Saturday 26 November 2016

আগামীকাল দুর্গাপুর ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হবে ভারতীয় গণনাট্য সংঘের বর্ধমান জেলা সপ্তম সম্মেলন ।

                                                    

দুর্গাপুর , ২৬শে নভেঃ - আগামীকাল  দুর্গাপুর ইস্পাতনগরীতে   বি.টি.রণদিভে  ভবনে , “ অজিত কর্মকার ,দেব প্রসাদ ব্যানার্জী,শিবানী চ্যাটার্জী “ – মঞ্চে অনুষ্ঠিত হবে ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম জেলা সম্মেলন ।
ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলার সম্পাদক অভিজিৎ মিত্র  জানিয়েছেন যে বিগত  ষষ্ঠ সম্মেলন ( বার্ণপুর ) এর পর থেকে শারীরক আক্রমন ও সরকারী  বাধা সত্বেও  বর্ধমান জেলা জুড়ে গণনাট্য সংঘ তার সৃজনশীল কার্যকলাপ বজায় রেখেছে  ।  অনেক  উদীয়মান শিল্পীরা  গণনাট্য সংঘের সাথে যুক্ত হচ্ছেন । গণ-আন্দোলনের পীঠস্হান  ইস্পাতনগরী , প্রগতিশীল সাংস্কৃতিক  আন্দোলনের অন্যতম  সূতিকাগার । তাই ভারতীয়  গণনাট্য সংঘের বর্ধমান জেলা  সপ্তম সম্মেলনর জন্য ইস্পাতনগরীকে  নির্বাচিত করা হয়েছে  ।
অভ্যর্থনা সমিতির  সম্পাদক  সলিল দাসগুপ্ত  জানিয়েছেন  সম্মেলন  সফল করার  জন্য দেড় শতাধিক সদস্যের অভ্যর্থনা সমিতি গঠন করা  হয়েছে । অভ্যর্থনা সমিতির  পক্ষ ইস্পাতনগরীতে  অর্থ সংগ্রহে  ভালো সাড়া  পাওয়া গেছে। লিফলেট-পোষ্টারিং-পোষ্টার প্রদর্শনীর মাধ্যমে প্রচার চলছে । সম্মেলনের প্রাক্কালে  আজ সন্ধ্যায়  সম্মেলন স্হলে স্হানীয়  প্রতিযশা শিল্পী – সাংস্কৃতিক সংগঠন ও শিশু শিল্পীরা  সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন  করেন । অনুষ্ঠানের সূচনায়  মহান  বিপ্লবী  ফিদেল কাস্ত্রোর স্মরনে নিরবতা পালন করা হয় ।

আগামীকাল  সম্মেলনের  শুরুর  আগে আগত প্রতিনিধিরা  ইস্পাতনগরীতে  একটি  সংক্ষিপ্ত  পদযাত্রা করবেন ।




No comments:

Post a Comment