Tuesday 31 August 2021

সংগ্রামী ঐতিহ্য রক্ষার শপথ নিয়ে খাদ্য আন্দোলন ও পরবর্তি গন আন্দোলনের অমর শহীদদের স্মরণ করল ইস্পাতনগরী ।

 


দুর্গাপুর ,৩১শে আগষ্ট  : ১৯৫৯ এর ৩১শে আগষ্ট কলকাতার রাজপথে বামপন্হী দল গুলির আহ্বানে খাদ্যর দাবীতে ভূখা মানুষের মিছিলে আক্রমন চালিয়ে  তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ ৮০ জন মানুষ কে খুন করেছিল । খাদ্য আন্দোলনের অমর শহীদ ও পরবর্তি কালের  গন আন্দোলনের  নিহত সকল শহীদের আজ সারা রাজ্যের সাথে ইস্পাতনগরীতেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় । সকালে শহীদ আশিস-জব্বার ভবনে  রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিকালে আশিস মার্কেটে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটি ও সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ৩  আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে শহীদ স্মরনে পরিবেশিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,সীমান্ত তরফদার সহ গন আন্দোলনের নেতৃবৃ্ন্দ ও বিশিষ্ট শিল্পী-সাহিত্যিকরা । চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিষ্ট  পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির ডাকে শহীদ স্মরনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী ও স্বপন মজুমদার । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,স্বপন ব্যানার্জী,দিপক ঘোষ প্রমুখ ।



















No comments:

Post a Comment