপরে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়ে ৮০ জনের বেশী আন্দোলনকারী কে পিটিয়ে খুন করে ।প্রায় ৪০০০ জন জখম হয়েছিলেন ।এই ঘটনার স্মরণ প্রতি বছর খাদ্য আন্দোলনের শহীদদের সাথে অন্যান্য গন আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় ।

  আগামীকাল লকডাউন থাকার জন্য আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত দুই  আঞ্চলিক কমিটির  উদ্যোগে পালিত হোলো ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান । গান স্বরচিত-কবিতা-কথায় এবং দুর্গাপুরের বিশিষ্ট বাচিক শিল্পীদের আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থাপন করা হয় ।শহীদ স্মারকে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত হয়।শহীদদের উদ্দেশ্যে উপস্থিত সাংস্কৃতিক কর্মী ও দর্শক মোমবাতি প্রজ্বলন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।বক্তব্য  রাখেন সোমনাথ গাঙ্গুলী ও বুদ্ধদেব সেনগুপ্ত ।লহরী (দুর্গাপুর) শিল্পী গোষ্ঠী সহ অনেক বিশিষ্ট শিল্পীরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। উপস্থিত ছিলেন সীমান্ত তরফদার,সুকমল ঘোষ, নেতা নির্মল ভট্টাচার্য ,দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,মনো সরেণ সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমীর দাস।

আজ সন্ধ্যায় চন্ডিদাস বাজারে অপর এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।খাদ্য আন্দোলনের আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সুব্রত ঘোষ ও কানাই সরকার ।বিভিন্ন শিল্পী গান ও আবৃতি পরিবেশন করেন ।








Saturday 29 August 2020

প্রয়াত হলেন পার্টি নেতা ও দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা প্রভাত চট্টোপাধ্যায়।

 


দুর্গাপুর,২৯শে আগস্ট : প্রয়াত হলেন পার্টি নেতা ও দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা প্রভাত চট্টোপাধ্যায়।দীর্ঘ রোগ ভোগের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত কাল রাত ১০.৪০ মিনিটে তিনি প্রয়াত হন।মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল ৭৯।তাঁর স্ত্রী,পুত্র,পুত্রবধূ বর্তমান।

  সংক্ষিপ্ত জীবনী :  প্রভাত চট্টোপাধ্যায় ১৯৬১ সালের শেষের দিকে দুর্গাপুর ইস্পাত কারখানায় অফিস কর্মী হিসেবে যোগ দেন। সদ্য গড়ে ওঠা ইস্পাত কারখানা এবং ইস্পাত নগরীতে সেকালে স্বগত সাহিত্য পরিষদ ছিল প্রগতিশীল মানুষদের সাংস্কৃতিক সংগঠন। তিনি স্বগত' সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন এবং ছিলেন এই সংগঠনের পত্রিকার প্রকাশক। তিনি নিজে নাটক করতেন।  ইস্পাত নগরীর বুকে 'ভাষা শহীদ স্মারক' স্থাপনে তিনি ছিলেন অগ্রনী ভূমিকা পালন করেছিলেন।

হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিষ্ঠার সময় থেকেই তিনি ইউনিয়নের কাজের সাথে যুক্ত ছিলেন। ইউনিয়নের অফিস সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সহ সভাপতি ছিলেন। ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন।

  ১৯৬৪ সাল থেকে থেকে আমৃত্যু তিনি সিপিআই(এম) এর সদস্য ছিলেন   দুর্গাপুরের তৎকালীন লোকাল কমিটি এবং পরবর্তী কালে জোনাল কমিটির সদস্য হিসেবে নিষ্ঠা, সততার সঙ্গে অত্যন্ত দৃঢ় ভাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালের ১৬ জুলাই ভিলাই কনভেনশন এবং তার ফলশ্রুতিতে পরবর্তীতে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়া' গঠনে তাঁর ছিল উজ্জ্বল ভূমিকা। 

সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি সমবায় আন্দোলনেরও তিনি ছিলেন অগ্রণী সংগঠক। ১৯৯৭ সালে নোটিফায়েড এরিয়া থেকে দুর্গাপুর পৌর নিগম গঠিত হয়, প্রভাত চট্টাপাধ্যায় পৌরসভার কাউন্সিলর,বরো কমিটির চেয়ারম্যান এবং মেয়র পরিষদ সদস্য হিসেবে নিষ্ঠা, দক্ষতা সাফল্যের ছাপ রেখেছেন।

প্রভাত চেট্টাপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন, পার্টির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি,রাজ্য কমিটির সদস্য অমল হালদার, দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়, বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মিশ্র,জীবন রায়,অর্ধেন্দু দাক্ষী প্রমুখ। দুর্গাপুরের সর্বত্র তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমস্ত পার্টি দপ্তর, ট্রেড ইউনিয়ন অন্যান্য গণসংগঠনের দপ্তরে পতাকা অর্ধনমিত রাখা হয়।আজ সকালেই বি.টি রণদিভে ভবনে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ)-এর পক্ষ থেকে ইউনিয়নের সদস্য ও নেতৃবৃন্দ সমবেত হয়ে প্রয়াত নেতার স্মরনে নীরবতা পালন করেন শ্রদ্ধা জানান ।বিকালে সিটি সেন্টারে নন-কোম্পানী অঞ্চলে তাঁর প্রতিকৃতি মাল্য দান করে শোক জ্ঞাপন করেন  বিপ্রেন্দু চক্রবর্তি,শ্যামা ঘোষ প্রমুখ ।









Friday 28 August 2020

সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির আহ্বানে ইস্পাতনগরীতে মহিলাদের বিশাল মিছিল।

 


দুর্গাপুর,২৮শে আগস্ট : জীবন জীবিকা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি সহ ৬টি বামপন্থী মহিলা সংগঠন গুলির যৌথ আহ্বানে আজ সারা দেশে মহিলারা জাতীয় প্রতিবাদ দিবস পালন করেন ।

   সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির  ডাকে আজ জাতীয় প্রতিবাদ দিবসে সকালে ইস্পাতনগরীর বি-জোন কৃত্তিবাস রোটারি থেকে ফ্ল্যাগ,ফেস্টুন ,বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড, সহযোগে মিছিল বেরিয়ে চণ্ডীদাস বাজার পর্য্যন্ত যায়।

মিছিলের শেষে চণ্ডীদাস বাজারে করোনা সংক্রমনের বিপদ থেকে মানুষকে  সচেতন করার সাথে সাথে ১০০  মাস্ক বিলি করা হয় । নেতৃত্বে ছিলেন আল্পনা চৌধুরী,শেলী মন্ডল,সুচিত্রা দাস,সোমা তরফদার প্রমুখ ।








Monday 24 August 2020

প্রয়াত হলেন দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব নিতাই বক্সী ।

 

দুর্গাপুর,২৪শে আগস্ট : আজ সকালে চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হলেন সর্ব ভারতীয় ইস্পাত শিল্প ও দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব নিতাই বক্সী । তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

১৯৬০-এর দশকে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার পাওয়ার প্ল্যান্ট বিভাগে শ্রমিক হিসাবে কাজে যোগ দেন ।পরবর্তী কালে তিনি হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) যুগ্ম সম্পাদক এবং স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে নিষ্ঠা সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। যুব শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উজ্জ্বল।তিনি সিপিআই-এম এর সদস্য ছিলেন । অসুস্হাতার কারনে পরে পার্টি সভ্য পদ থেকে অব্যাহতি গ্রহন করেন ।২০০৩ সালে তিনি কর্মক্ষেত্র থেকে অবসর গ্রহণ করলেও নানান ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত ছিলেন।তাঁর মরদেহ বি.টি. রণদিভে ভবনে নিয়ে আসা হলে শেষ  শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন বহু মানুষ।উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি, সুবীর সেনগুপ্ত, ললিত মিশ্র প্রমুখ।

নিতাই বক্সীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে,সিআইটিইউ-এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন তাঁর শোক-সন্তপ্ত পরিবার-সহকর্মীদের উদ্দ্যেশ্যে এক শোক বার্তা পাঠিয়েছেন ।  হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি এবং দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।


Saturday 22 August 2020

ইস্পাতনগরীতে প্রতিবাদ-সপ্তাহ ও রেশন-দপ্তরে বিক্ষোভ সমাবেশ কে সফল করার আহ্বান জানিয়ে সভা ।

 

দুর্গাপুর,২২শে আগস্ট : সিপিআই(এম) এর কেন্দ্রিয় কমিটির পক্ষে  ১৬-দফা দাবিতে দেশ-ব্যাপি প্রতিবাদ সপ্তাহ ( ২০-২৬ শে আগস্ট ) পালনের ডাকে সাড়া দিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর এ-জোনের জনবহুল পাঁচ মাথা মোড়ে সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির ডাকে এক বিশাল সভা অনুষ্ঠিত হয় । এ ছাড়াও,সভা থেকে আগামী ২৪শে আগস্ট রেশন দপ্তরে গণ-বিক্ষোভ কে সফল করার আহ্বান জানানো হয় । সভায় বক্তব্য রাখেন আশিস মিশ্র,ললিত মিশ্র ও পঙ্কজ রায় সরকার ।উপস্হিত ছিলেন দুর্গাপুর(পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । বক্তারা কেন্দ্রের মোদি সরকার ও রাজ্যে তৃণমূল সরকারের একের পর এক জনবিরোধী,শ্রমিক-বিরোধী কাজের তীব্র সমালোচনা করে উভয় সরকার কি ভাবে দেশ ও রাজ্যের অর্থনীতি কে ধ্বংস করছে,কর্ম ক্ষেত্র কে সঙ্কুচিত করছে তা তুলে ধরেন । অন্য দিকে,উভয় সরকারের কর্পোরেট ঘেঁষা, রাষ্ট্রায়াত্ব ও সরকারী সংস্হা বিরোধী নীতি কি ভাবে দুর্গাপুর সহ গোটা জেলা এবং রাজ্য-দেশের বুনিয়াদি অর্থনীতির ভিত কে আলগা করে দেশের স্বাধীনতা কে বিপন্ন করছে সেই কথাও বিস্তারিত ব্যাখ্যা করে বক্তারা ১৬-দফা দাবিতে আন্দোলন কে জোরদার করার আহ্বান জানান । একই সাথে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সতর্ক করে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করার আহ্বান জানানো হয় ।