Monday 24 May 2021

ইস্পাতনগরীতে রেড ভলান্টিয়ার্সদের কাজ শুরু হল ।

 


দুর্গাপুর,২৪শে মে :আজ ইস্পাতনগরীর চন্ডিদাস রোডে চালু হল রেড ভলান্টিয়ার্সদের একটি ক্যাম্প।উদ্বোধন করেন সি পি আই ( এম) এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। ক্যাম্পে অক্সিজেন সহ তিনটি আপদকালীন শয্যা,অসুস্থ দের বাড়িতে অক্সিমিটারে অক্সিজেন লেভেল চেক,কোয়ারান্টাইনে থাকা মানুষদের বিনামূল্যে খাওয়ার সরবরাহ, ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ,এলাকা স্যানিটাইজেশন, যথাযথ মূল্যে এম্বুলেন্স সার্ভিস প্রভৃতি পরিষেবার কাজ শুরু হল।এছাড়াও উপস্থিত ছিলেন সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রেড ভলান্টিয়ার্সরা । অন্যদিকে রেড ভলান্টিয়ার্সরা আজ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের সামনে দোকান সংলগ্ন অঞ্চলে স্যানিটাইজেশনের কাজ করেন । বিরোধী রাজনৈতিক দলের লোকজনও রেড ভলান্টিয়ার্সদের কাজে প্রশংসা করেছেন ।















Saturday 22 May 2021

সিআইটিইউ এর ডাকে দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শ্রমিকদের বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা ।

 


দুর্গাপুর,২২শে মে : আজ সকালে,সিআইটিইউ এর ডাকে,দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে রাষ্ট্রায়ত্ব ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) বিক্রির জন্য কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের শততম দিনে ভাইজাগ ইস্পাত কারখানা সহ অ্যালয় স্টিল প্ল্যান্টে,সালেম ও ভদ্রাবতী বিক্রির সিদ্ধান্ত এবং দুর্গাপুর ইস্পাত ও ভিলাই ইস্পাত কারখানা বিক্রির হুমকির বিরুদ্ধে স্বাস্হ্য বিধি মেনে মিছিল করে প্রতিবাদে সামিল হলেন । মিছিল শেষে বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারন সম্পাদক ললিত মিশ্র । উপস্হিত ছিলেন কালি সান্যাল,সীমন্ত চ্যাটার্জি,দিপক ঘোষ,নবেন্দু ঘোষ,নন্দলাল দাস,প্রবীর ঘোষ ঘোষ প্রমুখ । রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্যত্র আজ সিআইটিইউ এর ডাকে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছিলেন  ইস্পাত শ্রমিকরা ।

    অন্যদিকে,আজ বি.টি.রণদিভে ভবন কে জীবানুমুক্ত করার কাজে সামিল হয়েছিলেন রেড ভলান্টিয়ার্সরা ।








Friday 21 May 2021

সিআইটিইউ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য ইস্পাত শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যদের রক্তদান শিবির ।

 


দুর্গাপুর,২১শে মে : আজ সকালে  হিন্দুস্থান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর উদ্যোগে ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি  ব্লাড ডোনার্স ফোরামের ঐকান্তিক সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্তদানের উদ্দেশ্যে এই সময় সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ইসপাতনগরীর বি.টি. রণদিভে ভবনে অভিনব উদ্যোগে মোবাইল বাসের ভেতর রক্তদান শিবিরের আয়োজন করা হয়।৩ জন মহিলা সহ ২০ জন ইস্পাত শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্য শিবিরে রক্তদান করেন । স্বাস্থ্যবিধি মেনে উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ সহ হিন্দুস্থান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর কর্মি ও নেতৃবৃন্দ, দুর্গাপুর মহকুমা ভলান্টারি  ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে কবি ঘোষ ও দুর্গাপুর  থ্যালাসেমিয়া সোসাইটির পরিচালকবৃন্দ। হিন্দুস্থান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে আগামী ৩১শে মে সি.আই.টি.ইউ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ও বর্তমান কোভিড পরিস্হিতে সমস্যাগ্রস্হ থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার জন্য আজকের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ।









Wednesday 19 May 2021

প্রয়াত পার্টি সদস্য অসীম মজুমদার ।

 


দুর্গাপুর,১৯শে মে : গতকাল সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির শিবাজী রোড শাখার প্রবীন পার্টি সদস্য অসীম মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ । তাঁর স্ত্রী-ও কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

     দুর্গাপুর ইস্পাত কারখানার এ-জোন টাউনশীপ ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স এর অবসরপ্রাপ্ত শ্রমিক অসীম মজুমদার ১৯৬০ এর দশকে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজে যোগদান করেন ও ১৯৭৭ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর সক্রিয় আগুসারি কর্মী ছিলেন । ১৯৭০-এ দুর্গাপুর ইস্পাত কারখানার লাগাতার ধর্মঘটের দিনে পুলিশ ও আধাসামরিক বাহিনীর হাতে তাঁকে চরম নির্যাতন ভোগ করতে হয় । কর্মস্হলের সাথে বাসস্হান অঞ্চলেও সমানভাবে সক্রিয় ছিলেন।বয়োঃজনিত কারনে শারীরিক অসুস্হতা সত্বেও তিনি বিগত বিধান সভার নির্বাচনের সময় মীনাক্ষী মুখার্জী-আভাষ রায় চৌধুরীর সভায় যোগদান করেন । সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষে নির্মল ভট্টাচার্য তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ।

Sunday 16 May 2021

পার্টি অফিস দখলের সাথে সাথে পুনরুদ্ধার ।

 


দুর্গাপুর,১৬ই মে : গত কাল রাতে সিপিআইএমের একটি পার্টি অফিস দখল করে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।ঘটনার সূত্রপাত শনিবার রাত্রি প্রায় দশটা নাগাদ দুর্গাপুর নগর নিগমের ৩১নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের কাছে সিপিআইএমের একটি পার্টি অফিসের দলীয় পতাকা নামিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ঝান্ডা লাগিয়ে, পার্টি অফিসের ওপরে লেখা দেওয়াল সবুজ রং করে দিয়ে অফিসে তালা মেরে দেয় বলে অভিযোগ। পার্টি অফিসের থেকে প্রয়োজনীয় কাগজ-পত্র ও একটি টিভি নিয়ে যায় । খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার এবং পার্টির অন্যান্য নেতা কর্মীরা। কোকওভেন থানার পুলিশকে সিপিআইএম নেতৃত্ব জানিয়ে দেয় যদি অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ না করে তাহলে বড় আন্দোলনের পথে তারা পা বাড়াবেন। এরপর কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলায়। পুলিশের উপস্থিতিতে শেষ পর্যন্ত পার্টি অফিসের তালা ভেঙে, তৃণমূললের দলীয় পতাকা নামিয়ে দিয়ে, সেই অফিস ফের পুনরুদ্ধার করে সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ করেন যে পুরো ঘটনার পেছনে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব রয়েছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন তারা সংগঠিত করবেন।রাত্রি সাড়ে দশটা পর্যন্ত পার্টি অফিস পুনুরুদ্ধারের কাজ চলে।তারপরে কোকওভেন থানাতে অভিযোগ দায়ের করা হয়।আজ সকালে পার্টি অফিসে নতুন করে রঙ করা হয় ।











Friday 14 May 2021

প্রয়াত ইস্পাতনগরীর নারী আন্দোলনের অন্যতম নেত্রী অনিমা সাহা ।

 


দুর্গাপুর,১৪ই মে : ইস্পাত নগরীর মহিলা আন্দোলনের অন্যতম নেত্রী অনিমা সাহা গতকাল  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে সন্ধ্যা ৭-১৫ মিনিটে প্রয়াত হন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল  ৬৯ বছর।বিভিন্ন লড়াই- আন্দোলন-সংগ্রামে মহিলাদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন নারী আন্দোলোনের পাশাপাশি বস্তিবাসীদের বিভিন্ন অধিকার রক্ষার আন্দোলন-সংগ্রামেও তিনি অসামান্য ভুমিকা পালন করেছিলেন।সাম্প্রতিক বিধানসভা নির্বাচন সময়কালে প্রতিটি কর্মসূচিতে তিনি সামনের সারিতে থেকে অংশগ্রহন করেন।

       মহিলা আন্দোলনের মধ্য দিয়ে ১৯৭৭-সালে তিনি পার্টির সভ্যপদ লাভ করেন।তিনি আমৃত্যু দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির অন্তর্গত শোভাপুর-আর্যভট্ট শাখার সঙ্গে যুক্ত ছিলেন।তাঁর মৃত্যুর খবর পেয়ে পার্টির নেতৃত্ব সহ বহু পার্টি সদস্য,অসংখ্য দরদী সমর্থক হাসপাতালে ছুটে যান।তার প্রয়াণে পার্টিনেতৃত্ব গভীর শোক প্রকাশ করে তাঁ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।প্রয়াত নেত্রীর এক কন্যা,দুই পুত্র,পুত্রবধু,নাতি-নাতনি বর্তমান।




Tuesday 11 May 2021

অবিলম্বে বেতন-চুক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক-বিক্ষোভ : করোনায় মৃত ইস্পাত শ্রমিকের পোষ্যের চাকুরীর দাবিতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী কে সিআইটিইউ এর চিঠি ।

 


দুর্গাপুর,১১ই মে : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে কোভিড বিধি মেনে তুমুল বিক্ষোভ দেখান । ২০১৭ সালের ১লা জানুঃ থেকে বকেয়া থাকলেও কেন্দ্র সরকারের অধীনস্ত সেইল কর্তৃপক্ষ বেতন-চুক্তি সহ অন্যান্য বিষয় ফয়সালা করার পরিবর্তে লাগাতার টালবাহানা করছে,৫-বছরের পরিবর্তে ১০-বছরের বেতন-চুক্তি,গ্র্যাচুইটির সিলিং প্রভৃতি অপমানজনক শর্ত চাপানোর চেষ্টা করছে বলে সিআইটিইউ  এর পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে এরিয়ার সহ ৫-বছরের বেতন-চুক্তি,প্রকৃত বেসিকের নূন্যতম ১৭% এমজিবি ও ৩৫% পার্কস এবং ৯% পেনশন,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি,সিলিং ছাড়া গ্র্যাচুইটি সহ অন্যান্য দাবির ফয়সলার দাবি জানানো হয় । অন্যদিকে,ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে করোনায় মৃত ইস্পাত শ্রমিকের পোষ্যের চাকুরীর দাবিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে । চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয় যে দেশের ভয়াবহ করোনা পরস্হিতির মধ্যেও সেইলের শ্রমিক-কর্মচারী-আধিকারিকরা উৎপাদন জারী রেখে দেশ কে ইস্পাত ও অক্সিজেনের গুরুত্বপূর্ন সরবরাহ বজায় রেখে চলেছেন । ইতিমধ্যে করোনা সংক্রমনে শতাধিক সেইলের শ্রমিক-কর্মচারী-আধিকারিকের মৃত্যু হয়েছে ।ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমনে মৃত কেন্দ্রীয় সরকারী শ্রমিক-কর্মচারী-আধিকারিকের জন্য পোষ্যের চাকুরীর জন্য নির্দেশিকা জারী করেছে । তাই এই তালিকায় সেইলের শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের নিয়ে আসার জন্য অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সিআইটিইউ দাবি জানিয়েছে ।

অন্যদিকে,দুর্গাপুরে রেড ভলান্টয়ার্সরা কাজ করে চলেছেন । দুর্গাপুর পৌর নিগমের ৩১ নং ওয়ার্ডে করোনা রোগীদের সহায়তা পৌঁছে দিয়েছেন ।

 



Wednesday 5 May 2021

ইস্পাতনগরীতে পালিত হল কার্ল মার্কসের ২০৪-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,৫ই মে : আজ ইস্পাতনরীর শহিদ আশিস-জব্বার ভবনে পালিত হল মহান দার্শনিক ও শ্রমজীবি মানুষের বন্ধু কার্ল মার্কসের ২০৪-তম জন্মদিবস।এই উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ প্রমুখ ।