Monday 2 February 2015

জনজোয়ারে ভাসছে জিটি রোড ।। ন্যাশানাল হাইওয়-২ এর রঙ্গ আজ লাল ।।

                                  

 দুর্গাপুর , ২রা ফেব্রুঃ : সিআইটিইউ অন্য বামপন্হী ট্রেড ইউনিয়নের ডাকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলকে মরুভূমিতে পরিনত করার জন্য রাজ্য কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে , শ্রমিকদের কাজ থেকে উচ্ছেদ করে তৃণমূলের সন্ত্রাসের রাজত্বের কায়েমের অবসানের জন্য , অবিলম্বে বন্ধ কারখানা খোলার দাবীতে , রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রের শেয়ার বিক্রি বেসরকারীকর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ , তৃণমূলের সন্ত্রাসে উচ্ছেদ শ্রমিকদের পূণর্বহাল , গ্রামাঞ্চলে প্রতিটি ব্লকে ১০০ দিনের কাজের দাবী সহ ১৪ দফা দাবীতে ফেব্রুঃ - ৪ঠা ফেব্রুঃ দুর্গাপুর থেকে বার্ণপুর পর্যন্ত পদযাত্রা আজ শুরু হল শুরু হল দুর্গাপুরের মুচিপাড়া থেকে শুরুতে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ এর পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমঃ দীপক দাসগুপ্ত তিনি পদযাত্রীদের পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানান পদযাত্রার শুরুতে ১২৮ জন পদযাত্রীদের সাথে প্রায় ৫০০০ জন পা মেলালেও , অল্পক্ষনের মধ্যে সেই সংখ্যা ১০,০০০ পার হয়ে যায়

 পদযাত্রা  দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অঞ্চলে পৌঁছালে , দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী , ঠিকা শ্রমিক ও সিআইটিইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকরা বিপুল সংখ্যায় উপস্হিত হয়ে , পদযাত্রীদের অভিনন্দন জানায় ও পদযাত্রায় সামিল হয় । এখানে পদযাত্রীরা কিছু সময়ে বিরতি দিয়ে মধ্যাহ্ন ভোজন করেন । ইতিমধ্যে , ইস্পাতনগরী থেকে আসা বিশাল মিছিল পদযাত্রায় যোগদান করে । দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক-কর্মচারী , ঠিকা শ্রমিক ও সিআইটিইউ করার অপরাধে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকরা ও ইস্পাতনগরী থেকে আসা  ছাত্র-যুব-মহিলাদের বিশাল মিছিল পদযাত্রায় সামিল হয়ে অন্ডাল পর্যন্ত যায় । 

                                              


No comments:

Post a Comment