Friday 22 September 2017

ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্স ও উপযুক্ত নাগরিক পরিষেবার দাবীতে বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর,২২শে সেপ্টেঃ – আজ বিকালে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং ) হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্স ও উপযুক্ত নাগরিক পরিষেবার দাবীতে বিক্ষোভ সমাবেশ হয় ।
দীর্ঘ দিন ধরে সমস্ত ধরনের ইস্পাত শ্রমিক-কর্মচারীদের  ( কর্মরত ও অবসরপ্রাপ্ত ) জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ ও লাইসেন্স এর দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) যৌথ ও একক আন্দোলন চালিয়ে আসছে । আন্দোলনের চাপে ইস্পাত কর্তৃপক্ষ আংশিক দাবী মানলেও , সামগ্রিক দাবী পূরনের ক্ষেত্রে টালবাহানা করছে । অন্য দিকে জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী বব্যস্হা-কোয়ার্টার মেইন্টেন্যান্স এর মত গুরুত্বপূর্ণ পরিষেবায় গুরুতর অবনতি ঘটেছে । ইস্পাতনগরীর জমি-কোয়ার্টার বেদখল ও যত্রতত্র অবৈধ দোকানপাট ও বস্তি গড়ে উঠছে , চলছে অবৈধ বিদ্যুৎ-সংযোগ ও বিদ্যুৎ চুরি । এক্ষেত্রেও ইউনিয়ন লাগাতার ভাবে আন্দোলন চালিয়ে ইস্পাত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলেও সমস্যার সিংহভাগ লাঘব হয় নি ।

বিক্ষোভ সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল দাবী-সম্বলিত স্মারকলিপি কর্তৃপক্ষের কাছে জমা দেয় । পরে প্রতিনিধি দলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী  সমাবেশে জানান যে কর্তৃপক্ষ দুর্গাপূজোর পরে কোয়ার্টার-জমি লিজ ও লাইসেন্স এর বিষয়ে ইউনিয়নদের সাথে আলোচনার আশ্বাস দিয়েছে । এ ছাড়া , নাগরিক পরিষেবার বিষয়ে বেশ কিছু কাজ আগামী নভেম্বর মাস থেকে শুরু করার আশ্বাস কর্তৃপক্ষ দিয়েছে বলে তিনি জানিয়েছেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুরুপ্রসাদ ব্যানার্জী , প্রকাশতরু চক্রবর্তী ( সি.আই.টি.ইউ ), সুব্রত ভট্টাচার্য ( আই.এন.টি.ইউ.সি ),দুলাল কয়াল ( সেইল এমপ্লয়িজ ফোরাম ) ও সুকান্ত সেন ( লাইসেন্সিং অ্যাসোসিয়েশন )


Thursday 21 September 2017

বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠান ।



দুর্গাপুর , ২১শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান । গত ৬ই আগষ্ট ইউনিয়ন দফ্তরে শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায়  সফল ৩০ জন প্রতিযোগি ও তাৎক্ষনিক বক্তৃতায় সফল ৫ জন প্রতিযোগি কে আজ পুরষ্কৃত করা হয় । কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা পুরষ্কার বিজেতা দুর্গাপুর ইস্পাত কারখানার ১০ জন শ্রমিক কে সম্বর্ধনা জানানো হয় । নাট্য চর্চার বিশেষ কৃতিত্বের জন্য সম্বর্ধিত হয় মিত্র মেলা কিশোর বাহিনী । সম্বর্ধনা জানানো হয় ইউনিয়নের সর্বক্ষনের কর্মী রামরূপ প্রসাদ কে । পুরস্কার বিতরন ও সম্বর্ধনা জানান ইউনিয়নের সভাপতি রথীন রায় , বিশ্বরূপ ব্যানার্জী সহ উপস্হিত  ইউনিয়ন নেতৃবৃন্দ ।




Wednesday 20 September 2017

বার্ষিক বোনাস ( পূজা বোনাস) এর দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।



দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় ই.ডি. ওয়ার্কসের দফ্তরে  ইস্পাত শ্রমিকরা বার্ষিক বোনাস ( পূজা বোনাস) এর দাবীতে বিক্ষোভ দেখান । অবিলম্বে বাৎসরিক বোনাসের ( যা পূজো বোনাস নামে পরিচিত ) আলোচনা শুরু করে বোনাস-চুক্তি সহ অবিলম্বে শ্রমিকদের বোনাস প্রদানের দাবীতে   আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী  ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত । সভা চলাকালীন,এক প্রতিনিধি দল ই.ডি. ওয়ার্কসের দফ্তরে  গিয়ে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । এই দাবীতে আজ রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের সবর্ত্র শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানিয়েছেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) সাধারন সম্পাদক পি.কে.দাস । সেইল কর্তৃপক্ষ আগামী ২৬শে সেপ্টেঃ দিল্লি তে বোনাস সংক্রান্ত আলোচনার জন্য ইউনিয়ন গুলি কে ডেকেছে ।  

Wednesday 13 September 2017

দুর্গাপুর ইস্পাত কারখানায় তুমুল শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ : আজ বিকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় সি.ই.ও এর দফ্তরে  ইস্পাত শ্রমিকরা তুমুল বিক্ষোভ দেখালেন । বাৎসরিক বোনাসের ( যা পূজো বোনাস নামে পরিচিত ) আলোচনা শুরু করে বোনাস-চুক্তি সহ অবিলম্বে শ্রমিকদের বোনাস প্রদান, ‘পারসোন্যাল অ্যাপ্রাইসালে’ এর নামে চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের প্রমোশনের ক্ষেত্রে কর্তৃপক্ষের পুরনো ঢং এর স্বেচ্ছাচারী বাধাদানের  প্রথা ফিরিয়ে আনার অপচেষ্টা অবিলম্বে বাতিল ও আউট-পাস নিয়ে কর্তৃপক্ষের খামখেয়ালী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবীতে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , প্রকাশতরু চক্রবর্তী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কাজল মজুমদার । সভা চলাকালীন,এক প্রতিনিধি দল সি.ই.ও এর দফ্তরে  গিয়ে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । গত ১১ই সেপ্টেঃ , ইউনিয়নের পক্ষ থেকে কারখানার প্রতিটি বিভাগের প্রধানের কাছে একই দাবীতে বিক্ষোভ দেখানো হয় ।

Monday 11 September 2017

১৭টি বামপন্হী সংগঠনের ডাকে ১২দফা দাবীতে আজ আসানসোলে গণ সমাবেশে জনজোয়ার ।




দুর্গাপুর,১১ই সেপ্টেঃ : আজ বিকালে আসানসোলের জেলা লাইব্রেরীর ময়দানের সংহতি মঞ্চে ১৭টি বামপন্হী সংগঠনের ডাকে ১২দফা দাবীতে আজ আসানসোলে গণ সমাবেশে জনজোয়ার সৃষ্টি হয় । বর্ধমান ( পশ্চিম ) জেলার এই কেন্দ্রীয় সমাবেশে সম কাজে সম বেতন , বন্ধ কল-কারখানা খোলা , বেকারদের জন্য কাজ সৃষ্টি সহ ১২ দফা দাবীতে , জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ  যোগ দেন । দাবী পত্র উথ্থাপন করেন বীরেশ্বর মন্ডল । জেলার শিল্পাঞ্চলের করুণ অবস্হার কথা তুলে ধরেন জেলার বামফ্রন্টের আহ্বায়ক বংশগোপাল চৌধুরী । একই সাথে তিনি কৃষি ও কৃষকের জীবনের ভয়াবহ পরিস্হিতির কথা তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের তুলোধোনা করেন । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী  একই সাথে পঃ বঙ্গে শ্রমজীবি মানুষের উপরে তৃণমূলের চরম অগনতান্ত্রিক আক্রমনের কথা স্মরন করিয়ে দিয়ে, শ্রমজীবি মানুষের জীবন-জীবিকা ,গনতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আর.পি.সিং ( সি.পি.আই),বিধুভূষন চৌধুরী ( আর.এস.পি),ওয়াসিমূল হক ( আসানসোল পৌরসভার বিরোধী দলনেতা ) ও ভবানী আচার্য ( ফঃ বঃ ) । সমাবেশ চলাকালীন প্রতিনিধি দল গিয়ে ডিএম এর কাছে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । সমাবেশে সভাপতিত্ব করেন বংশগোপাল চৌধুরী ।










Sunday 10 September 2017

গৌরী লঙ্কেশের খুনের বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের প্রতিবাদ মিছিল ।



দুর্গাপুর,৭ই সেপ্টেঃ : কর্ণাটকের বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের বিশিষ্ট সংগঠক গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত শাখার পক্ষ থেকে আজ সকালে সেইল সমবায় আবাসন অঞ্চলে একটি প্রতিবাদী মৌন মিছিল সংগঠিত হয় । মিছিল শেষে বক্তব্য রাখেন ইস্পাত শাখার সম্পাদিকা অরুন্ধতী ভাদুরী ।

Friday 8 September 2017

গৌরী লঙ্কেশের খুনের বিরুদ্ধে ইস্পাতনগরীতে প্রতিবাদ চলছে ।



দুর্গাপুর,৭ই সেপ্টেঃ : কর্ণাটকের বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের বিশিষ্ট সংগঠক গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে আজও  ইস্পাতনগরীতে প্রতিবাদ সংগঠিত হয় । সকালে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের আহ্বানে ইস্পাত শ্রমিকরা কারখনার অভ্যন্তরে বিক্ষোভ দেখান । সন্ধ্যায় পার্টির ইস্পাত এরিয়া-২ কমিটির ডাকে  ইস্পাতনগরীর এ-জোন সেকেন্ডারী রোডের এম.আই.এস মোড়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য ও জীবন আইচ । আবৃতি করে প্রতিবাদ জানান রূপক দাস,সুচিরা সরকার ও অশোক কুণ্ডু । প্রতিবাদ জানিয়ে সাক্ষর গৌরী লঙ্কেশের ছবি-সম্বলিত ফেস্টুনে সাক্ষর  করেন বহু মানুষ । সভাপতিত্ব করেন কাজল চ্যাটার্জী ।


Thursday 7 September 2017

গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে গর্জে উঠল ইস্পাতনগরী ।



দুর্গাপুর,৭ই সেপ্টেঃ : কর্ণাটকের বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের বিশিষ্ট সংগঠক গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে আজ ইস্পাতনগরীর বি’জোনে বি.টি.রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত একটি প্রতিবাদী মৌন মিছিল যায় । মিছিলে অংশগ্রহনকারীরা কালো ব্যাজ পড়ে শোক জ্ঞাপন করেন । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত ২নং এরিয়া কমিটির ডাকে এই মিছিলে ছিলেন স্বপন ব্যানার্জী , আল্পনা চৌধুরী , স্বপন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Wednesday 6 September 2017

দুর্গাপুরের মানুষের গনতান্ত্রিক অধিকারের উপর আবারও আঘাত হানলো তৃণমূল ।



দুর্গাপুর,৬ই সেপ্টেঃ : পরিকল্পিত ভাবে বহিরাগত প্রায় বিশ হাজার দুষ্কৃতি নামিয়ে দুর্গাপুর পৌর নির্বাচনে ভোট-লুঠের জালিয়াত নির্বাচনের রেশ মিটতে না মিটতে আবারও দুর্গাপুরের মানুষের গনতান্ত্রিক অধিকারের উপর আঘাত হানলো তৃণমূল ।

এবারের লক্ষ্য হল দুর্গাপুর ইস্পাত কারখানার হাজার হাজার শ্রমিক, কর্মচারী, আধিকারিক, অবসরপ্রাপ্ত ও অন্যান্য সাধারণ মানুষ যাঁদের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে মাত্র ৬১০ টাকা মূলধন নিয়ে শুরু হওয়া ক্রেডিট সোসাইটি থেকে আজ কয়েক শত কোটি টাকার সঞ্চয়নে পরিনত দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ সমবায় ব্যাঙ্কের নির্বাচন। গত ২০১২ সালে গুণ্ডা দিয়ে ভোট লুঠ করে সমবায় ব্যাঙ্কের নির্বাচন কে প্রহসনে পরিনত করে পরিচালন সমিতির  ক্ষমতা দখল করে তৃণমূল।সেই কলঙ্কের ইতিহাস দুর্গাপুরবাসীরা জানেন। এবার আবার সেই ব্যাঙ্কে নির্বাচন হওয়ার কথা ছিল। ৪ ও ৫ই সেপ্টেম্বর মনোনয়নপত্র তোলার দিন ও ১৫ই অক্টোবর নির্বাচনের দিন নির্ধারিত হয়। কিন্তু ৪ তারিখ সকালে মনোনয়নপত্র তোলা কে ঘিরে তৃণমূলের দুই দল বিবাদে জড়ালে , উৎসবের মরশুমে পুলিশ পাওয়া যাবে না এই অজুহাতে এ.আর.সি.এস-র থেকে তড়িঘড়ি করে অনির্দিষ্ট সময়ের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ জারী করা হয় । আগামী সেপ্টেম্বর দুর্গাপুর স্টীল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে।নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তির আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ড গঠন করার কথা, কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। মেয়াদ শেষে দুর্গাপুরের গর্বের এই ব্যাঙ্ক সরকার নির্দেশিত কোনো অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে চলে যাবে। এই অবস্হা এর আগে কখনও এই ব্যাঙ্কের ক্ষেত্রে ঘটে নি । স্বাভাবিকভাবেই এই ঘটনা শ্রমিক ও আমানতকারিদের মধ্যে নানা রকম আশঙ্কা তৈরি করেছে।
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে নির্বাচন স্থগিত রাখার নির্দেশের তীব্র বিরোধিতা করে - অ্যাডমিনিস্ট্রেটর নয় নির্দিষ্ট সময়েই নির্বাচনের মাধ্যমে সদস্যদের ঠিক করে দেওয়া বোর্ডের হাতে ব্যাঙ্কের দায়িত্বভার অর্পণ করতে হবে, প্রতিটি সদস্যের মতদানের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে হবে এবং নির্বাচন সুষ্ঠ ও অবাধ করার জন্য কর্তৃপক্ষ ও প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা করার দাবী জানানো হয়েছে । একই সাথে ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুরের মানুষের অত্যন্ত প্রিয় ও গর্বের এই প্রতিষ্ঠানকে দলমত নির্বিশেষে সকলে মিলেই রক্ষা করার আহ্বান জানানো হয়েছে।




Tuesday 5 September 2017

পুলিশী বাধা অতিক্রম করে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ হল ইস্পাতনগরীতে ।


                                            ( ছবি – কবিরঞ্জন দাসগুপ্ত )

দুর্গাপুর , ৫ই সেপ্টেঃ : গত রবিবার ( ৩রা সেপ্টেঃ ) ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে রাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লক্ষ লক্ষ মানুষের স্বার্থে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও পার্টির ২নং এরিয়া কমিটি উদ্যোগে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করতে গেলে পুলিশ বাধা দেয় । বিনা অনুমতিতে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করা যাবে না – এই বলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ । কিন্তু বাধা উপেক্ষা করে অর্থ সংগ্রহের কাজ চালিয়ে যাওয়া হয় । বিপুল সারা মেলে । দোকানদার-ক্রেতা – পথচারীদের স্বতঃস্ফূর্ত দানে মাত্র দু ঘন্টায় ১৫ হাজার টাকা সংগ্রীহিত হয় । পার্টির বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির সদস্য সন্তোষ দেবরায় জানিয়েছেন যে গোটা ইস্পাতনগরী জুড়ে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করা হবে । বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করতে অন্যান্যদের সাথে উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় , বিশ্বরূপ ব্যানার্জী , স্বপন ব্যানার্জী , দীপক ঘোষ , আল্পনা চৌধুরী , স্বপন সরকার প্রমূখ ।

Friday 1 September 2017

আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিল ।



দুর্গাপুর,১লা সেপ্টেঃ : প্রতি বছরের মত এবারও “ ১লা সেপ্টেম্বর যুদ্ধবিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি”-র পক্ষ থেকে ১লা সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিলের ডাক দেওয়া হয় । আশিষ মার্কেট থেকে পড়ন্ত বিকালে  মহামিছিল শুরু হয় । মিছিল শুরুর আগে আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে ও সাধারন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে  শান্তি আন্দোলন জোরদার করার জন্য আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জী ।
মহামিছিল ইস্পাতনগরীর এ’জোন ও বি’জোনের বিভিন্ন রাস্তা ঘুরে নিউটন পূজা ময়দানে শেষ হয় । মিছিল শেষে শপথবাক্য পাঠ করান হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অ্যালয় স্টিল শাখার  ওবি-কনভেনর মলয় ভট্টাচার্য । মিছিলে উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় সহ গন-আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ।