Monday 29 November 2021

ইস্পাতনগরী উদযাপিত হোল পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী।

 


দুর্গাপুর,২৯শে নভেঃ : আজ সকালে,ইস্পাতনগরীর চন্ডিদাস সেক্টর অফিসে,দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে উদযাপিত হোল পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে,সংগঠনের পতাকা উত্তোলন করেন দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদ্যুৎ মুখার্জী । পরে, ইস্পাতনগরীর কাশিরাম দাস বস্তির বাসিন্দাদের মধ্যে করোনা-সংক্রমন রুখতে মাস্ক ও জরুরী প্রয়োজনের ওষুধ সহ মেডিক্যাল কিট বিতরন করা হয় । উপস্হিত ছিলেন প্রদ্যুৎ মুখার্জী,স্বপন সরকার,দিপক ঘোষ,সন্তোষ চট্টোরাজ সহ বিজ্ঞান আন্দোলনের অন্যান্য কর্মীবৃন্দ ।







Thursday 25 November 2021

প্রয়াত প্রবীন পার্টি সদস্য ।

 


দুর্গাপুর,২৫শে নভেঃ : আজ সকালে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে প্রয়াত হলেন প্রবীন পার্টি সদস্য দয়াময় সিনহা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ । তাঁর স্ত্রী,দুই পুত্র,দুই কন্যা,পু্ত্রবধু সহ নাতি-নাতনী বর্তমান। শহীদ আশিস-জব্বার ভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হলে রক্তপতাকায় তাঁর মরদেহ ঢেকে দেওয়া হয় । মরদেহে পুষ্পমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,অজিত মন্ডল,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও পার্টি কর্মিরা।

  ১৯৬০ এর দশকে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানায় স্হায়ী শ্রমিক হিসাবে কাজে যোগদান করেন । পরবর্তীকালে তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর সাথে যুক্ত হয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনে বিশিষ্ট ভুমিকা পালন করার সাথে ইস্পাতনগরীর শিবাজী ও রাণাপ্রতাপ সেক্টারের কনভেনরের দায়িত্ব পালন করেন । মৃত্যুকালে তিনি দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির অন্তর্গত শাখা সদস্য ছিলেন ।

সেইল-আরআইএনএল এর শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি”-র বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন ইস্পাত শ্রমিকরা ।

 


দুর্গাপুর,২৫শে নভেঃ : আজ সকালে ,দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল এর ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি”-র বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রদ্যুত মুখার্জি,অরুন চৌধুরী ও ঠিকা শ্রমিকদের সংগঠন ইউসিডব্লুইউ ( সিআইটিইউ )-এর পক্ষে নিমাই ঘোষ । বক্তার ব্যাখ্যা করেন যে কিভাবে এই মউ-চু্ক্তি স্হায়ী ও ঠিকা শ্রমিকদের কেবল চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে শুধু তাই নয়,এই চুক্তি শ্রমিকদের প্রতি চরম অবজ্ঞা,অমর্যাদা ও অমানবিকতর নিদর্শন । এই চুক্তিতে তরুন স্হায়ী শ্রমিকদেরও চরম বঞ্চনা করা হয়েছে । অথচ কোভিড অতিমারীর মধ্যে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা একযোগে কাজ করে সেইলের উৎপাদন সুউচ্চ পর্যায় পৌঁছে দিয়ে রেকর্ড পরিমানে সর্বকালীন সেরা মুনাফা অর্জন করতে সহয়তা করেছেন । ২০২১-২২ আর্থিক বছরের প্রথম ছয় মাসে সেইলের নিট মুনাফা প্রায় ৯০০০ হাজার কোটি টাকা ছুঁয়েছে। এর ফলে সেইল “মহা-রত্ন” রাষ্ট্রায়ত্ব সংস্হার মধ্যে তৃতীয় স্হান অধিকার করেছেন । অফিসারদের বেতন ও এরিয়ার পাল্লা দিয়ে ব্যাপক বৃদ্ধি হলেও,শ্রমিকদের ছিঁটেফোঁটাও জোটে নি । ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির বাইরে রাখা হয়েছে । বক্তারা আরও বলেন যে অবিলম্বে কালা মউ-চুক্তির বদলে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে,এনপিএস চাপানো যাবে না,এইচআরএ দিতে হবে,টাউনশীপ ও হাসপাতাল পরিষেবার আধুনিকীকরন করতে হবে,সংকোচন করা যাবে না । এছাড়াও  অন্যান্য দাবি-দাওয়ার সুষ্ঠ মীমাংসা করতে হবে । নচেৎ সিআইটিইউ সহমত গড়ে তুলে ধর্মঘটের রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে,বক্তারা হুঁশিয়ারী দিয়েছেন । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল ইডি( ওয়ার্কস ) এর কাছে এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারক-লিপি জমা দেওয়া হয় ।










Saturday 20 November 2021

সেইল-আরআইএনএল এর অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত মউ বাতিলের দাবিতে উত্তাল হোল দুর্গাপুর ইস্পাত : কৃষক আন্দোলন কে লাগাতর সমর্থন করার ঘোষনা ।

 


দুর্গাপুর,২০শে নভে: আজ সকালে,দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে প্রস্তাবিত ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত মউ অবিলম্বে বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠেন । একই সাথে ৫-বছর মেয়াদী নায্য-বেতন চুক্তি,২০১৭ সালের ১লা জানুঃ থেকে বকেয়া এরিয়ার,পেনশন সহ অন্যান্য বকেয়া বিষয়ের নায্য ও সুষ্ঠ ফয়সালার দাবি জানান এবং কৃষক আন্দোলন কে লাগাতর সমর্থন করার অঙ্গীকার করেন । কৃষক আন্দোলন কে অভিনন্দন জানিয়ে লিফলেট বিলি করা হয়।গতকাল দেশ জুড়ে প্রবল কৃষক আন্দোলনের চাপে সর্বনাশা কৃষি আইন প্রত্যাহারের ঘোষনা করতে বাধ্য হয় মোদি সরকার । দুর্বার কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-আধিকারিক সহ অন্যান্যদের কাছে সংগৃহীত ৬০,০০০ টাকা নতুন দিল্লিতে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় দফতরে গিয়ে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লার হাতে গত ১৯শে জানুঃ তুলে দিয়েছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)-র নেতৃবৃন্দ। সেখানেই ভিলাই স্টীল প্ল্যান্ট সহ ইস্পাত শিল্পের অন্যান্য ইউনিটের সিআইটিউ-ভুক্ত ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আরো মোট ৫০,০০০ টাকাও তুলে দেওয়া হয়। ভাইজাগ স্টীল প্ল্যান্টের সিআইটিইউ ভুক্ত ট্রেড ইউনিয়ন গুলি ৩,৫০,০০০ টাকা এই আন্দোলনের পাঠিয়েছিল।আগেই  ১ লক্ষ টাকার বেশি অর্থ সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি ও দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়ের পক্ষ থেকে এই আন্দোলনের সমর্থনে পাঠানো হয়।

   আজকের সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি । উপস্হিত ছিলেন ললিত মিশ্র,সীমন্ত চ্যাটার্জি,প্রদ্যুৎ মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।











Friday 19 November 2021

আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানিয়ে ইস্পাতনগরীর বুকে মিছিল ।

 


দুর্গাপুর,১৯শে নভেঃ : দেশ জুড়ে প্রবল কৃষক আন্দোলনের চাপে আজ সর্বনাশা কৃষি আইন প্রত্যাহারের ঘোষনা করতে বাধ্য হোল মোদি সরকার । আজ সন্ধ্যায় শহীদ কৃষকদের প্রতি সম্মান জানিয়ে এবং আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানিয়ে ইস্পাতনগরীর বুকে মিছিল হোল । সিআইটিইউ এর দুর্গাপুর ইস্পাত সমন্বয় সমিতির ডাকে ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে মিছিল শুরু হয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ । প্রসঙ্গত,গত ১৯শে জানুঃ, দুর্বার কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-আধিকারিক সহ অন্যান্যদের কাছে সংগৃহীত ৬০,০০০ টাকা নতুন দিল্লিতে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় দফতরে গিয়ে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লার হাতে তুলে দিয়েছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)-র নেতৃবৃন্দ।তারও আগে, ১ লক্ষ টাকার বেশি অর্থ সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি ও দুর্গাপুর পূর্বের তৎকালীন সিপিআই(এম)  বিধায়ক সন্তোষ দেবরায়ের পক্ষ থেকে এই আন্দোলনের সমর্থনে পাঠানো হয়।





















Tuesday 16 November 2021

ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লব ও পার্টির এরিয়া সম্মেলন উপলক্ষে সাজানো ফ্ল্যাগ-ফেস্টুন কে রাতের অন্ধকারে ছিঁড়ে দিল দুষ্কৃতিরা ।

 



দুর্গাপুর,১৬ই নভেঃ : মহান নভেম্বর বিপ্লব ও দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ২য় সম্মেলন উপলক্ষে ইস্পাতনগরীর এ-জোন অঞ্চলের বিভিন্ন রোটারি সেজে উঠেছিল রক্ত পতাকা ও বিভিন্ন ধরনের ফেস্টুনে । অক্লান্ত পরিশ্রম করে পার্টি কর্মীরা ভারতের স্বাধীনতা আন্দোলন , ভারতের ও আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে ফেস্টুনের মধ্য দিয়ে তুলে ধরেন । রক্ত পতাকার  সেজে ওঠা ইস্পাতনগরীর পরিচিত সত্তা কে রাঙ্গিয়ে তুলেছে । এতেই প্রতিক্রিয়াশীল শক্তির চক্ষুশূল হয়ে ওঠে বলে মনে করছেন সাধারন মানুষ ।গত কাল রাতের অন্ধকারে হর্ষবর্ধন রোড ও নেতাজী ভবনের সামনের রোটারিতে লাগানো পার্টির এরিয়া সম্মেলন উপলক্ষে সাজানো ফ্ল্যাগ-ফেস্টুন কে রাতের অন্ধকারে ছিঁড়ে দেয় দুষ্কৃতিরা । সকালে প্রথমে দুর্গাপুর ইস্পাতের ডিউটি-ফেরত শ্রমিকদের ও তারপরে এলাকার মানুষজনের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ।





Monday 15 November 2021

মহান নভেম্বর বিপ্লব স্বর্গের কল্পনা কে মর্ত্যে গড়ে তুলেছিল : শ্রীদীপ ভট্টাচার্য ।

 


দুর্গাপুর,১৫ই নভেঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে চিত্তব্রত মজুমদার ভবনে,ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত,”বিপ্লব ও আজকের সময়” – শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য । সভার শুরুতে গতকাল ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত বিতর্ক-সভার প্রতিযোগীদের হাতে স্মারক তুলে দেওয়া হয় । সভাপতিত্ব করেন সন্তোষ দেবরায়। এছাড়াও উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।