Tuesday 14 May 2024

নির্বাচন-পরবর্তি হিংসায় ভাঙ্গচুর-হিংসা-সন্ত্রাস : প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।

 


দুর্গাপুর,১৪ই মার্চ : গতকাল ইস্পাতনগরীতে লোকসভা নির্বাচন চলাকালীন ইস্পাতনগরীতে তৃণমূল সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় তানসেন রোডে তৃণমূলী দুষ্কৃতিরা সিপিআই-এম এর বুথ ক্যাম্পে হামলা চালায় । গণ প্রতিরোধে তৃণমূলী দুষ্কৃতিরা পিছু হটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পার্টি নেতা পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,জাতীয় কংগ্রেসের রবীন গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। পার্টি নেতা বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন যে গতকাল নির্বাচনের দিনে তৃণমূলী দুষ্কৃতিরা সকাল থেকে ইস্পাতনগরীর বি-জোনের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে। সিপিআই-এম এর বুথ ক্যাম্পে হামলা চালায়,পার্টির পোলিং এজেন্টদের উঠে যাওয়ার হুমকি দিতে থাকে।পার্টির বুথ ক্যাম্পে হামলা চালায়।মহিলা সহ আহত হয়েছেন বেশ কয়েকজন।  কিন্তু জনপ্রতিরোধে ভোঠ লুঠের প্রচেষ্টা ব্যর্থ করেন পার্টি কর্মীরা। তাই ভোট মিটলে রাতের অন্ধকারে বি-জোনের আইনস্টাইনে সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ‘প্রগতি যুব সমাজ কল্যান সমিতি’-র কার্যালয়ে এবং সংলগ্ন শিশু উদ্যানে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে।বাড়ি বাড়ি হামলা-হুমকি চলছে। মিথ্যা অভিযোগ দায়ের করে ফাঁসানোর চেষ্টা চলছে। প্রশাসনের জেনেবুঝে নিষ্ক্রিয়। তিনি এই অপচেষ্টার বিরুদ্ধে তীব্র গন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষে সীমান্ত চ্যাটার্জি ‘প্রগতি যুব সমাজ কল্যান সমিতি’-র কার্যালয়ে এবং সংলগ্ন শিশু উদ্যানে হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।









Thursday 2 May 2024

ইস্পাতনগরীতে পালিত হোল আন্তর্জাতিক মে দিবস ।

 


দুর্গাপুরে , ১লা মে : আজ  ইস্পাতনগরীর সর্বত্র বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল আন্তর্জাতিক মে দিবস ।  আজ সকালে,মূল অনুষ্ঠানটি হয় আশিস মার্কেট এবং সংলগ্ন জব্বার বাগে । রক্তপতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সভাপতি বিশ্বরূপ ব্যানার্জি। শহীদবেদীতে মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মোহন মিশ্র,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও রক্তপতাকা উত্তোলন করা হয় শহীদ আশিস- জব্বার ভবন,বি.টি. রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন সহ বিভিন্ন ইউনিয়ন ও সেক্টর দফতরে রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করা হয়।বিকালে তিলক ময়দানে,সিআইটিইউ-আইএনটিইউসি-এআইটিইউসি-টিইউসিসির যৌথ আহ্বানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষালের সমর্থনে এক বিরাট সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই-এম এর কেন্দ্রিয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী,ঐশী ঘোষ, ড. সুকৃতি ঘোষাল সহ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।