Saturday 28 February 2015

সি.আই.টি.ইউ. এর আসন্ন নবম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল , “ আক্রান্ত গণতন্ত্র “ – শীর্ষক আলোচনাসভা ।

     
                                                

দুর্গাপুর , ২৮শে ফেব্রু : আজ , ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) সি.আই.টি.ইউ. এর আসন্ন নবম বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষ্যে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল , “ আক্রান্ত গণতন্ত্র “ – শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আগামী ২-৩ মার্চ দুর্গাপুরে  সি.আই.টি.ইউ. এর  নবম বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে এই সম্মেলন উপলক্ষ্যে সমগ্র দুর্গাপুর জুড়ে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে ।  আজকের আলোচনাসভায় আলোচক হিসাবে উপস্হিত ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী । অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন যে আজ পঃ বঙ্গে আক্রান্ত মানুষ , আক্রান্ত গনতন্ত্র । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংবিধান ,গনতন্ত্রের প্রতি দায়বদ্ধতার বদলে দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন । এই দলতন্ত্রের পরিনতিতে রাজ্য জুড়ে চলছে নৈরাজ্য , বেড়ে চলছে খুন-ধর্ষন-তোলাবাজী । অথচ শ্রীমতি মমতা ব্যানার্জী এই সব ঘটনাকে তুচ্ছ ঘঠনা বলে উড়িয়ে দিচ্ছেন । অপরদিকে , প্রতিবাদী কন্ঠস্বরকে দমানোর জন্য পুলিশী-নির্যাতন , শারীরিক আক্রমন থেকে খুন – সবই চলছে অবাধে । আজকে পঃ বঙ্গে যে ভয়ংকর আঁধার নেমে এসেছে । আক্রমনের শিকার হচ্ছেন সাধারন মানুষ,বিরোধী রাজনৈতিক দলের কর্মী-নেতারা , এমনকি খোদ তৃণমূল কংগ্রেসের লোকজন । এর বিরুদ্ধে সামগ্রিক প্রতিরোধ গড়ে তোলার জন্য অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র আবেদন করেন । চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী বলেন যে এই ভয়ংকর নৈরাজ্যকে প্রতিরোধ করতে হলে ফাঁকা রাস্তা ভরাট করতে হবে , রাস্তায় নেমেই প্রতিরোধের রাস্তা খুঁজে নিতে হবে । আলোচনাসভায় সঞ্চালক ছিলেন কবি রূপক দাস । সভার সূচনায় , অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ,চলচিত্র পরিচালক অরুনাভ গাঙ্গুলী ও কবি রূপক দাসকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান যথাক্রমে কমঃ অজিত মুখার্জী , রথীন রায় ও অরুণ চৌধুরী ।



No comments:

Post a Comment