Thursday 23 June 2022

বেতন-চু্ক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় চলছে লাগাতার আন্দোলন : হলো বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,২৩শে জুন : আজ দুপুরে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয় দুর্গাপুর ইস্পাতের ইডি ( পি অ্যান্ড এ ) এর দপ্তরের সামনে । কালা মউ চুক্তির ফলে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদন সংস্হা সেইল ও আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকরা বেতন ও অন্যান্য ভাতা বাবদ বিপুল পরিমান আর্থিক ক্ষতির মুখে পড়েছেন । অন্যদিকে,কর্তৃপক্ষ অফিসারদের পার্ক্যুইসিট ট্যাক্সে বাবদ ৫০% ভর্তুকির ব্যবস্হা করলেও,শ্রমিকদের পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । চুক্তি ভেঙ্গে গ্র্যাচুইটির সিলিং একতরফা জারি করে,শ্রমিকদের অবসরকালীন প্রাপ্য থেকে চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । করোনার জন্য লকডাউন জারি হলে বন্ধ করে দেওয়া হয়েছে বাস সার্ভিস । অবিলম্বে সমস্ত দাবির সুষ্ঠ ফয়সালা না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারী দিয়েছেন বক্তারা। সমস্ত দাবি গুলির যথাযথ সমাধানের দাবিতে লড়াই-সংগ্রাম কে আরো ব্যাপক ও বিস্তারিত করার আহ্বান জানান বক্তারা । সাথে সাথে,ইউনিয়ন এর পক্ষ থেকে ইস্পাতের ইডি (পি অ্যান্ড এ ) এর দপ্তরের স্মারকলিপি জমা দিয়ে,অবিলম্বে সমস্ত দাবিতে অবিলম্বে আলোচনা ও নিষ্পত্তির দাবি জানানো হয় ।  । বক্তব্য রাখেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জী,দেবাশীস পাল ( সেকশান মিল ),সন্দীপ পাল ও নিমাই ঘোষ ।









দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধ ও অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।

 




সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।

দুর্গাপুর,২৩শে জুন : আজ বিকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ ও ১ এরিয়া কমিটির যৌথ আহ্বানে এক বিশাল মিছিল দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধ  ও অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর বি-জোন পোস্ট অফিস থেকে শুরু হয়ে বি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে যায় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন সরকার,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । চন্ডিদাস বাজারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী,আশিসতরু চক্রবর্তি ও প্রকাশতরু চক্রবর্তি ।







Monday 20 June 2022

অগ্নিপথ-প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    


দুর্গাপুর,২০মে : অগ্নিপথ-প্রকল্পের নামে ঠিকা-সেনা নিয়োগের জন্য মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ দেখান।সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও প্রদ্যুত মুখার্জি । বক্তারা বলেন যে কেন্দ্রের মোদি সরকারের বিপজ্জনক ঠিকাকরন ও বেসরকারীকরন দেশের অর্থনীতি কে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে । সীমাহীন বেকারত্ব,দারিদ্রতা,মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য কোন পদক্ষেপ গ্রহন করছে না । একই পথের পথিক রাজ্যের তৃণমূল সরকার। উল্টে সরকারি ও রাষ্ট্রায়ত্ব সংস্হা গুলো কে তুলে দেওয়া হচ্ছে কর্পোরেটদের হাতে । জনগনের দৃষ্টি কে ঘুরিয়ে দেওয়ার জন্য চলেছে সাম্প্রদায়িক প্রচার । অন্যদিকে চলছে শ্রম-কোডের নামে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা । চলছে শ্রমিকদের চরম শোষনের জন্য ঠিকা প্রথার বাড়বাড়ন্ত । দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন।সিআইটিইউ ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ সেইল ও আরআইএনএল-এর ঠিকা শ্রমিকদের স্বার্থে লাগু করার জন্য বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে।প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রেও মোদি সরকারের একই রকমের ঠিকাকরন ও বেসরকারীকরন করার নীতি নিয়ে চলে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি কে বিপজ্জনক অবস্হার দিকে ঠেলে দিয়েছে। কর্পোরেটদের সুযোগ করে দিয়েছে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে অবাধে দূর্ণীতি চালানোর । এই পথেই এসেছে অগ্নিপথ-অগ্নিবীর প্রকল্পের নামে ঠিকা সেনা নিয়োগ ও ছাঁটাই এর সিদ্ধান্ত । ইস্পাত শ্রমিকরা এই প্রকল্পের বিরোধীতার জন্য গড়ে ওঠা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাবে।




Sunday 19 June 2022

মেহেনতী মানুষের লড়াই কে এগিয়ে নিয়ে যেতে আজীবন লড়াই করে গেছেন নির্মল ভট্টাচার্য ।

 


দুর্গাপুর,১৯শে জুন : গত ৮ই জুন প্রয়াত হয়েছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ও পার্টির সর্বক্ষনের কর্মী নির্মল ভট্টাচার্য।তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর নেতাজী ভবনে আয়োজিত তাঁর স্মরনসভায় তিলার্ধ জায়গা ছিল না। তাঁর প্রতিকৃতি মাল্যদানের মধ্য দিয়ে স্মরনসভা শুরু হয়। মাল্যদান করে শ্রদ্ধা জানান স্ত্রী-পুত্র- কন্যা-জামাতা-নাতি সহ পরিবারের অন্যান্য সদস্য,পার্টি ও গনসংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ,বিশিষ্ট ব্যক্তিবর্গ,প্রতিবেশী,অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা ।তাঁর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পরিবারের পক্ষে জীবন আইচ,তরুন বাগচী,রথীন রায়,জীবন রায় ও সন্তোষ দেবরায় ।


































Wednesday 15 June 2022

শ্রদ্ধায়,স্মরনে পালিত হোল শহীদ ষড়ানন মুখার্জীর ৫১-তম শহীদ দিবস।

 


দুর্গাপুর,১৫ই জুন : ১৯৭২ সালের,১৫ই জুন,ইস্পাতনগরীর তানসেন রোডে রাতের অন্ধকারে তৎকালীন শাসক কংগ্রেস দলের গুণ্ডারা খুন করেন পার্টি কর্মী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর নেতা ইস্পাত শ্রমিক ষড়ানন মুখার্জী কে । আজ সকালে তাঁর নামাঙ্কিত শহীদ বেদীতে রক্তপতাকা উত্তোলন করেন সুখময় বোস । শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সুখময় বোস,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,দিপক ঘোষ প্রমুখ এবং ১৯৭২-৭৭ এর কালো দিনগুলির মোকাবিলায় সংগ্রামী কর্মী-নেতৃবৃন্দ । সন্ধ্যায়,জনাকীর্ণ তানসেন রোড সেক্টার অফিস “ষড়ানন ভবন”-এ শহীদ ষড়ানন মুখার্জীর স্মরনে ও বর্তমান পরিস্হিতি মোকাবিলায় করনীয় কাজের বিষয় আলোচনা সভায় বক্তব্য রাখেন রথীন রায়,জীবন রায়,সন্তোষ দেবরায়,সুখময় বোস ও বিশ্বরূপ ব্যানার্জি ।উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।