Monday 30 October 2023

দ্বিপাক্ষিক চুক্তির বদলে কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে বার্ষিক বোনাসে বিপুল ক্ষতির বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাতে ঐক্যবদ্ধ আন্দোলনে যৌথমঞ্চ।

 


দুর্গাপুর,৩০শে অক্টোঃ : গত ১৭ই অক্টোঃ দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির দ্বিপাক্ষিক বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা, কর্তৃপক্ষের একঁগুয়েমী ও শ্রমিকদের বিরুদ্ধে অপমানজনক মনোভাবের জন্য ভেস্তে যায়।এরপরে,কোন রকম দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াই সম্পূর্ন  একতরফা ভাবে  শ্রমিক-কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতবারের তুলনায় প্রায় অর্ধেক বার্ষিক বোনাসের টাকা ঢুকিয়ে দেয় সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ। গতবারে বার্ষিক বোনাসের পরিমান ৪০,৫০০ টাকা থেকে কমে এবারে হয়েছে মাত্র ২৩,০০০ টাকা।সেইলের ৫৬ বছরের ইতিহাসে এই সময়ে ভারতের “ মহারত্ন “  সেইলের সর্বোচ্চ উৎপাদন- উৎপাদনশীলতা অর্জন করেছে। সেইল বার্ষিক ১ লক্ষ কোটি টাকার ওপরে লেনদেন করে ভারতের এই রকম মুষ্টিমেয় কিছু কোম্পানীর   “এলিট গ্রুপে “ জায়গা করে নিয়েছে ।এই অবস্থায়,শারদোৎসব মিটতেই,  দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন ( সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি)এর যৌথমঞ্চ পুনরায় জোরদার আন্দোলনের ডাক দিয়েছে।ত্রুটিপূর্ন বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) এর বদলে নতুন চুক্তির দাবি জানানোর সাথে সাথে গতবারের বার্ষিক বোনাসের সমহার অথবা তার থেকে বেশী, পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া অবিলম্বে ফয়সালার দাবিতে আজ সকালে যৌথমঞ্চের ডাকে কারখানার অর্জুন মুর্তির থেকে শ্রমিকদের এক বিশাল বাইক মিছিল কারখানার বিভাগ ঘুরে কোক ওভেন বিভাগে এক বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।বিক্ষোভ সমাবেশে যৌথমঞ্চের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি বক্তব্য রাখেন। যৌথমঞ্চের পক্ষ থেকে একই দাবিতে আগামী ২রা নভেঃ কারখানার প্রশাসনিক ভবনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।









 

Tuesday 24 October 2023

দ্বিপাক্ষিক চুক্তির বদলে কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে বার্ষিক বোনাসে বিপুল ক্ষতি সেইল-আরআইএনএল এর শ্রমিকদের : সেইল-আরআইএনএল জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিল সিআইটিইউ।

 


দুর্গাপুর,২৪শে অক্টোঃ : কেন্দ্রিয় ৫টি ট্রেড ইউনিয়নের সাথে কোন রকম দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াই সম্পূর্ন  একতরফা ভাবে  শ্রমিক-কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতবারের তুলনায় প্রায় অর্ধেক বার্ষিক বোনাসের টাকা ঢুকিয়ে দেয় সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ। গতবারে বার্ষিক বোনাসের পরিমান ৪০,৫০০ টাকা থেকে কমে এবারে হয়েছে মাত্র ২৩,০০০ টাকা।এই বার্ষিক বোনাসের আওতা থেকে বাদ গেছেন আরআইএনএল এর শ্রমিক-কর্মচারীরা সহ সেইল-আরআইএনএল এর বিপুল সংখ্যক ঠিকা শ্রমিক-কর্মচারীরা।সেইলের ৫৬ বছরের ইতিহাসে এই সময়ে ভারতের “ মহারত্ন “  সেইলের সর্বোচ্চ উৎপাদন- উৎপাদনশীলতা অর্জন করেছে। সেইল বার্ষিক ১ লক্ষ কোটি টাকার ওপরে লেনদেন করে ভারতের এই রকম মুষ্টিমেয় কিছু কোম্পানীর   “এলিট গ্রুপে “ জায়গা করে নিয়েছে । গত ১৭ই অক্টোঃ দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির দ্বিপাক্ষিক বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা, কর্তৃপক্ষের একঁগুয়েমী ও শ্রমিকদের বিরুদ্ধে অপমানজনক মনোভাবের জন্য ভেস্তে যায়।বার্ষিক বোনাসের সভায় কর্তৃপক্ষের দেওয়া গতবারের বার্ষিক বোনাসের প্রায় অর্ধেকের সামান্য কিছু বেশি( ২৩,০০০ টাকা) এবারের বার্ষিক বোনাস দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রস্তাব ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন (সিআইটিইউ- আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস) ঐক্যবদ্ধ ভাবে প্রত্যাখ্যান করে। ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ কে দৃঢ় ভাবে জাননো হয়েছে যে গতবারের বার্ষিক বোনাসের থেকে বেশী অথবা সমহারে শ্রমিকদের বার্ষিক বোনাস দিতে হবে। রেকর্ড পরিমান উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে বার্ষিক বোনাসের ফয়সালা করতে হবে। আইএনটিটিইউসি এর পক্ষ থেকেও এই দাবি কে সমর্থন করা হয়েছে।কর্তৃপক্ষ অজুহাত হিসাবে এই বছরের গোড়ার দিকে ( ৮ই ফেব্রুঃ ) স্বাক্ষরিত সেইল এর বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) সংক্রান্ত মউ-চুক্তির এর কথা বলে। সিআইটিইউ ও এআইটিইউসি এই স্কিমের মউ-চুক্তিতে  সাক্ষর করে নি । এই স্কিমের বিরুদ্ধে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর পক্ষে ললিত মোহন মিশ্র ঐ তারিখেই ( ৮ই ফেব্রুঃ ) অবিলম্বে এই শ্রমিক-বিরোধী ও ত্রুটিপূর্ন বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) এর বদলে নতুন চুক্তির দাবি জানান।পরবর্তিতে ২৩শে মার্চ এই স্কিমের বিরুদ্ধে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর পক্ষে ললিত মোহন মিশ্র এর পক্ষ থেকে আরেকটি চিঠি পাঠিয়ে এই শ্রমিক-বিরোধী ও ত্রুটিপূর্ন বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) এর বদলে নতুন চুক্তির দাবি জানান।ইতিমধ্যে, স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর আহ্বানে এই শ্রমিক-বিরোধী ও ত্রুটিপূর্ন বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) এর বদলে নতুন চুক্তির দাবি জানানোর সাথে সাথে নায্য বার্ষিক বোনাস, পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ অন্যান্য বকেয়া অবিলম্বে ফয়সালার দাবিতে সেইল-আরআইএনএল এর বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারীরা সাক্ষর সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে পাঠায় এবং দাবির সপক্ষে সেইল-আরআইএনএল এর শ্রমিকদের মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ওঠে। গত ১৩ই অক্টোঃ স্টিল  ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর আহ্বানে শ্রমিক-কর্মচারীরা সেইল-আরআইএনএল এর সর্বত্র জোরদার আন্দোলন শুরু করলে দুর্গাপুর ইস্পাতের মতোই সর্বত্র ঐক্যবদ্ধ আন্দোলনের রূপ নেয়।এই অবস্থায় । গত ১৭ই অক্টোঃ দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির দ্বিপাক্ষিক বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা শুরু হলে কর্তৃপক্ষের দেওয়া ২৩০০০ টাকার বার্ষিক বোনাস দেওয়ার প্রস্তাব দেওয়া হলে সিআইটিইউ সহ সমস্ত কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলি সেই প্রস্তাব সম্পূর্ন প্রত্যাখ্যান করে, শ্রমিক-বিরোধী ও ত্রুটিপূর্ন বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) এর বদলে নতুন চুক্তির দাবি জানানোর সাথে সাথে গত বছরের বার্ষিক বোনাস সম পরিমান ( ৪০,৫০০ টাকা) অথবা তার থেকে বেশি বার্ষিক বোনাসের দাবিতে অটল থাকে। বার্ষিক বোনাসের সভা ভেস্তে যায়।এরপরে নজীরবিহীন ভাবে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ একক সিদ্ধান্তে সেইল এর শ্রমিক-কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর পক্ষে ললিত মোহন মিশ্র এর পক্ষ থেকে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ কে চিঠি পাঠিয়ে এই শ্রমিক-বিরোধী ও ত্রুটিপূর্ন বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) এর বদলে নতুন চুক্তি ও নতুন করে বার্ষিক বোনাসের জন্য দ্বিপাক্ষিক সভা আহ্বান করার দাবি জানান।পুর্ণাঙ্গ বার্ষিক বোনাসের দাবি সহ অন্যান্য দাবিতে সমগ্র সেইল-আরআইএনএল জুড়ে জোরদার ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)। সিআইটিইউ এর সর্বভারতীয় সভাপতি হেমলতা সেইল-আরআইএনএল কর্তৃপক্ষের কাছে লেখা এক চিঠিতে ভাবে সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষ একক সিদ্ধান্তে সেইল এর শ্রমিক-কর্মচারীদের গতবারের তুলনায় প্রায় আধা পরিমান বার্ষিক বোনাস দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শ্রমিক-বিরোধী ও ত্রুটিপূর্ন বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) এর বদলে নতুন চুক্তি ও নতুন করে বার্ষিক বোনাসের জন্য দ্বিপাক্ষিক সভা আহ্বান করার দাবি জানান।
































Monday 23 October 2023

শারোদৎসব উপলক্ষে ইস্পাতনগরীতে প্রগতিশীল ও মার্কসীয় সাহিত্যের বুক স্টল : বিশেষ ভাবে সক্ষমদের প্যাণ্ডেল পরিক্রমা।

 


দুর্গাপুর,২৩শে অক্টোবর : অন্যান্য বারের মত,এবারও শারোদৎসব উপলক্ষে ইস্পাতনগরীতে প্রগতিশীল মার্কসীয় সাহিত্যের চাহিদা পূরনে করা হোল বুক স্টল। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )- দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির  উদ্যোগে ইস্পাতনগরীর মার্কণী-নিউটন রোটারির সংযোগ স্থলে ২১শে অক্টোঃ সন্ধ্যায় বুক স্টলের উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )- পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )- দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির  উদ্যোগে ঐদিন সন্ধ্যায় ইস্পাতনগরীর চণ্ডিদাস বাজারে অপর বুক স্টলেরও উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )- পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী। উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন সুবীর সেনগুপ্ত,সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি, দিপক ঘোষ,স্বপন সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ

অন্যদিকে,২১শে অক্টোঃ সকালে বিশেষ ভাবে সক্ষমদের প্যাণ্ডেল পরিক্রমায় সহায়তা করে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর ইস্পাত কমিটি। বাসের ব্যবস্থা করেন দুর্গাপুরের মহকুমা শাসক। দুপুরে রিকল পার্কের বাসিন্দা আরতি মাহাতোর তরফ থেকে মধ্যাহ্নভোজন করানো হয় ও নতুন পোষাক বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন গৌতম ঘোষ,পীযুষ মজুমদার,সঞ্জয় নন্দী প্রমুখ।