Wednesday 25 June 2014

দুর্গাপুরের এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ব্যপক সন্ত্রাস ও জোরজুলুম করে প্রহসনে পরিনত করল তৃণমূল ।

দুর্গাপুরের এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ব্যপক সন্ত্রাস ও জোরজুলুম  করে প্রহসনে পরিনত করল তৃণমূল ।

দুর্গাপুর , ২৫শে জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার বিদ্যুৎ উৎপাদক সংস্হা এনএসপিসিএল সংস্হার শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিনত করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি । যদিও গত এপ্রিল মাসে এই নির্বাচন হওয়ার কথা ছিল , কিন্তু এনএসপিসিএল সংস্হার কর্তৃপক্ষ একতরফা ভাবে পিছিয়ে দিয়ে , নির্বাচনের দিন নির্ধারন করে ২৫ শে জুন। গত নির্বাচনে , এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) বিপুল ভোটে জয়ী হয় । ভোট অনুপাতে , জয়েন্ট বার্গেনিং কাউন্সিলে এআইটিউসি ও আইএনটিউসিও ছিল , কিন্তু আইএনটিটিইউসি ছিল না । তাই , শ্রমিকদের সমর্থন পাবে না জেনে , ভোটের দিন ঘোষনার পরেই তৃণমূলীরা শ্রমিক-ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিনত করার জন্য সন্ত্রাসের আবহাওয়া তৈরী করে । ইস্পাতনগরীতে বসবাসরত এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ )  নেতৃত্ব ও সদস্যদের উপর লাগাতার হুমকি – ভীতিপ্রদর্শন করতে থাকে তৃণমূলী দুষ্কৃতিকারীরা ।  এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এ বিষয়ে   এনএসপিসিএল সংস্হার কর্তৃপক্ষ ও শ্রম-দফ্তরকে জানালেও , কোন কার্যকরী ব্যবস্হা গ্রহন করা হয় নি । গতকাল রাত থেকে এই অবস্হা চরম আকার ধারন করে ।তৃণমূলী দুষ্কৃতিকারীরা    ইস্পাতনগরীতে বসবাসরত এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ )  নেতৃত্ব ও সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে , কাজে না যাবার এবং ভোটদানে অংশ না নেওয়ার হুমকি দেওয়া হয় , অন্যথায় বাড়ীর লোকের উপর “ অত্যাচার “ করা হবে বলেও হুমকি দেওয়া হয় । আজ সকাল থেকে তৃণমূলী দুষ্কৃতিকারীরা বাড়ী বাড়ী গিয়ে  হুমকি ও নজরদারি চালাতে থাকে । এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ )  এর এক ওবি-সদস্যকে অপহরন করা হয় । এই বাঁধা পেরিয়ে এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর সম্পাদক কমঃ কেষ্ট সাহা ও অন্যান্য নেতৃত্ব সহ কয়কজন কারখানায় পৌঁছালে , সেখানে তৃণমূলীরা হুমকি দেয় যে , একটি ভোটও আইএনটিটিইউসি-র বিরুদ্ধে গেলে , তাঁদের ও তাঁদের বাড়ীর লোকের উপর “ অত্যাচার “ করা হবে । এই অবস্হায় , এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এনএসপিসিএল সংস্হার ও দুর্গাপুর ইস্পাত কারখারনা   কর্তৃপক্ষ এবং  শ্রম-দফ্তরকে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানালে , এনএসপিসিএল সংস্হার কর্তৃপক্ষের পক্ষ থেকে এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) , আইএনটিটিইউসি ও আইএনটিইউসি এবং কর্তৃপক্ষের যৌথ-টীম গঠন করে শ্রমিকদের বাড়ীতে গিয়ে তাদের ভোটদানের জন্য নিয়ে আসার প্রস্তাব দেওয়া হলে , আইএনটিটিইউসি সেই প্রস্তাব খারিজ করে দেয় ও তাদের চরিত্র বেআব্রু হয়ে পড়ে । এই অবস্হায় , এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) নির্বাচন থেকে সরে দাঁড়ায় ।  তৃণমূলী ইউনিয়ন নির্বাচনকে প্রহসনে পরিনত করে , পঞ্চায়েত-পৌর-লোকসভার নির্বাচনের ঢঙ্গে , শ্রমিকদের গনতান্ত্রিক অধিকারকে আরও একবার  যেভাবে ভূলন্ঠিত করল , তাঁর তীব্র নিন্দা করেন এনএসপিসিএল এমপ্লয়ীজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর সভাপতি কমঃ সুখময় বোস । 

Sunday 22 June 2014

তৃণমূলের সন্ত্রাস , দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ইন্ধন ও রেলের অস্বাভাবিক ভাড়া বাড়ানোর বিরুদ্ধে গর্জে উঠল ইস্পাতনগরী দুর্গাপুর ।

দুর্গাপুর , ২২শে জুন : আবার , রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হল ইস্পাতনগরী দুর্গাপুর । আজ সন্ধ্যায়  , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে , দুর্গাপুর সহ সারা রাজ্যে তৃণমূলের সন্ত্রাস , দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ইন্ধন ও রেলের অস্বাভাবিক ভাড়া বাড়ানোর প্রতিবাদে , ইস্পাতনগরী তিলক – ডেভিড মোড়ে এবং সেইল কো-অপারেটিভ এর কবিগুরু মোড়ে ( দ্বিতীয় স্টপেজ ) দুটি পথসভা অনুষ্ঠিত হয় । তিলক – ডেভিড মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত , সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস । কবিগুরু মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার , সভাপতিত্ব করেন কমঃ এস কে এন চৌধুরী । দুটি পথসভাতেই ভাল ভীড় হয় । 

   









      

Friday 20 June 2014

অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তি সহ অন্যান্য দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের বিশাল বিক্ষোভ সমাবেশ ।

দুর্গাপুর , ২০শে জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কসে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর পক্ষ থেকে অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তি সহ অন্যান্য দাবীতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় যা সাম্প্রতিককালের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার  বৃহত্তম শ্রমিক সমাবেশে পরিনত হয় ।   
     বিগত ৩০ মাস ধরে , রাষ্ট্রায়ত্ব সেইল ও আরআইএনএল এর এনজেসিএস-বেতনচুক্তি বকেয়া হয়ে আছে । এনজেসিএস-বেতনচুক্তি নিয়ে সেইল কর্তৃপক্ষ ও ইস্পাত মন্ত্রকের টালবাহানায় ক্ষুব্ধ ইস্পাত শ্রমিক-কর্মচারীরা । আজকের সমাবেশে বক্তারা অবিলম্বে এনজেসিএস-বেতনচুক্তির ফয়সালা এবং ঠিকা-শ্রমিকদের বেতন-চুক্তি লাগুর দাবী জানায় । এছাড়াও , উন্নত ইনসেনটিভ-স্কীম ও অন্যান্য বকেয়া বিষয়ে ফয়সালা , ডিপিআইএস বন্ধ না করার দাবী জানানো হয় । শ্রমিক-কর্মচারীদের বর্তমান সুযোগ-সুবিধা ছাঁটাই ও অধিকার হরণে সেইল কর্তৃপক্ষের অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার জন্যও বক্তারা আহ্বান জানিয়েছেন । সমাবেশে বক্তব্য রাখেন কমঃ অরুণ চৌধুরী ও বিশ্বরূপ ব্যান্যার্জী । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার ।
  দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার জিএম ওয়ার্কসে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের এএসপি শাখার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে । ইস্পাত শ্রমিকদের  সর্বভারতীয় সংগঠন স্টিল ওয়ার্কার্স ফেডাঃ অফ ইন্ডিয়া ( সিআইটিইউ )-র পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছিল এবং সেইল-আরআইএনএলের সর্বত্র শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শনের খবর পাওয়া গেছে বলে স্টিল ওয়ার্কার্স ফেডাঃ অফ ইন্ডিয়ার সম্পাদক কমঃ পি কে দাস জানিয়েছেন ।


Monday 16 June 2014

দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীতে জল ও বিদ্যুৎের উন্নত পরিষেবার দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর বিক্ষোভ সমাবেশ ।

দুর্গাপুর , ১৬ই জুন : আজ , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নে ( সিআইটিউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীতে জল ও বিদ্যুৎের উন্নত পরিষেবার দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । ইস্পাত শ্রমিকদের সাথে ইস্পাতনগরীর বহু সাধারন মানুষও এই সমাবেশে অংশগ্রহন করেন ।
 দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন করা হলেও , জল ও বিদ্যুৎ পরিসেবার যথাযথ আধুনিকীকরন ও সম্প্রসারন করা হয় নি ।  কারখানার উৎপাদন বহু গুনে বৃদ্ধি এবং  ইস্পাতনগরীতে জনসংখ্যা বৃদ্ধি  ও আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেলেও পুরনো  বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হাকে আধুনিক ও সম্প্রসারিত করার ব্যবস্হা কর্তৃপক্ষ করে নি । তার সাথে , জল ও বিদ্যুৎ পরিসেবা এবং সার্ভিস বিভাগের দক্ষ স্হায়ী শ্রমিকদের অবসর গ্রহনের পর কর্তৃপক্ষ সেই জায়গায় আউটসোর্সিং করে ঠিকাদারদের মারফৎ কাজ করানোর জন্য , যথাযথ রক্ষনাবেক্ষন অবহেলিত হচ্ছে বলেও হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । এরফলে , গত ৮ই জুন কারখানার এমআরএস বিভাগে ভয়াবহ অগ্নিকান্ডে বিদ্যুৎ-সরবরাহ ব্যবস্হার নিদারুন ব্যাঘাত ঘটে , দুই থেকে আড়াই কোটি টাকার যন্ত্রপাতি পুড়ে যায় । কারখানার উৎপাদন ব্যহত হয় ও প্রায় ১৫০ কোটির টাকার ক্ষতি হয়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । প্রচন্ড দাবদাহের সময় , এই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ফলে , ইস্পাতনগরীতে বসবাসরত শ্রমিক পরিবার ও অন্যান্যদের নিদারুন শারীরিক কষ্টের মুখোমুখি হতে হয় । যদিও কর্তৃপক্ষ – আধিকারিক ও শ্রমিকদের যৌথ প্রয়াসে বিদ্যুত পরিষেবা স্বাভাবিক হওয়ার মুখে , তবুও জল ও বিদ্যুৎ পরিষেবার     ব্যবস্হার স্হায়ী ও যথাযথ সমাধানের জন্য , আজকের সমাবেশে হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে দাবী জানানো হয় । এই বিষয়ে বিক্ষোভ সমাবেশ চলাকালীন  , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক আধিকারিক এস পি পাঁধি ( জিএম টাউন সার্ভিস ) –র কাছে ইউনিয়নের পক্ষে  কমরেড ললিত মিশ্রের নেতৃত্বে এক প্রতিনিধি দল একটি স্মারকলিপি জমা দেয় । এই স্মারকলিপিতে,অবিলম্বে  বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হার আধুনিকীকরন-সম্প্রসারন , বাল্ক-সাপ্লাই এ ৩৩ কেভি ইয়ার্ড নির্মান , পুরনো কেবল লাইনের পরিবর্তন সহ দামোদর নদের ক্যাচমেন্ট এরিয়া থেকে শুরু করে জলের ট্যাঙ্কগুলি পর্যন্ত জল-সরবরাহ ব্যবস্হার খোলনলচে পাল্টে পুরো দস্তুর আধুনিক ব্যবস্হা গড়ে তোলার দাবী জানানো হয়েছে । এর সাথে সাথে স্মারকলিপিতে  , দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষকে অগনতান্ত্রিক ও একগুঁয়ে মনোভাব পরিত্যাগ করে ,   এই সমস্ত বিষয়ে জেবিসিতে পূর্ণাঙ্গ আলোচনার দাবী জানানো হয়েছে ।
 বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন , কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কমঃ অজিত মুখার্জী ।