Monday 25 November 2013

সারদা - কেলেংকারিতে অবিলম্বে সিবিআই তদন্ত সহ ৪-দফা দাবীতে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।

দুর্গাপুর , ২৫শে নভেঃ : আজ , সারদা - কেলেংকারিতে অবিলম্বে সিবিআই তদন্ত - কমরেড জ্যোতি বসুর মূর্তিকে কালিমালিপ্ত করার বিরুদ্ধে - অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে  ও ছাত্রনেতা শহীদ কমরেড সুদীপ্ত গুপ্ত- র পুলিশী হেফাজতে মৃত্যুর সিবিআই তদন্তের দাবীতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) - র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে এক বিশাল মিছিল ইস্পাতনগরীর বি'জোনের বিভিন্ন পথ পরিক্রমা করে । বি'জোনে পোষ্ট - অফিস থেকে মিছিল শুরু হয়ে , আইনস্টাইন , নিউটন , মার্কণী হয়ে মিছিল শেষ হয় চণ্ডীদাস বাজারে । মিছিলের শুরুতে  সর্বভারতীয় মহিলানেত্রী ও পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যা প্রয়াত কমঃ শ্যামলী গুপ্ত- র স্মরনে নীরবতা পালন করা হয় ।

             

                                       









Saturday 23 November 2013

নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষ্য ইস্পাতনগরীতে আলোচনাসভা ।

দুর্গাপুর , ২২শে নভেঃ : মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষ্য ইস্পাতনগরীতে দু-দিন ( ২১শে - ২২শে নভেঃ ) ব্যাপী আলোচনাসভা অনুষ্ঠিত হোল  ইস্পাতনগরীর এ ' জোনের ডিভিসি অডিটোরিয়ামে । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) ' র দুর্গাপুর - ১বি জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত ২ , ৫ ও ৬ নং আঞ্চলিক কমিটির উদ্যোগে । প্রথমদিনে ," সমাজ পরিবর্তনে বামপন্হীদের ভূমিকা " - শীর্ষক আলোচনায় বক্তা ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) ' র রাজ্য কমিটির সদস্য ও গণশক্তি পত্রিকার বার্তা-সম্পাদক কমঃ দেবাশীষ চক্রবর্তী । সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী । দ্বিতীয় দিনে ," নভেম্বর বিপ্লবের আলোকে বর্তমান পরিস্হিতিতে " - - শীর্ষক আলোচনায় বক্তা ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) ' র রাজ্য কমিটির সদস্য ও ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) ' র হুগলী জেলা কমিটির সম্পাদক কমঃ সুদর্শন রায় চৌধুরী । সভাপতিত্ব করেন কমঃ নির্মল ভট্টাচার্য্য ।  


                                






Friday 22 November 2013

১৩ - দফা দাবীতে দুর্গাপুর মহকুমার বাম গণ সংগঠনগুলির কনভেনশন ।

দুর্গাপুর , ২২শে নভেঃ : আজ দুর্গাপুরের সিটি সেন্টার সৃজনী হলে অনুষ্ঠিত হোল ১৩ - দফা দাবীতে দুর্গাপুর মহকুমার  বাম  গণ-সংগঠনগুলির  কনভেনশন ।রাজ্যস্তরে  ২৭টি বামপন্হী  গণসংগঠন  রাজ্যের মানুষের জলন্ত সমস্যার  সমাধানের জন্য  ১৩ - দফা দাবীর ভিত্তিতে সারা রাজ্য রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করেছে । রাজ্যস্তরের গৃহীত কর্মসূচীর ভিত্তিতে জেলা ও মহকুমা স্তরে কনভেনশনের মাধ্যমে রাজ্যের সর্বত্র ১৩-দফা দাবীতে জোরালো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে । আজ অনুষ্ঠিত হোল দুর্গাপুর মহকুমার কনভেনশন । উপচে-পরা সৃজনী হলের মেঝেতেও আজ পা ফেলার জো ছিল না । হলের ভীড় উপচে  বাইরে পৌঁছেছে । বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা আজকের পঃ বঙ্গ কিভাবে তৃণমূল সরকারের পরোক্ষে ইউপিএ সরকারের সাম্রাজ্যবাদ-ঘেঁষা উদার অর্থনৈতিক নীতিকে সমর্থন করছে এবং তারফলে জনজীবনে জীবন-জীবিকার উপর ভয়াবহ আঘাত নেমে এসেছে তা তুলে ধরেন । বক্তব্য রাখেন কমঃ আর সি সিং , রজত দত্ত , অনিত মল্লিক ও সিআইটিউ-র বর্ধামান জেলা কমিটির সম্পাদক কমঃ অজিত মুখার্জী । কনভেনশনের প্রধান বক্তা , সারা ভারত কৃষকসভার পঃ বঙ্গ প্রাদেশিক কমিটির সভাপতি কমরেড মদন ঘোষ বলেন যে আজকের পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী , পঃ বঙ্গ সহ সারা দেশে  উদার অর্থনৈতিক নীতিকে লাগু করার জন্য কংগ্রেস - এন ডি এ ও ইউপিএ সরকারের মন্ত্রী হিসাবে সক্রিয় ভূমিকা পালন করেছে ।  শুধু তাই নয় , আজ ভারতে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা করছে আরএসএস - বিজেপি । সেই শক্তির সাথেও হাত মিলানোর ঐতিহ্য আছে শ্রীমতি মমতা ব্যানার্জী । আজ পঃ বঙ্গে , তৃণমূল সরকারের মদতে কালোবাজারীদের মদত দেওয়ার জন্য বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম অভাব তৈরি করা হচ্ছে । পঃ বঙ্গের অর্থনীতিকে ভয়াবহ সংকটের দিকে টেনে নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জীর সরকার । রুটি-রুজির উপর এই ভয়ংকর আক্রমনের বিরুদ্ধে জাগ্রত জন-কন্ঠকে টুঁটি চিপে ধরার জন্য গনতন্ত্রের নিধন যজ্ঞ চলছে । বামপন্হীদের উপরে চলছে নৃশংস হামলা ।  এই অরাজকতা ও ভয়াবহ মূল্যবৃদ্ধি - বেকারত্ব - নারী লাঞ্ছনা - শিক্ষা ক্ষেত্রে সার্বিক নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ব্যপকতম  মানুষকে লড়াইয়ের ময়দানে সামিল করতে হবে । কমরেড মদন ঘোষ , রাজ্যস্তরে  ২৭টি বামপন্হী  গণসংগঠন  রাজ্যের মানুষের জলন্ত সমস্যার  সমাধানের জন্য  ১৩ - দফা দাবীর ভিত্তিতে সারা রাজ্য রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করেছে , তাকে সফল করার আহ্বান জানান । কনভেনশনে ১৩-দফার দাবীর সপক্ষে ও হাওড়ায় প্রবাদপ্রতিম কমিউনিষ্ট জননেতা কমরেড জ্যোতি বসুর ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের মুর্তিকে কালিমালিপ্ত করার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব  উথ্থাপন করেন যথাক্রমে  কমঃ রথীন রায় ও বিপ্রেন্দু চক্রবর্তী এবং কনভেনশন এই প্রস্তাব দুটিকে বিপুল সমর্থন জানায়।কনভেনশনের সভাপতিত্ব করেন গণ-আন্দোলনের প্রবীন নেতৃত্ব  কমরেড  রথীন রায় ।

                         

















Wednesday 20 November 2013

২০১৩ ; কিছু সংগ্রামী মুহূর্ত ।

     *  কমরেড আবদুর রেজ্জাক মোল্লা সহ অন্যান সিপিআইএম নেতৃত্ব ও কর্মীদের উপর হামলার প্রতিবাদে মিছিল - সমাবেশ । *  ( ০৯ ~ ০১ ~ ২০১৩ )

       
       






Sunday 17 November 2013

শহীদদের রক্তে রাঙ্গানো দুর্গাপুর - শহীদ কমরেড সুকুমার ব্যানার্জী জন্মশতবার্ষিকী যুব - জাঠাকে উষ্ণ অভ্যর্থনা জানালো ।

দুর্গাপুর , ১৭ই নভেঃ : আশীষ - জব্বর সহ ৩২ জন শহীদদের রক্তে রাঙ্গানো দুর্গাপুর , শহীদ কমরেড সুকুমার ব্যানার্জী জন্মশতবার্ষিকী যুব - জাঠাকে উষ্ণ অভ্যর্থনা জানালো । ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ( ডিওয়াইএফআই ) বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে  ছাত্রনেতা ও বর্ধমান জেলার শ্রমিক আন্দোলনের প্রথম শহীদ কমরেড সুকুমার ব্যানার্জীর জন্মশতবার্ষিকী পালন ও তার মাধ্যমে সাম্রাজ্যবাদ-বিরোধী আন্দোলনকে জোরদার করার  আহ্বান জানিয়ে শহীদ সুকুমার ব্যানার্জীর শহীদবরনের দিন গত ১৫ই নভেঃ কাঁকসার কুলডিহা গ্রামের শহীদ সুকুমার ব্যানার্জীর পৈত্রিক ভিটা থেকে যুব - জাঠার সূচনা হয় । আগামী ১৮ই নভেঃ , ৭০ কিমি পথ অতিক্রম করে এই জাঠা রাণীগঞ্জের বল্লভপুর পেপার মিলের গেটে , যেখানে কমরেড সুকুমার ব্যানার্জী শহীদের মৃত্যুবরন করেছিলেন সেই জায়গায় পৌঁছালে , জাঠা শেষ হবে এবং আগামী ১৯শে নভেঃ  রাণীগঞ্জের পোষ্ট - অফিস ময়দানে এক বিশাল জনসভার মধ্য দিয়ে শহীদ কমরেড সুকুমার ব্যানার্জী জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে । গতকাল সন্ধ্যায় জাঠা দুর্গাপুরে পৌঁছায় । আজ সকালে , ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ( ডিওয়াইএফআই ) বর্ধমান জেলা কমিটির  সভাপতি ও সম্পাদক , কমঃ দেবানন্দ প্রসাদ ও উদয় রায়ের নেতৃত্বে  শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে জাঠা শুরু হয়ে সিটি সেন্টারের সেইল আবাসনের মৌলনা আজাদ মোড়ে পৌঁছালে , জাঠাকে বিপুল ভাবে সংবর্ধনা জানানো হয় শ্রমিক - কৃষক -  ছাত্র - যুব - মহিলা - অসংগঠিত শ্রমিক - সাংস্কৃতিক  সংগঠনের পক্ষ থেকে  উপস্হিত বিশাল জনতা । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , আল্পনা চৌধুরী , বাদল মজুমদার , অরুন চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী , অশোক চক্রবর্তী , বিজন জোয়ারদার , দীপক ঘোষ ,  শুভ্রা গাঙ্গুলী , অনিমা সাহা , একরাম মন্ডল , নাজিম মন্ডল সহ অন্যান্য গন - আন্দোলনের নেতৃবৃন্দ । উপস্হিত ছিলেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ( ডিওয়াইএফআই ) দুর্গাপুর ১এ জোনাল কমিটির সভাপতি ও সম্পাদক কমঃ সুমন্ত্র ব্যানার্জী ও সুদীপ্ত মাইতির নেতৃত্ব যুব - সদস্যরা । জাঠা - যাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়ন ( HSEU ) , CITU -র পক্ষ থেকে । এরপরে , যুব- জাঠাকে  নিয়ে বিশাল মিছিল ইস্পাতনগরীর  সেইল আবাসন , সি - জোন ও বি -জোনের বিভিন্ন পথ পরিক্রমা করে মেইন হাসপাতাল মোড়ে পৌঁছায় । পথে কবিগুরু , ভগৎ সিং মোড় ও চন্ডীদাস বাজার রোটারীতে জাঠা - মিছিলকে সংবর্ধনা দেওয়া হয় ।  জাঠা - মিছিল মেইন হাসপাতাল মোড়ে পৌঁছালে , সেখানে অপেক্ষমান বিশাল জমায়েত , গন - আন্দোলনের নেতৃত্ব কমঃ সুশান্ত ব্যানার্জী ও নির্মল ভট্টাচার্যের নেতৃত্বে জাঠা - যাত্রীদের সংবর্ধনা দেয় । এরপরে , জাঠা - মিছিল ইস্পাতনগরীর এ'জোনের বিভিন্ন পথ অতিক্রম করে প্রান্তিকায় পৌঁছায় এবং ইস্পাতনগরী ছেড়ে বেনাচিতির উদ্দেশ্যে  যাত্রা  করে ।  জাঠা - মিছিল ইস্পাতনগরী অতিক্রম করার সময়ে বহু মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে মিছিলকে উৎসাহিত করেন ।