Tuesday 16 June 2015

ডিএসপি-র কোয়ার্টার/অব্যবহৃত জমি লিজিং / লাইসেনসিং এর বিষয়ে এইচএসইইউ(সিআইটিইউ)-র ডাকে বিশাল জমায়েত ।

                                                             

দুর্গাপুর ,১৬ই জুন : আজ  দুপুরে , দুর্গাপুর ইস্পাত কারখানা (ডি.এস.পি ) এর নগর প্রশাসনিক ভবন ( টি.এ.বিল্ডিং ) , অবিলম্বে কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের জন্য ডিএসপি-র কোয়ার্টার/অব্যবহৃত জমি লিজিং / লাইসেনসিং এর দাবীতে এইচএসইইউ(সিআইটিইউ)-র ডাকে বিশাল জমায়েত অনুষ্ঠিত হয় । এই দাবীতে এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়েছে । আন্দোলনের চাপে ডি.এস.পি কর্তৃপক্ষ জেবিসি ভূক্ত ইউনিয়নদের (এইচএসইইউ সহ ) আলোচনায় বসে । কিন্তু , আলোচনায় কর্তৃপক্ষ যে প্রস্তাব দেয় , তাতে সুচতুরভাবে কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিভেদ ও বিভিন্ন অন্যায় বোঝা চাপিয়ে দেওয়ার অসাধু প্রস্তাব দেওয়া হলে, এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় । শুধু প্রত্যাখ্যান নয় , এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে “ বিকল্প প্রস্তাব “ খোলা চিঠির আকারে বিলি করা হয়েছে এবং মানুষের কাছে এই “ বিকল্প প্রস্তাব “ এর বিষয়ে মতামত জানানোর আহ্বান জানানো হয় ।

আজকের জমায়েতে উপস্হিত ছিলেন আইএনটিইউসি ও স্টিল এমপ্লয়িজ ফোরামের প্রতিনিধিবৃন্দ । জমায়েতে বক্তব্য রাখেন এইচএসইউ(সিআইটিইউ)-র পক্ষ থেকে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী । তিনি এই দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন আইএনটিইউসি এর পক্ষে সুব্রত ভট্টাচার্য ও স্টিল এমপ্লয়িজ ফোরামের এর পক্ষে পরমা  ভট্টাচার্য । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । সভা চলাকালীন কমঃ ললিত মিশ্র এর নেতৃত্বে এক প্রতিনিধি দল জি.এম.(টি.এস) এর প্রতিনিধির কাছে স্মারকলিপি জমা দিয়ে এসে সভায় আলোচনার বিষয় বক্তব্য জানান । তিনি জানান যে কর্তৃপক্ষর পক্ষে এই বিষয়ে জেবিসি ইউনিয়ন দের সাথে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে ।        

No comments:

Post a Comment