Friday 26 June 2015

জরুরী অবস্হার ৪০-তম বার্ষিকীতে সন্ত্রাসের বিরুদ্ধে সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ।

                                                               


দুর্গাপুর , ২৬শে জুন : আজ , বিকালে ইস্পাতনগরীর অরবিন্দ এভিন্যুতে দুর্গাপুর থানার সামনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটি ও দুর্গাপুর ২ পশ্চিম জোনাল কমিটির পক্ষে এক বিক্ষোভ সমাবেশ হয় । সমাবেশে ২ টি বিশাল বিক্ষোভ মিছিল যোগদান করে । সমাবেশে বক্তব্য রাখেন কমঃ সন্তোষ দেবরায় , বিপ্রেন্দু চক্রবর্তী , মহাদেব পাল ও আল্পনা চৌধুরী । সমাবেশ চলাকালীন কমঃ মহাদেব পাল এর নেতৃত্বে এক প্রতিনিধি দল এডিপিসি-র  কাছে সিপিআই(এম) সহ বিভিন্ন বামপন্হী সংগঠনের উপরে গত ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে শাসকদলের লাগাতার হিংস্র আক্রমন ও পার্টি ,ইউনিয়ন ও সেক্টর অফিস গুলির ওপর লাগাতার আক্রমন ও দখল , সমবায় সংস্হাগুলিকে গায়ের জোড়ে দখল , হাজার হাজার সিআইটিইউ ভূক্ত ঠিকা শ্রমিক ছাঁটাই , একের পর এক মিথ্যা মামলায় পার্টি ও বামপন্হী আন্দোলনের কর্মী ও নেতৃত্বকে ফাঁসানো বিষয়ে প্রতিকার জানিয়ে অবিলম্বে প্রতিকারের দাবীতে  ৫ দফা দাবী সম্বলিত একটি মেমোরান্ডাম জমা দেন । প্রতিনিধি দলে ছিলেন কমঃ সন্তোষ দেবরায় ,নির্মল ভট্টাচার্য ,মহাব্রত কুন্ডু , সুবীর সেনগুপ্ত ও স্বপ্না ঘোষ । সমাবেশে সভাপতিত্ব করেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী ।





No comments:

Post a Comment