Friday 14 March 2014

দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে আন্দোলনরত স্হায়ী শ্রমিকদের উপর আবার হামলা চালালো তৃণমূলী দুষ্কৃতিরা ।

দুর্গাপুর , ১৪ই মার্চ : দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে আন্দোলনরত  স্হায়ী শ্রমিকদের উপর আবার হামলা চালালো তৃণমূলী  দুষ্কৃতিরা । মমতা ব্যান্যার্জীর নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে ,  দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে ও বাইরে , তৃণমূলের দুষ্কৃতিরা বারংবার শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একাংশ তৃণমূলের দুষ্কৃতিদের মদত জোগাচ্ছে বলে অভিযোগ । শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়া , নতুন প্রজেক্টের কাজ চাপিয়ে দিতে চাইছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ । এর বিরুদ্ধে স্হায়ী শ্রমিকরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছেন এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ।

আজ , বঅফ-এসএমএস (BOF-SMS ) অঞ্চলে এলএফ-৩ প্রজেক্টের কাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে , স্হায়ী শ্রমিকরা প্রতিবাদ করলে , কর্তৃপক্ষের প্ররোচনায় তৃণমূলের দুষ্কৃতিরা একজন ক্রেন-অপারেটরকে মারধোর করে । প্রতিবাদে স্হায়ী শ্রমিকরা জড়ো হলে , সেখানে তৃণমূলের দুষ্কৃতিরা আবার হামলা চালায় এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর নেতৃবৃন্দকে মারধোর ও হেনস্হা করে । এই ঘটনায়,কর্তৃপক্ষ তৃণমূলের দুষ্কৃতিদের বিরুদ্ধে  ব্যবস্হা নেওয়ার বদলে স্হায়ী শ্রমিকদেরকে হেনস্হা করার চেষ্টা করছে বলে , খবরে প্রকাশ । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনরত স্হায়ী শ্রমিকদের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়ছে এবং স্হায়ী  শ্রমিকদের উপর তৃণমূলের দুষ্কৃতিদের হামলা ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের অগনতান্ত্রিক মনোভাব ও কর্তৃপক্ষের একাংশ ও তৃণমূলের দুষ্কৃতিদের যোগসাজসের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয়েছে । 

No comments:

Post a Comment