Thursday, 30 May 2024

ইস্পাতনগরীতে সিআইটিইউ এর ৫৫-তম প্রতিষ্ঠা দিবস পালিত হোল : সংস্কারের পুনরায় চালু শ্রমিক তথ্য কেন্দ্র।

 


দুর্গাপুর,৩০শে মে : আজ ইস্পাতনগরীতে বিভিন্ন  জায়গায়  সিআইটিইউ এর ৫৫-তম প্রতিষ্ঠা দিবস পালিত হোল।এই  উপলক্ষে ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন ও ২/১ তিলক রোডে সিআইটিইউ এর পতাকা উত্তোলন করা হয় ও শহীদ বেদিতে মাল্যদান করা হয় এবং দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিউ) পরিচালিত শ্রমিক তথ্য কেন্দ্রটি সংস্কার করে উদ্বোধন করা হয়। সিআইটিইউ এর পতাকা উত্তোলন ও উদ্বোধন করেন সীমান্ত চ্যাটার্জি। বক্তব্য রাখেন স্বপন মজুমদার।



































Wednesday, 29 May 2024

সারা দেশে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে প্রবল বিক্ষোভ : বিক্ষোভে সামিল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের শ্রমিকরাও।

 


দুর্গাপুর,২৯শে মে : স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর আহ্বানে আজ সারা দেশে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের ( সেইল ও আরআইএনএল ) সর্বত্র শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখালেন।এই বিক্ষোভে সামিল হয়েছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরাও।উভয় কারখানাতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর ডাকে বিক্ষোভে সামিল হয়ে শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখালেন। অবিলম্বে বেতন-চুক্তি,বিশাখাপত্তনমে আরআইএনএল এর অচলাবস্থা দুর করে অবিলম্বে উৎপাদন চালু ও শ্রমিকদের পুরো বেতন প্রদান এবং বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি, দুর্গাপুর ইস্পাত কারখানায়  আরএফআইডি-বায়োমেট্রিক লাগু করতে কর্তৃপক্ষের স্বৈরাচারী পদক্ষেপ ও আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার অবিলম্বে বাতিল, সেইল ও আরআইএনএল জুড়ে কর্তৃপক্ষের স্বৈরাচারী দমন-মূলক ব্যবস্থা প্রয়োগ করে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা অবিলম্বে করা সহ অন্যান্য দাবিতে শ্রমিকরা আজকের বিক্ষোভে সামিল হয়েছিলেন।































Sunday, 26 May 2024

খাটগোড়িয়া অবৈতনিক “ বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র” এর সাফল্য।

  


দুর্গাপুর,২৬শে মে : দুর্গাপুর ইস্পাতনগরী সংলগ্ন আদিবাসী অধ্যুষিত খাটগোড়িয়া অবৈতনিক “ বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র” এর সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। বর্তমান বছরে মাধ্যমিক পরীক্ষায় এই শিক্ষা সহায়তা কেন্দ্রের ছয় জন আদিবাসী ছাত্রী পরীক্ষায় বসেছিলেন এবং ছয় পরীক্ষার্থীই সসম্মানে উত্তীর্ন হয়েছেন । আজ শিক্ষা সহায়তা কেন্দ্রের ঐ সফল পরীক্ষার্থীর হাতে সাম্মানিক পুরস্কার তুলে দিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জি,পূর্ণ মুখোপাধ্যায়,কালিপদ মুর্মু প্রমুখ। পুরস্কার বিতরন সভার সঞ্চালনা করেন তরুন দে। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) পরিচালিত ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও খাটগড়িয়া আদিবাসী কমিটির সহায়তায় বিশিষ্ট আদিবাসী নাট্য কর্মী শ্যামলী মুর্মুর জমিতে একটি বন্ধ হয়ে যাওয়া বয়স্ক শিক্ষাকেন্দ্র কে সারাই করে ২০২২ সালে এই শিক্ষা সহায়তা কেন্দ্র চালু হয়। ষষ্ঠ থেকে দশম মানের ছাত্র-ছাত্রীদের জন্য কুড়ি জন শিক্ষক স্বেচ্ছায় প্রতি দিন বিকাল থেকে সন্ধ্যায় সহায়তা করেন।ইতিমধ্যে ষাট জন আদিবাসী ছাত্র-ছাত্রী এই কেন্দ্রে ভর্তি হয়েছেন।সমস্ত বিষয়ে শিক্ষা সহায়তার পাশাপাশি কম্পিউটার ও নিজস্ব হরফে অলচিকি ভাষা শিক্ষার ব্যবস্থাও এই শিক্ষা সহায়তা কেন্দ্র চালু আছে।



















Saturday, 25 May 2024

ইস্পাতনগরীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।

 


দুর্গাপুর,২৫শে মে : আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মদিবস। এই উপলক্ষে আজ সকালে ইস্পাতনগরীর মহিস্কাপুর রোডের “সম্পর্ক “ ভবনে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত সমন্বয় এর পক্ষ থেকে নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়েছে। কবির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন শিল্পী ও শিল্পী গোষ্ঠী পরিবেশন করেন গান-আবৃতি-স্বরচিত কবিতা । কবির জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সমীর দাস,শুভেন্দু ব্যানার্জি,সীমান্ত তরফদার প্রমুখ।