Saturday 29 August 2015

আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে প্রচার চলছে ।

                                                                  


আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে প্রচার চলছে ।
 দুর্গাপুর, ২৯শে আগষ্ট : আজ সন্ধ্যায় , আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি পথসভা অনুষ্ঠিত হয় ।

একটি হয়  সি-জোনের ভগৎ সিং মোড়ে , অপরটি হয় এ’জোনের সেকেন্ডারী রোডের এম.আই.এস মোড়ে । বক্তা ছিলেন যথাক্রমে কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত ও কমঃ স্বপন মজুমদার ।

Friday 28 August 2015

শান্তিপূর্ণ নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে ইস্পাতনগরী গর্জ্জে উঠল ।

                                                                    

দুর্গাপুর,২২শে আগষ্ট :  আজ সন্ধ্যায় , গতকাল নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে ইস্পাতনগরী গর্জ্জে উঠল । পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে দুটি বিশাল মিছিল ইস্পাতনগরীর এ’জোন ও বি’জোনের বিভিন্ন পথ অতিক্রম করে । এ’জোনের মিছিলটি আশীষ মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার আশীষ মার্কেটে ফিরে আসে । বি’জোনের মিছিল ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে চন্ডিদাস বাজারে শেষ হয় । বিশাল মিছিল দুটিতেই নতুন মুখের সংখ্যা উল্ল্যেখনীয় ।পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে নবান্ন-অভিযানের উপর তৃণমূল-সরকারের পুলিশের বর্বোরিচিত হামলার বিরুদ্ধে গতকালই সেইল সমবায় আবাসনে মিছিল হয়।

Sunday 23 August 2015

আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি বিশাল পদযাত্রা ।

                                                                       


দুর্গাপুর, ২৩শে আগষ্ট : আজ সকালে , আগামী ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে দুটি সুসজ্জিত বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় । ১০ কিমি ব্যাপী প্রথম পদযাত্রাটি ইস্পাতনগরী সংলগ্ন রঘুনাথপুর থেকে শুরু হয়ে এ’জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্টিল মার্কেট সংলগ্ন পাঁচমাথা মোড়ে শেষ হয় । ৭ কিমি ব্যাপী দ্বিতীয় পদযাত্রাটি সেইল আবাসন অঞ্চলের কবিগুরু মোড় থেকে শুরু হয়ে সি’জোন ,সেপকো কলোনী সহ বি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তিলক ময়দানে শেষ হয় । 

                                                                 


Saturday 22 August 2015

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে ইস্পাতনগরীতে পথসভা ।

                                                                  

দুর্গাপুর,২২শে আগষ্ট :  আজ সন্ধ্যায় , সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১বি জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর আশীষ মার্কেটে , আগামী ২রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে ও রাজ্যে তৃণমূলের লুঠ-হত্যা-ধর্ষন-দূর্নীতির রাজনীতির বিরুদ্ধে এক পথসভায় বহু সংখ্যক মহিলারা যোগদান করেন । বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী ও সন্ধ্যা মন্ডল । সভাপতিত্ব করেন কমঃ সুস্মিতা দাস ।

Friday 14 August 2015

প্রয়াত হলেন পার্টি সদস্যা কমঃ শ্রাবনী ঘোষ ।

                                                                  

দুর্গাপুর, ১৪ই আগষ্ট : গত ১২ই আগষ্ট সন্ধ্যা ৭-১৫ মিঃ স্হানীয় মিশন হাসপাতালে চিকিৎসাধীন পার্টি সদস্যা কমঃ শ্রাবনী ঘোষ প্রয়াত হয়েছেন । তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬১ । অবসর প্রাপ্ত সমবায় ব্যাঙ্কের কর্মচারী  প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষের একমাত্র পুত্র বর্তমান ।
সংক্ষিপ্ত জীবনী : শহীদ পরিবার ( দুর্গাপুরে প্রথম শহীদ দ্বয় আশীষ-জব্বর এর মধ্যে শহীদ আশীষ দাসগুপ্তর বোন ) এর সদস্যা প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষ , ১৯৭০ এর দশকে দুর্গাপুরে উত্তাল শ্রমিক আন্দোলনের যুগে গড়ে ওঠা যুব ফেডারেশনের প্রথম অঞ্চল কমিটির সভানেত্রী ছিলেন । পরবর্তীকালে দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপঃ সমবায় ব্যাঙ্কের কর্মচারী কমঃ শ্রাবনী ঘোষ সমবায় ক্রেডিট এমপ্লয়িজ ইউনিয়নের ও গনতান্ত্রিক মহিলা সমিতির কাজে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন । ১৯৯০ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত-৫ আঞ্চলিক কমিটির হর্ষবর্ধন-ডিভিসি শাখার পার্টি সদস্যা প্রয়াত কমঃ শ্রাবনী ঘোষ – সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সদস্যা ও সমবায় ক্রেডিট এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভানেত্রী ছিলেন ।

তাঁর মৃত্যুতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে কমঃ সন্তোষ দেবরায় গভীর শোক প্রকাশ করেছেন । 

Wednesday 12 August 2015

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে ইস্পাতনগরীতে পথসভা ।

                                                                  


দুর্গাপুর,১২ই আগষ্ট :  আজ সন্ধ্যায় , সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১নং জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর  চন্ডিদাস বাজার মোড়ে , আগামী ২রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে ও রাজ্যে তৃণমূলের লুঠ-হত্যা-ধর্ষন-দূর্নীতির রাজনীতির বিরুদ্ধে এক পথসভায় বহু সংখ্যক মহিলারা যোগদান করেন । বক্তা ছিলেন কমঃ আল্পনা চৌধুরী ও শুভ্রা গাঙ্গুলী । সভাপতিত্ব করেন কমঃ শুভ্রা গাঙ্গুলী ।

Thursday 6 August 2015

অনুষ্ঠিত হল শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ।



দুর্গাপুর, ৬ই আগষ্ট : আজ বিকালে, অনুষ্ঠিত হল ইউনাইটেড কন্ট্রাকটর্স ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ.সি.ডব্লু.ইউ , সি.আই.টি.ইউ ) পরিচালিত ২৭-তম শহীদ নিমাই অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা । দুর্গাপুরের ৮ টি বাছাই করা টীমকে নিয়ে এবারের টুর্নামেন্টের খেলা হয় ।
    ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা দেখতে উপস্হিত ছিলেন কয়েক হাজার দর্শক । খেলায় তানসেন অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয়ী হয়েছে সুভাষ চন্দ্র বয়েজ ক্লাব । ফাইন্যাল সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সুভাষ চন্দ্র বয়েজ ক্লাবের অভিজিত দাস । টুর্নামেন্টের মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি পেয়েছে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব ।
উপস্হিত ছিলেন শ্রীমতি কামাক্ষী রমন ( জি.এম.আই.সি ),ডিএসপি, শ্রী সুনীল খাঁ ( প্রাক্তন সাংসদ , লোকসভা ), শ্রী সাইদুল হক ( প্রাক্তন সাংসদ , লোকসভা),শ্রী রথীন রায় (দুর্গাপুরের প্রাক্তন মেয়র ) , বিশিষ্ট সমাজসেবী শ্রী অজিত মুখার্জী ও পি.কে.দাস ।



শপথে-আবেগে ইস্পাতনগরীতে পালিত হল শহীদ দিবস – শহীদ আশিষ-জব্বরের ৫০-তম মৃত্যুবার্ষিকী ।



দুর্গাপুর,৬ই আগষ্ট :  আজ সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল দুর্গাপুরের প্রথম শহীদ দ্বয় - আশিষ-জব্বরের ৫০-তম মৃত্যুবার্ষিকী । উল্লেখ্য , দুর্গাপুরের ৩৪ শহীদকেও একই দিনে স্মরন করা হয় । একই সাথে ইস্পাতনগরীতে গতকালের ঐতিহাসিক মিছিলের মধ্য দিয়ে দুর্গাপুরের    ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে বর্ষব্যাপী কর্মসূচীর সূচনা হয়েছে ।
আজ সকালে বিভিন্ন সেক্টর অফিসে  রক্তপতাকা উত্তোলন করা হয় । এরপরে , ১নং বিদ্যাসাগর এভিন্যু এ - বি.টি.রণদিভে ভবনে রক্তপতাকা উত্তোলন করেন যথাক্রমে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমঃ রথীন রায় ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক কমঃ পি.কে.দাস । সেখান থেকে একটি বিশাল বাইক মিছিল , ইস্পাতনগরীর বিভিন্ন পথ পরিক্রমা করে মূল অনুষ্ঠানস্হল আশীষ মার্কেটে পৌঁছায় ।
আশীষ মার্কেটে মূল অনুষ্ঠানে রক্তপতাকা উত্তোলন করেন যথাক্রমে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমঃ রথীন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ রথীন রায় , অজিত মুখার্জী , জীবন রায় , অর্ধেন্দু দাক্ষী , পি.কে.দাস,বিশ্বরূপ ব্যানার্জী,অরুণ চৌধুরী ,নির্মল ভট্টাচার্য ,বিপ্রেন্দু চক্রবর্তী,সুবীর সেনগুপ্ত, শম্ভূ প্রামানিক ( এআইটিইউসি ),বাসুদেব হাজরা ( এআইটিইউসি ),উত্তম ঘোষ ( ফঃ ব্লক ) সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানস্হলে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১নং শাখার পক্ষে মানবিক পত্রিকার শহীদ স্মরণের ৫০-তম বার্ষিকী সংখ্যা প্রকাশ করা হয় ও বিনামূল্যে বিতরন করা হয় । প্রকাশ করেন শ্রমিক-কবি কেষ্ট চট্টোপাধ্যায় । এরপরে জব্বর বাগে শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ । পরে আশিষ-জব্বর ভবনে রক্তপতাকা উত্তোলন করেন কমঃ নির্মল ভট্টাচার্য । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ নির্মল ভট্টাচার্য , সেখ সাইদুল হক , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । তারপরে আশিষ-জব্বর ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির  পক্ষে আয়োজিত রক্তাদান শিবিরে ৩১ জন যুবক-যুবতী  রক্তাদান করেন ।
বিকালে , বি.টি.রণদিভে ভবনে ভীড়ে ঠাসা কনভেনশনে বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সহ-সভাপতি কমঃ বাসুদেব আচারিয়া , অজিত মুখার্জী , জীবন রায় ও অজিত মুখার্জী । বক্তারা বলেন যে শহীদ আশিষ-জব্বরের প্রানদান ও ১৯৬৬-র দুর্গাপুরের আগষ্ট আন্দোলন –ধর্মঘট স্বাধীন ভারতে শ্রমিক অধিকার সম্পর্কে ভারতের শ্রমিক শ্রেনীর শ্রেনী-সচেতনার দিশারী হিসেবে আজও প্রাসঙ্গিক । আজকে ভারত তথা বিশ্ব পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের স্বার্থে তৈরী নয়া অর্থনীতি-বিশ্বায়নের নাগপাশে বাঁধার জন্য ভারত তথা পঃ বঙ্গে শ্রমিকদের চূড়ান্ত শোষনের জন্য যখন কেন্দ্রে মোদী ও রাজ্যে মমতা সরকার আগ্রাসী ভূমিকা নিচ্ছে , শ্রম-সংস্কার ও বিলগ্নীকরনের মারফৎ শ্রমিক অধিকার ও ভারতের জনগনের সম্পদ   অবাধে লুঠের ব্যবস্হা করতে চাইছে , ঠিক তখন  অবিস্মরণীয় ১৯৬৬-র দুর্গাপুরের আগষ্ট আন্দোলন –ধর্মঘট ও মৃত্যুঞ্জয়ী শহীদ আশিষ-জব্বরের প্রানদানের ৫০-তম বার্ষিকী – গোটা ভারতের শ্রমিকশ্রেনীকে এই লুঠের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে অনুপ্রানিত করবে ।
কনভেনশনে সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় ।








Wednesday 5 August 2015

৫ই আগষ্ট , ২০১৫ - জানিয়ে দিল শহীদভূমি দুর্গাপুর হার মানেনি,হার মানতে জানে না ।

                                             


দুর্গাপুর, ৫ই আগষ্ট : আজ বিকালে, দুর্গাপুরের ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উদযাপন কমিটির এর ডাকে,শহীদ দিবসের ( ৬ই আগষ্ট ) প্রাক্কালে এক ঐতিহাসিক মিছিল জব্বর বাগ থেকে শুরু হয়ে আশীষ-জব্বর ভবন ছুঁয়ে ১নং বিদ্যাসাগরে বি.টি.রণদিভে ভবনে পৌঁছায় । মিছিলের শুরুতে ১৯৬৬ র আন্দোলনে অংশগ্রহন করেছেন এমন ৫০ জন প্রবীন প্রাক্তন শ্রমিক , ৫০ জন যুব শ্রমিক ও যুবকের হাতে ৫০টি রক্তপতাকা তুলে দেন ,পরে দয়ানন্দ মোড়ে যুবরা পতাকা তুলে দেন ৫০ জন মহিলার হাতে এবং আই-সেক্টার মোড়ে মহিলারা ৫০ জন শ্রমিকের হাতে সেই পতাকা তুলে দিলে , শ্রমিকরা সেই ৫০টি রক্তপতাকা  ১নং বিদ্যাসাগরে বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান এমপ্লয়িজ ইউনিয়ন এর দফ্তরে বহন করে নিয়ে , সেখানে আবার প্রবীন নেতৃত্ব এর হাতে তুলে দিলে মিছিল শেষ হয় ।
৫ই আগষ্ট ,১৯৬৬ তে হিন্দুস্হান এমপ্লয়িজ ইউনিয়ন এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ( সংক্ষেপে ডিএসপি ) শ্রমিকরা ডিএসপি র প্রশাসনিক ভবনে ( তখন ছিল আজকের জি.টি.রোড সংলগ্ন ওল্ড কোর্ট মোড়ে ) উৎপাদন বোনাস সহ বিভিন্ন দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশে জমায়েত হলে , সন্ধ্যা নামার মুখে , ডিএসপি কর্তৃপক্ষ ও রাজ্যে তৎকালীন কংগ্রেস সরকারের ঘৃণ্য পরিকল্পনায় , অন্ধ্র পুলিশ নামিয়ে , জমায়েতকে ঘিরে ধরে নৃশংস ভাবে লাঠি চার্জ শুরু করলে বহু শ্রমিক গুরুতর ভাবে জখম হয় ,লাঠির আঘাতে কমরেড আবদুল জব্বরের খুলি ফেটে যায় । ডিএসপি মেন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে ডিএসপি সহ সমগ্র দুর্গাপুরে অঘোষিত ধর্মঘট শুরু হয়ে যায় । পরের দিন রাণপ্রতাপ রোডে হরস্ শু মার্কেটে ( বর্তমানে আশীষ মার্কেট ) ধর্মঘটের সমর্থনে পিকেটিং চলাকালীন ,পুলিশ সরাসরি গুলি চালিয়ে হিন্দুস্হান এমপ্লয়িজ ইউনিয়ন এর যুগ্ম-সম্পাদক কমরেড আশীষ দাসগুপ্ত কে হত্যা করে । উত্তরে ডিএসপি কর্তৃপক্ষ ও রাজ্যে তৎকালীন কংগ্রেস সরকারের অবর্ণনীয় অত্যাচারের সামনে বুক চিতিয়ে দুর্গাপুর লড়াই চালায় । দুর্গাপুর  ইস্পাত কারখানার বীর শ্রমিকরা ৮-দিন ব্যাপি লাগাতার ধর্মঘট করে ।  দুর্গাপুর ,পঃ বঙ্গ তথা স্বাধীন ভারতে এই আন্দোলন ঐতিহাসিক আগষ্ট আন্দোলন নামে পরিচিত , যে আন্দোলনে স্বাধীন ভারতে শ্রমিকশ্রেনীর সর্বপ্রথম ‘ ব্যারিকেড লড়াই ‘ এর মাধ্যমে শাসকশ্রেনীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয় । দুর্গাপুরের লড়াই সেখানেই থেমে থাকে নি । একে একে সর্বমোট ৩৪ জন শহীদের রক্তে দুর্গাপুরের লাল মাটি আরও লাল হয়েছে । বর্তমানে তৃণমূলের ভয়াবহ সন্ত্রাসে দুর্গাপুরে হাজার হাজার সিআইটিইউ সদস্য কাজ হারিয়েছেন , আক্রান্ত হয়ে শতাধিক গুরুতর জখম হয়েছেন সিআইটিইউ সহ বাম এ গনতান্ত্রিক আন্দোলনের কর্মী-নেতৃত্ব,অসংখ্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে । আজকে ইস্পাতনগরীর ঐতিহাসিক মিছিল , রক্তপতাকার প্লাবন জানিয়ে দিল ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের জন্মদাত্রী শহীদভূমি দুর্গাপুর হার মানেনি,হার মানতে জানে না । আজকের মিছিলে উপস্হিত ছিলেন ৬৬’ র আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমঃ রথীন রায় ,অজিত মুখার্জী , অর্ধেন্দু দাক্ষী সহ অন্যান্যরা ।
আগামীকাল  ৬ই আগষ্ট , শহীদ দিবস । দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশীষ-জব্বর সহ ৩৪ শহীদের স্মরণে সারাদিন ধরে ইস্পাতনগরীতে বিভিন্ন অনুষ্ঠান হবে ।  দুর্গাপুরের ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উদযাপন কমিটির এর পক্ষ থেকে বর্ষব্যাপি অনুষ্ঠানের কর্মসূচী নেওয়া হয়েছে ।






Saturday 1 August 2015

১৫ দফা দাবীতে ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটকে সফল করার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে কনভেনশন ।

                                             


দুর্গাপুর ,১লা আগষ্ট : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে , ১৫ দফা দাবীতে ২রা সেপ্টেঃ দেশব্যাপী ধর্মঘটকে সফল করার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে কনভেনশন হয় । কনভেনশনে আইএনটিইউসি , এআইটিইউসি , টিইউসিসি সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন ও গণ সংগঠনের প্রতিনিধিরা যোগদান করেন । ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে   বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক কমঃ তপন সেন , জীবন রায় , পি কে দাস , রানা সরকার (আইএনটিইউসি ),আমীর হায়দার (এআইটিইউসি ) ও অনীত মল্লিক (টিইউসিসি )। সভাপতিত্ব করেন কমঃ রথীন রায়।