Monday 6 December 2021

বাবরি মসজিদ ধ্বংসের ২৯-তম বার্ষিকীতে ইস্পাতনগরীতে পালিত হল সম্প্রীতি দিবস ।

 


দুর্গাপুর ,৬ই ডিসেঃ : আজ বাবরি মসজিদ ধ্বংসের ২৯-তম বার্ষিকীতে ইস্পাতনগরীতে সম্প্রীতি দিবস পালিত হল । এই উপলক্ষে আজ বিকেলে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে সম্প্রীতি মিছিল নেতাজী ভবন থেকে শুরু হয়ে এ-জোন ও বি-জোনের বিভিন্ন পথ ঘুরে চন্ডিদাস বাজারে গিয়ে শেষ হয়।মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,দিপক ঘোষ,স্বপন সরকার প্রমুখ। আজ সকালে,অন্যান্য বছরের মতো এবারোও ডিওয়াইএফআই এর দুর্গাপুর ইস্পাতের বি-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে চন্ডিদাস সেক্টর অফিসে সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ২ জন মহিলা সহ মোট ১৪ জন রক্তদান করেন । সন্ধ্যায়, সম্প্রীতির বার্তা দিয়ে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর উইলিয়াম কেরীর মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।


























No comments:

Post a Comment