Sunday 11 September 2016

মোদি-মমতার সখ্যতার করালগ্রাসে আসানসোল – দুর্গাপুর শিল্পাঞ্চল : প্রতিবাদে জোট বাঁধছে শিল্পাঞ্চলের শ্রমজীবি মানুষ ।




দুর্গাপুর , ১১ই সেপ্টে: - মোদি সরকার ঘোষনা করেছে  রূপনারায়নপুরের ঐতিহ্যবাহিত হিন্দুস্হান  কেবলসের  মৃত্যু পরোয়ানা । তারপরেই রাজ্যের তৃণমূল সরকার ঘোষনা করেছে অধীনস্ত  সংস্হা  দুর্গাপুর কেমিক্যালসের ১০০% বিলগ্নীকরনের কথা । সমগ্র শিল্পাঞ্চল  সংকটের মুখে ।
এর প্রতিবাদে  শিল্পাঞ্চল জুড়ে প্রতিবাদ আন্দোলনর ঢেউ উঠছে । আজ সকালে , ইস্পাতনগরীর আশীষ মার্কেটে  দুর্গাপুর ইস্পাত জোনালের  ট্রেড ইউনিয়ন সমন্বয়  কমিটির ডাকে  প্রতিবাদ সভা থেকে জোড়ালো  প্রতিাবাদ  আন্দোলনের ডাক দেওয়া হয় । বক্তব্য রাখেন দুর্গাপুর পূ্র্ব কেন্দ্রের বিধায়ক  সন্তোষ দেবরায় , বংশী কর্মকার ( আই.এন.টি.ইউ.সি) , সুবীর সেনগুপ্ত ,  ললিত  মিশ্র ( সি.আই.টি.ইউ )। সভাপতিত্ব  করেন  কবিরঞ্জন দাসগুপ্ত । আগামীকাল  ১নং বিদ্যাসাগর এভিন্যু  থেকে বিশাল  মিছিলের ডাক দেওয়া হয়েছে ।

ইতিমধ্যে  বিধায়ক  সন্তোষ দেবরায়ের পক্ষ থেকে চিঠি দিয়ে  বিলগ্নীকরন ও কারখানা বন্ধের বিরুদ্ধে হস্তক্ষেপের  দাবী জানিয়ে মুখ্যমন্ত্রী ও ভারপ্রাপ্ত  মন্ত্রীকে  উদ্যোগী  হওয়ার আবেদন জানিয়েছেন ।












No comments:

Post a Comment