Saturday 31 December 2022

পুলিশের নেতৃত্বে পার্টি দফ্তরে ঢুকে পার্টি নেতাদের ওপরে নৃশংস হামলা চালানোর প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,৩১ ডিসেঃ : গতকাল,আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সিপিআই-এম এর জেলা সম্পাদক নীরঞ্জন সিহি, পরিতোষ পট্টনায়ক সহ মোট ১৭ জনকে আটক, পুলিশের নেতৃত্বে পার্টি দফ্তরে ঢুকে পার্টি নেতাদের ওপরে নৃশংস হামলা চালানো ও বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনে পার্টির দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে দুটি পৃথক মিছিল বেরোয় । এ-জোনের মিছিল পাঁচ মাথা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে প্রান্তিকার চার মাথা মোড়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন সীমান্ত তরফদার। বি-জোনের মিছিল হেলথ সেন্টার মোড় থেকে শুরু হয়ে কাশীরাম রোটারীতে শেষ হয় হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন স্বপন সরকার । মিছিল দুটিতে ছিলেন সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি, দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।




















Friday 30 December 2022

শহীদ ষড়ানন মুখার্জী ও শহীদ সুনীল আচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সুবর্ণজয়ন্তী বর্ষের প্রতিযোগিতা শুরু হোল।

 


দুর্গাপুর,৩০শে ডিসেঃ : আজ,নাগার্জুন রোডের মিলন চক্র ক্লাবের ফুটবল ময়দানে শুরু হোল ৫০ তম শহীদ ষড়ানন মুখার্জী ও শহীদ সুনীল আচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

১৯৭২ সালের ১৫ জুন শাসক শক্তির ঘাতক বাহিনীর হাতে শহীদ হন কমরেড ষড়ানন মুখার্জী। তারপর থেকেই শুরু হয় দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা। পরে যুক্ত হয় শহীদ কমরেড সুনীল আচার্যের নাম।

অতিমারির কয়েকটি বছর কাটিয়ে আজ থেকে এই প্রতিযোগিতা আবার শুরু হল।প্রতিযোগিতার সুবর্ণজয়ন্তী বর্ষে পতাকা উত্তোলন করেন সুখময় বোস। এছাড়াও শহীদ বেদীতে মাল্যদান করেন শেখর মুখার্জী, বিশ্বরূপ ব্যানার্জি‍,সুবীর সেনগুপ্ত,সীমন্ত চ্যাটার্জি, প্রফুল্ল মণ্ডল,স্বপন সরকার প্রমুখ।

উদ্বোধনী খেলায় তানসেন অ্যাথালেটিক ক্লাব - গোলে পরাজিত করে পলাশডিহা আদিবাসী সঙ্ঘকে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি।














Thursday 29 December 2022

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক সংখ্যা সংকোচনের নয়া ফন্দিফিকিরের বিরুদ্ধে সিআইটিইউ এর ডাকে বিক্ষোভ।

 


দুর্গাপুর,২৯শে ডিসেঃ : বছরের পর বছর ধরে শ্রমিকদের নায্য পাওনা বকেয়া পরে আছে।বকেয়া পরে আছে পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্তি,সহ বিভিন্ন ভাতা এবং বার্ষিক বোনাসের দ্বিতীয় কিস্তি।বকেয়ার দীর্ঘতালিকায় রয়েছে কোয়ার্টার-জমির লিজ-লাইসেন্স,ইস্পাতনগরীর পরিষেবার আধুনিকিকরন,চিকিৎসা পরিষেবার আধুনিকিকরন ও উপযুক্ত সংখ্যায় স্হায়ী চিকিৎসক-নার্স-স্বাস্হ্য কর্মী নিয়োগ এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারণ ।এই বকেয়ার নিস্পত্তিতে ইউনিয়ন সমূহ এর সাথে আলোচনার জন্য কোন সভা ডাকছে না দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ। অথচ এরই মাঝে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ইউনিয়ন সমূহ এর সাথে আলোচনা ছাড়াই একতরফা ভাবে এল.এম.এস ( লিভ ম্যানেজমেন্ট সিস্টেম ) চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (  সিআইটিইউ ) এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ইউনিয়ন এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ একতরফা ভাবে এল.এম.এস লাগু করে একদিকে শ্রমিক সংকোচন করতে চাইছে ,অন্যদিকে শ্রমিক অধিকারের ওপরে হস্তক্ষেপ করতে চাইছে । এরফলে টাইম অফিস সহ অন্যান্য অফিসে কর্মসংকোচন হবে,বেসরকারি সংস্হার হাতে শ্রমিকদের ব্যাক্তিগত ও গোপনীয় তথ্য চলে যাওয়ার আশংকা তৈরি হবে । এর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ একতরফা ভাবে বায়োমেট্রিক ব্যবস্হা চালু করে একই অবস্হা তৈরি করতে চেয়েছিল। কিন্তু ইউনিয়ন এর পক্ষ থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হলে কর্তৃপক্ষ পেছতে বাধ্য হয়। তিনি জানান যে এল.এম.এস লাগু করার বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার পাশাপাশি সমস্ত বকেয়া দাবি আদায়ের জন্য নতুন বছরের গোড়াতেই এক গুচ্ছ আন্দোলন কর্মসূচী গ্রহন করেছে । আজ দুর্গাপুর ইস্পাত কারখানার আরএমএইচপি বিভাগের প্রধানের কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে এই আন্দোলনের সূচনা হোল। আরএমএইচপি বিভাগে সর্বপ্রথম এল.এম.এস লাগু করার নোটিশ টাঙ্গানো হয় বলে আরএমএইচপি বিভাগ থেকে বিক্ষোভ কর্মসূচীর সূচনা হোল বলে ইউনিয়ন এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,দেবাশীস পাল ও রত্নাকর পণ্ডিত।




Wednesday 21 December 2022

অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ এর ডাকে ঠিকা শ্রমিকদের দু-দিন ব্যাপি বিক্ষোভ,সংহতি জানালেন স্হায়ি শ্রমিকরা।

 


দুর্গাপুর,২১শে ডিসেম্বর : এএসপিসিইইউ(সিআইটিইউ) এর ডাকে গতকাল ও আজ, অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে দলে দলে ঠিকা শ্রমিক অবিলম্বে বকেয়া ৫ কিস্তির ভিডিএ ( ভ্যারিয়েবেল ডি.এ.) প্রদান,সেইল-আরআইএনএলে এনজেসিএস আলোচনা শুরু ও বেতন চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি, অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্দেশ্যে কেন্দ্রিয় সরকারের সরকারের উদ্যোগ অবিলম্বে বাতিল ঘোষনার সাথে সাথে অবিলম্বে কারখানার আধুনিকিকরন,শ্রমিক নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান । তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে উপস্হিত ছিলেন স্হায়ী শ্রমিকসহ এইচএসইইউ (সিআইটিইউ) এর নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেঘলাল মল্লিক,বিশ্বদীপ চ্যাটার্জি,কল্যান দে ও নবেন্দু সরকার ।






Thursday 15 December 2022

দুর্ঘটনায় আহত আরো এক ঠিকা শ্রমিকের মৃত্যু : এক মাসেরও কম সময়ে দুর্ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানায় ।

 


দুর্গাপুর,১৫ই ডিসেঃ : গত ১লা ডিসেঃ ডিএসপি-র বন্ধ হয়ে যাওয়া ব্লুমিং বিলেট মিলে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ঠিকা শ্রমিক বিভূতি বিশ্বাস(২০)। আশংকাজনক অবস্হায় তাঁর চিকিৎসা চলছিল স্হানীয় এক বেসরকারী হাসপাতালে । গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। এক মাসেরও কম সময়ে কর্মরত অবস্হায় দুর্ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানায় । মৃতদের মধ্যে ১জন স্হায়ী ও চার জন ঠিকা শ্রমিক । এছাড়াও গতকাল কর্মরত অবস্হায় হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়ি চালক পবিত্র চক্রবর্তী ও দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক মারা যান । উভয় শ্রমিকের মৃত্যুতে সিআইটিইউ এর পক্ষ থেকে শোকপ্রকাশ করে কারখানায় কাজের জায়গায় সুরক্ষার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ঠিকা শ্রমিকদের সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কাস ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে নিমাই ঘোষ অবিলম্বে মৃতদের পরিবারের একজন পোষ্যের চাকুরী এবং ঠিকা শ্রমিকদের যথাযথ সেফটি ট্রেনিং ও দুর্গাপুর ইস্পাত কারখানার স্বাস্হ্য বিভাগের অধীনে নিয়মিত স্বাস্হ্য পরীক্ষার দাবি জানিয়েছেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে অবস্হার প্রতিকার চেয়ে ইউনিয়ন বার বার কর্তৃপক্ষের দ্বারস্হ হলেও,কারখানার কেন্দ্রিয় ও  বিভাগীয় সেফটি কমিটির সভা ডাকছে না । সাম্প্রতিক দুর্ঘটনার পরে কর্তৃপক্ষ নড়েচড়ে বসলেও মুল সমস্যার প্রতি এখনো উদাসীন ।স্হায়ী দক্ষ শ্রমিকদের বদলে ক্রমবর্ধমান অদক্ষ ঠিকা শ্রমিকদের নিয়োগ,ঠিকাদার সংস্হার অতিরিক্ত মুনাফা লালসা ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একাংশের অবহেলায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে ।তিনি অবিলম্বে কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্হা ও এনজেসিএস চুক্তি মোতাবেক কর্মস্হলে মৃতদের পরিবারের একজন পোষ্যের চাকুরীর দাবি জানিয়েছেন । স্টিল ওয়ার্কার্স ফেডারেন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র জানিয়েছেন কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা নিয়ে অবহেলা গোটা সেইল জুড়ে চলছে । ফলে বাড়ছে দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা। প্রায় অকেজ সেইল এর কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা সংক্রান্ত কমিটি জেসিএসএসআই । দক্ষ ও স্হায়ী শ্রমিকের স্বল্পতা,প্রয়োজনীয় ম্যানিং এর অভাব ও সর্বোপরি সেইল কর্তৃপক্ষের কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অবহেলা ও মানসিকতার অভাব কে তিনি দায়ি করে সমগ্র  সেইল-এ বৃহত্তর ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জনিয়েছেন।

 

Monday 12 December 2022

সেইল-আরআইএনএল-এ ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ক্ষোভ চরমে: সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরে ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের বিক্ষোভ।

 


দুর্গাপুর,১২ই ডিসেঃ : আজ সকালে দুর্গাপুরে ইস্পাত কারখানার মেইন গেটে ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুরে ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান।একদিকে যখন সেইল-আরআইএনএল-এ ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ক্ষোভ চরমে উঠেছে । অন্যদিকে,সাম্প্রতিক কালে দুর্গাপুরে ইস্পাত কারখানায় একের পর এক দুর্ঘটনায় বেশ কয়েক জন ঠিকা শ্রমিক কর্মরত অবস্হায় মারা গেছেন অথবা মারাত্মক ভাবে আহত হয়েছেন । কিন্তু চুক্তি অনুযায়ী মৃতদের পরিবারের একজন পোষ্যের চাকরী সহ মৃত ও আহত শ্রমিকদের পরিবারের অন্যান্য সহায়তা করার ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ তৎপরতা দেখাচ্ছে না বলে ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর পক্ষে নিমাই ঘোষ অভিযোগ করেছেন । তিনি আরো অভিযোগ করেছেন যে ঠিকা শ্রমিকদের যথাযথ সেফটি ট্রেনিং করানোর বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্হা গুলি যথেষ্ঠ পরিমানে মনোযোগী নয় । ফলে দুর্ঘটনা বেড়ে চলেছে । অবিলম্বে যথাযথ সেফটি ট্রেনিং ব্যবস্হা,কাজের সময় বৃদ্ধির বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা,সেফটির সমস্ত উপকরন যথাযথ সরবরাহ সহ ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের এবং স্ল্যাগ ব্যাঙ্ক সহ অন্যান্য জায়গায় বি-লিস্ট ভুক্ত ছাঁটাই শ্রমিকদের অবিলম্বে পুনর্বহাল করার দাবি সহ অন্যান্য দাবিতে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান । উপস্হিত ছিলেন নিমাই ঘোষ,কালি স্যান্যাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।






Friday 9 December 2022

রাজ্যের তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের বিজেপি সরকারের জন-বিরোধী নীতি একই অচল পয়সার দুই-পিঠ ।

 


দুর্গাপুর,৯ই ডিসেঃ: দীর্ঘ সন্ত্রাসের দিন অতিক্রম করে আজ ইস্পাতনগরীর শেষ প্রান্তে বি-জোনের নাগার্জুন রোডের মিলন চক্রের সামনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির ডাকে জনসভা অনুষ্ঠিত হল। সভায় কেন্দ্র-রাজ্য উভয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা । বক্তব্য রাখেন পার্টি নেতা পার্থ দাস ও স্বপন সরকার ।