Sunday 5 March 2023

প্রয়াত হলেন অতীত দিনের ইস্পাত শ্রমিক আন্দোলনের নেতৃত্ব এন.সি.পাল ।

 


দুর্গাপুর,৫ই মার্চ : গতকাল সন্ধ্যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে প্রয়াত হয়েছেন অতীত দিনের ইস্পাত শ্রমিক আন্দোলনের নেতৃত্ব ও ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির শাখা সদস্য নির্মল চন্দ্র পাল । তিনি এন.সি.পাল নামে সমাধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।তাঁর তিন পুত্র,পুত্রবধু ও নাতিরা বর্তমান। তাঁর মরদেহ বি.টি.রণদিভে ভবন ও ৫/৫ কৃত্তিবাস রোডে ভবনে নিয়ে আসা হলে রক্তপতাকা দিয়ে তাঁর মরদেহ আচ্ছাদিত করে ও মাল্যদান করে শ্রদ্ধা জানান পার্থ দাস,বিশ্বরূপ ব্যানার্জি,স্বপন সরকার,সীমান্ত চ্যাটার্জি,সন্তোষ দেবরায়,জীবন রায় প্রমুখ । পরে তাঁর শেষকৃত্য সম্পূর্ন হয় ।

সংক্ষিপ্ত জীবনী : ১৯৬৪ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার কোকওভেন বিভাগে কাজে যোগ দেন ও ২০০০ সালে অবসর গ্রহন করেন । কর্মস্হলে তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সভ্যপদ গ্রহন করেন ও পরে ইউনিয়নের সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। পার্টি সভ্য হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন । ১৯৭০ সালে আধা ফ্যাসিবাদি আক্রমনের দিনে ইস্পাতনগরীর সেক্টর সংগঠন ও ইস্পাত শ্রমিক আন্দোলনে বীরত্বপূর্ণ ভুমিকা পালন করেন।একই সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের তিনি নেতৃত্ব দিয়েছেন।তাঁর নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানার কোকওভেন বিভাগের ‘কোকওভেন কালচারাল ক্লাব’ দুর্গাপুরে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। পরবর্তীকালে,তাঁর বাসস্হান অঞ্চল গোপালপুর পঞ্চায়েত অঞ্চলে শিক্ষা ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

No comments:

Post a Comment