Wednesday 30 August 2023

পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল রাখী বন্ধন উৎসব : দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,৩০শে আগস্ট : আজ সকালে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর  ইস্পাত কমিটির উদ্যোগে ইস্পাতনগরীর পাঁচ মাথা মোড়ের অনুষ্ঠিত হোল রাখী বন্ধন উৎসব।এই উপলক্ষে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় । পরে সংগঠনের অন্যতম সদস্যা লতিকা বর্মনের হাতে তিনি রাখী বেঁধে দিয়ে উৎসবের সুচনা করেন। সংগঠনের সদস্যরা এরপরে স্হানীয় বাসিন্দা ও পথচলতি মানুষের হাতে রাখী পড়িয়ে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব গড়ে তুলে বিভেদকামী শক্তি কে পরাস্ত করতে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানান । সংগঠনের পক্ষ থেকে বেনাচিতির ইউকো ব্যাঙ্কের সামনেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।উপস্হিত ছিলেন ডেপুটি এসডিএম অভিজিত ব্যানার্জি,নিমাই ঘোষ,গৌতম ঘোষ,তপন বাদ্যকর,ধ্রুবজ্যোতি মুখার্জি, প্রমুখ।

আজ সকালে, সেইল-আরআইএনএল এর শ্রমিকদের অবিলম্বে বার্ষিক বোনাস সহ পুর্নাঙ্গ বেতন-চুক্তি ও বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,৩৯ মাসের এরিয়ার,শ্রমিক-বিরোধী আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্যোগ বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন ও সম্প্রসারন সহ একাধিক দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস)-এ  বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মোহন মিশ্র,সন্দীপ পাল ও প্রদ্যুত মুখার্জি। সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়।




















Tuesday 29 August 2023

৩১শে আগস্ট ধর্মতলায় সমাবেশ ও ১লা সেপ্টেঃ ইস্পাতনগরীতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে মহামিছিল সফল করার আহ্বান জানিয়ে সভা।

 


দুর্গাপুর,২৯শে আগস্ট : এই বছরে ৩১শে আগষ্ট খাদ্য ও গণ–আন্দোলনের শহীদ দিবস পালন ও জনগনের জ্বলন্ত সমস্যার সমাধনের দাবিতে রাজ্য বামফ্রন্টের ডাকে ঐ দিন কলকাতার ধর্মতলায় বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে।ঐ সমাবেশ কে সফল করার আহ্বান জানিয়ে এবং খাদ্য আন্দোলন সহ গণ আন্দোলনের অমর শহীদদের স্মরণে ও আগামী ১লা সেপ্টেঃ ইস্পাতনগরীতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে মহামিছিল সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন ললিত মিশ্র ও জীবন আইচ ।সন্ধ্যায় সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরুর ২য় স্টপেজে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে অপর সভায় বক্তব্য রাখেন স্বপন সরকার,প্রকাশতরু চক্রবর্তি ও আল্পনা চৌধুরি।


















Saturday 26 August 2023

খাদ্য আন্দোলন সহ গণ আন্দোলনের অমর শহীদদের স্মরণে ইস্পাতনগরীতে সভা।

 


দুর্গাপুর,২৬শে আগস্ট : ৩১শে আগষ্ট,১৯৫৯ সালে খাদ্যের দাবীতে,কমিউনিষ্ট পার্টি ও বামপন্হী দলগুলির ডাকে কলকাতার রাজপথে  আন্দোলনরত মানুষের উপরে লাঠি-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে তৎকালীন রাজ্য সরকারের পুলিশ ৮০ জন নিরস্ত্র মানুষকে অবলীলায় ঠান্ডা মাথায় খুন করে এবং ৩০০০ এর বেশী মানুষকে আহত করে । ১৯৭৮ সাল থেকে বামফ্রন্টের পক্ষ থেকে এই দিনটি খাদ্য ও গণ–আন্দোলনের শহীদ দিবস হিসাবে পালন করা হয় ।এই বছরে ৩১শে আগষ্ট খাদ্য ও গণ–আন্দোলনের শহীদ দিবস পালন ও জনগনের জ্বলন্ত সমস্যার সমাধনের দাবিতে রাজ্য বামফ্রন্টের ডাকে ঐ দিন কলকাতার ধর্মতলায় বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে।ঐ সমাবেশ কে সফল করার আহ্বান জানিয়ে এবং খাদ্য আন্দোলন সহ গণ আন্দোলনের অমর শহীদদের স্মরণে ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে আজ সন্ধ্যায় ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন ললিত মিশ্র,স্বপন সরকার ও আল্পনা চৌধুরি । 








Thursday 24 August 2023

অবিলম্বে পুর্নাঙ্গ বেতন-চুক্তি ও বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ অন্যান্য দাবিতে সিআইটিইউ এর ডাকে চলেছে স্বাক্ষর-সংগ্রহ।

 


দুর্গাপুর,২৪শে আগস্ট : সেইল-আরআইএনএল এর শ্রমিকদের অবিলম্বে পুর্নাঙ্গ বেতন-চুক্তি ও বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,৩৯ মাসের এরিয়ার,শ্রমিক-বিরোধী আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্যোগ বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন ও সম্প্রসারন সহ একাধিক দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা গণ-সাক্ষর অভিযানে সামিল হয়েছেন। একদিকে বিভাগে বিভাগে চলেছ স্বাক্ষর-সংগ্রহ,অন্যদিকে কারখানার বিভিন্ন গেটে চলেছে স্বাক্ষর-সংগ্রহ । আজ সকালে,ওয়ারিয়া ( ৩ নং ) গেটে স্বাক্ষর-সংগ্রহ করা হয়। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে সীমান্ত চ্যাটার্জি জানিয়েছেন যে দাবির সমর্থনে শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ভাবে স্বাক্ষর করছেন।